প্রাকৃতিক নিলাভুমি জাফলং ট্যুরের দ্বিতীয় পর্ব।(10% beneficiary @shy-fox)
![]() |
---|
আমরা মূলত গিয়েছিলাম জুলাই মাসে।এইসময় মায়াবি ঝর্না যেন তার অপরুপ সাজে সেজেছে।সত্যি যা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।যেহেতু আমরা অনেকজন মিলে গিয়েছিলাম।আর আমাদের পূর্ব চিন্তা ছিল যে আমরা ওখানে গিয়ে গোসল করবো।আজকে আমি এই মায়াবি ঝর্নার সব তুলে ধরবো আপনাদের মাঝে।
![]() |
---|
আমরা গাড়ি থেকে নেমে সবাই চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে।এরপরে আমরা দুইটা নৌকা ভাড়া করে নিলাম।যার ভাড়া ছিল ৫০০ টাকা করে।যদিও মায়াবি ঝর্নার দূরত্ব খুব বেশি না।এরপরেও আসলে হেঁটে যাওয়া সম্ভব না।তাই এই দামেই ভাড়া করে নিলাম।
![]() |
---|
এরপরে আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়লাম।আমরা ১৬ জন ছিলাম তাই ৮ জন করে নৌকায় উঠে পড়লাম।আসলে এইরকম সবাই এক সাথে যেতে আমার বেশ ভালো লাগে।জার্নিটা ইনজয় করা যায়।
![]() |
---|
দেখতে দেখতে আমরা চলে আসলাম।আমাদের সময় লেগেছিল সর্বমোট ৫-৭ মিনিট এর মতো।কারন দূরত্ব খুব কম।আমি এসেই কিছু ছবি তুলে নিলাম।
![]() |
---|
আমরা মূলত এখানে এসেছিলাম গোসল করার জন্য।তাই আগে থেকেই পরিকল্পনা করেছিলাম।এখানে কাপড় রাখার জন্য লকারের সিস্টেম আছে।যদিও আমাদের এইটা দরকার হয় নাই।কারন আমাদের একজন গোসল করে নাই।সে নিজে দাড়ায় ছিল আমাদের এগুলো দেখার জন্য।
![]() | ![]() |
---|
আসলে উপরের ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে কতোটা মজা করেছি আমরা।আসলে ঝর্নার পানি অনেক ভালো ছিল মনে হচ্ছিলো যে সারাদিন এখানে ভিঝে থাকি।আমরা সবাই মিলে প্রায় এক ঘণ্টার মতো এখানে গোসল করি।এরপর গোসল শেষ করে আবার রওনা দিয়ে দেই।
![]() |
---|
গোসল শেষ করে আমরা আবার রওনা দিলাম জাফলং জিরো পয়েন্টের দিকে।কারনা আমরা প্রায় অনেকক্ষণ ধরে এখানে গোসল করেছি।তাই সবাই ভাবলাম যে এখন আমরা জিরো পয়েন্টে যাবো।আসার সময় আরমানকে বললাম যে আমার একটা ছবি তুলে দে।সে বেশ ভালো ছবি তুলে।আর আমি আজকে এই অব্দি রাখলাম আজকের পর্বের।ইনশাল্লাহ দেখা হবে পরের পর্বে।আমাদের জাফলং জিরো পয়েন্ট নিয়ে।পরবর্তী পর্ব দেখার আমন্ত্রন রইল।
আর এভাবেই আমি শেষ করলাম আমার জাফলং ট্যুরের দ্বিতীয় পর্বের অভিজ্ঞতা।যানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে অতি শীঘ্রই।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

৫-৭ কিলোমিটার রাস্তার জন্য বোট ৫০০ টাকা ভাড়া নিয়েছে এটা আমার কাছে বেশিই মনে হচ্ছে। এতগুলো বন্ধু একসাথে গেলে আসলেই মজা হয়। আমি জাফলং গিয়েছি কিন্তু মায়াবি ঝর্না যেতে পারিনি। আপনার ছবি দেখে বোঝা যাচ্ছে মায়াবি ঝর্না না যেয়ে মিস করেছি। আপনার ছবিগুলো খুব প্রানবন্ত হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ভাইয়া আপনি সিলেট কে সৌন্দর্যের পূর্ণভুমি বলা হয়ে থাকে। আমিও সিলেট থেকে পড়াশোনা করেছি।এই সিলেট শহরে অনেক স্মৃতি জমা হয়ে আছে।মায়াবি ঝর্না জুলাই এর দিক দিয়ে বেশি ভালো লাগে।এই ঝর্ণায় গোসল করা অনেক মজার। অনেক দিন পর আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্য।
খুব ভালো কিছু সময় কাটিয়েছেন। ভ্রমণে যদি নৌকো পেয়ে যায়, তাহলে সত্যিই খুব আনন্দ হয়। আর ঝর্নার দৃশ্য চোখের সামনে দেখা এক অসাধারণ অনুভূতি। দারুন একটা জায়গা।
এটা সম্ভবত জিরো পয়েন্ট হবে। এর আগে আপনার জাফলং ভ্রমণের প্রথম পর্ব পড়েছিলাম। আপনাদের ভ্রমণের পোস্ট দেখলে মনে হয় আমি নিজেও চলে যায়। সবমিলিয়ে দারুণ ছিল। সুন্দর ছিল।।
সিলেট খুবই সুন্দর জায়গা আমিও শুনেছি।আর যেকোনো জায়গায় বন্ধুরা মিলে ঘুরতে যাওয়া র আনন্দটাই আলাদা।নিলাভুমি জাফলং ট্যুরে আপনারা দারুণ সময় কাটিয়েছেন, ঝরনাটি সুন্দর দেখতে লাগছিল।ধন্যবাদ ভাইয়া।
জী ভাইয়া আপনার প্রথম পর্বটা পড়েছিলাম। আজ তো মায়াবী ঝর্না দেখে আমি মুগ্ধ। আর আপনার কোন সৌভাগ্যবান বন্ধুটি যে গোসল না করে আপনাদের কাপড় রাখার দায়িত্ব নিয়ে ছিল। তার ছবি দিয়েন । ধন্যবাদ।