ভ্রমন পোস্ট- ঈদের কেনাকাটার জন্য নিউ মার্কেট
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহের মত আজও আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

দেখতে দেখতে রোজা শেষে চলে আসলো পবিত্র ঈদ। আর এই পবিত্র ঈদ ঘিরে চলছে ঘরে ঘরে শপিং করার পালা। আর সবার মত করে আমরাও দৌড় আর ঝাপের মধ্যে আছি শপিং নিয়ে। শুধু কি আর নিজের শপিং। যদিও আমি নিজে কোন কিছু কেনাকাটা করা পছন্দ করি না। মানে আমার ভালো লাগে না ঈদে কোন কিছু কেনাকাটা করতে। তারপরও সবাই যেহেতু খুব জোড় করেছিল তাই সেদিন গিয়েছিলাম নিউ মার্কেট আর ষ্টান মল্লিকায়। গিয়েছিলাম থ্রিপিস কেনার জন্য। যেই জ্যাম রাস্তায় তাতে করে দেহে আর কিছু নেই। হাড্ডি মাংস একাকার হয়ে গেছে।


একদিকে গরম, একদিকে জ্যাম। তার উপর আবার জিনিস পত্রের দাম। ১০০০০ টাকার নিচে কোন ভালা মানের থ্রিপিসই নেই। আমরা প্রথমে গিয়েছিলাম গ্রীন স্মরনীকায়। সেখানে বেশ ঘুরাঘুরি করে আমাদের কাছে কোন ড্রেসই পছন্দ হচিছলো না। তাই আমরা চলে গেলাম ষ্টান মল্লিকায়। সেখানে আবার বেশ সুন্দর সু্ন্দর কলেকশন রয়েছে। তবে দাম কিন্তু সব হাতের নাগালের বাহিরে। কিন্তু কি আর করার কিনতে তো হবে। তাই একটু দেখে শুনেই কেনার জন্য বেশ কয়েকটা দোকানে ঘুরলাম।


যেহেতু আমার কোনে ড্রেস পছন্দ হয়নি তাই আমার কেনাকাটা বাদ দিয়ে দিলাম। তারপার আপুর জন্য ড্রেস দেখা শুরু করলাম। কারন আপু কিন্তু ছুটি পায় না। আর সেদিন যেহেতু ছুটি পেয়েছিল তাই সেদিন আপু শপিং করতে বের হয়েছি। এ দোকান সে দোকান করতে যে ড্রেস গুলো পছন্দ হয় তার দাম একেবার বাজেটেরবাহিরে। তাই একবার ভাবলাম চলে আসবো। কিন্তু আপু বলে না যা কেনার আজই কিনে নিয়ে যাবো। পরে আর সময় হবে না। তাই এবার একটি দোকানে ঢুকলাম কেনার উদ্দেশ্য।


বেশ দাম কাপড়ের। অনেক গুলো ড্রে দেখে শুনে তার মাঝ হতে আপুর একটি ড্রেস পছন্দ হয়েছে। তারপর শুরু করে দিলাম দামাদামি। একদাম ৮৫৫০/- টাকা চায় । অনেক দামা দামি করতে করতে গলা শুকিয়ে যাচিছলো। দোকান দার বেটা কিছু তেই এর কমের দিবে না। আর আমার আপুও নিবে না। আমার তো মেজাজ গরম হলো দুজনের উপর। তারপর জিদ করে বললাম জিনিস পত্রের এমনই দাম নিলে নাও না নিলে চলো। তারপর আপু কি আর করবে ঈদের ড্রেস বলে কথা। তাই নিজের পছন্দের জিনিস একটু বেশ হলেও খারাপ না। নিলে নিলো ঈদের জন্য একটি ড্রেস। তারপর আমরা বাসার দিকে চলে আসলাম।

আপনাদের ভাল লাগলেই আমার মনের উৎসাহ আরো বৃদ্ধি পাবে। আজ আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও যে কোন সময় নতুন কোন জায়গার ভ্রমণ পোস্টের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।



ঈদের কেনাকাটা করতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আপনার ঈদের কেনাকাটা করার মুহূর্তটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এত সুন্দর করে পুরো মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ঈদের কেনাকাটার জন্য নিউ মার্কেট গিয়েছিলেন, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে ঈদ চলে আসলেই কেনাকাটা করার একটি ধুম পড়ে যায়।আর এটা প্রতি বছরই হয়ে থাকে। আপনি আপনার পরিবারের জন্য বেশ ভালোই কেনাকাটা করেছেন।
Puss Task এর লিংকগুলো শেয়ার করা হয় নাই, এগুলো অবশ্যই পালনীয়। ধন্যবাদ