ট্রাভেল পোস্ট- " কিছুটা স্বস্থির খোঁজে প্রকৃতির মাঝে "

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহের মত আজও আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

ভ্রমণ সবসময়ই মনকে প্রফুল্ল করে। আর যদি গন্তব্য হয় বাংলার তাজমহলের মতো এক আকর্ষণীয় স্থান, তবে সেই অভিজ্ঞতা হয়ে ওঠে আরও বিশেষ। কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম প্রকৃতির মাঝে।যাতে করে প্রকৃতির ভালোবাসায় একটু প্রাণ খুঁজে পাই। তবে সেদিন এমন সুন্দর প্রকৃতি দেখে আমি নিজেও বেশ মুগ্ধ ছিলাম। কারন আপনারা সবাই জানেন যে সকাল সকাল রমনার প্রকৃতি কতটা সুন্দর আর পরিচ্ছন্ন হয়। তাইতো আজ তার কিছু আনন্দ আপনাদের মাঝে ভাগ করে নিতে চলে আসলাম।

image.png

image.png

প্রকৃতি মানুষের জীবনে অপরিসীম শান্তির স্থান। যদি কেউ নিজেকে সতেজ করতে চায়, যদি সে দেহ ও মনের শান্তি পেতে চায়, তাহলে তাকে প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে হবে। কারণ প্রকৃতি তার সাথে বিশ্বাসঘাতকতা করে না, সে যাই করুক না কেন। বরং, প্রকৃতি মানুষের প্রতি ভালোবাসা এবং করুণা ছড়িয়ে দেয়। এটি মানুষের মনে শান্তি ছড়িয়ে দেয়। আর এমন প্রকৃতি দেখে কে না ছবি তুলতে চায়। তাই আমরা নিজেরাই স্থির হয়ে বসে থাকতে পারি না। যখন আমরা প্রকৃতি দেখি, তখন আমরা কিছু ছবি তোলার চেষ্টা করি। যাতে আমরা এটি আমাদের সাথে ভাগ করে নিতে পারি।

image.png

যখন আমি মনের প্রশান্তির জন্য কোথাও ভ্রমণ করি, তখন প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আর আজ আমি আপনাদের সাথে কিছু প্রকৃতির ছবি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের আমার ছবি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে নদী এবং সবুজ প্রকৃতির কিছু ছবি শেয়ার করার চেষ্টা করেছি।

image.png

image.png

সবুজ প্রকৃতি মনের মধ্যে প্রাণশক্তি তৈরি করে। আর সেই সবুজ প্রকৃতির ছোঁয়া পেতে মাঝে মাঝে আমি বেশ কাছে ছুটে যাই। আমি বিখ্যাত রমনা পার্কের কথা বলছি। সত্যি বলতে, রমনার সবুজ প্রকৃতি আর হ্রদের সুন্দর জল মন ভরে তোলে। রমনার সেই প্রকৃতিতে কিছুক্ষণ ঘুরে বেড়াতে পারলে মনের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত হতাশা আর দুঃখ সহজেই দূর হয়ে যায়। তাই মাঝে মাঝে আমি রমনার সেই প্রকৃতির কাছে ছুটে যাই।

image.png

image.png

তাছাড়া, যখনই আমি গ্রামাঞ্চলে যাই, প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করার চেষ্টা করি। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি। যাতে প্রকৃতির সরলতা আমার নিজের মনকে প্রাণবন্ত করে তোলে। আমি জানি না তোমাদের মধ্যে কে আমার মতো এত সবুজ প্রকৃতি ভালোবাসে। তবে আমি এটুকু বলতে পারি যে আমার প্রকৃতির ছবি দেখার পর, তোমাদেরও প্রকৃতি দেখতে ইচ্ছে করবে।

কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা ভ্রমণ পোস্ট। আশা করবো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

1000028233.gif

image.png