সুইসগেট গিয়ে ঘুরে আসা।

in আমার বাংলা ব্লগ14 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20250813_201533.jpg

সেদিন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম চর এলাকায় ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো। আসলে সেখান থেকে আরেকটু দূরে সুইস গেটের কাছাকাছি চলে গিয়েছিলাম। যেহেতু খুব বেশি দূরে ছিল না। বাইকে করে বেরিয়েছিলাম সেজন্যই ভাবলাম ঐ দিক থেকেও ঘুরে আসা যাক। যদিও সেখানে প্রায় ৩ বছর আগেও একবার গিয়েছিলাম। সেই সময় অবশ্য নিভৃত ছিল না। এবার ভাবলাম নিভৃতকে নিয়েই সেখানে ঘুরে আসা যাক।

20250719_150740.jpg

20250719_150736.jpg

যেই ভাবনায় সেই কাজ। এই জায়গাটা থেকে আবারো বাইকে উঠে পড়লাম সেদিকে রওনা দিলাম। যেতে যেতে প্রায় দশ মিনিটের মতোই সময় লেগেছিল। তবে দুর্ভাগ্যবশত আমরা যেতে যেতেই দেখলাম বৃষ্টির ফোঁটা পড়ছে গুটি গুটি করে। আর চারিদিকে মেঘ এমনভাবে ছেয়েছে যে কোথাও দাঁড়ানোর সুযোগ পাবো না। আর সেখানে এমন কোন জায়গা নেই যে কোথাও বসা যাবে। খুব দ্রুতই সেখানে গেলাম সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোগ্রাফি করলাম।

20250719_151344.jpg

চারপাশে অনেক বেশি সুন্দর ছিল। গাছ গাছালিতে ভরপুর ছিল। তার পাশাপাশি নদীতে জোয়ার ছিল বিদায় দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। যদিও মেইন ব্রিজটা নেই তবুও জায়গাটা দেখতে অনেক মানুষই সেখানে গিয়েছিল দেখলাম। নৌকা দিয়ে নদী পারাপার হয়ে থাকে অনেক মানুষ। যাই হোক সেখান থেকে আবার রওনা হলাম। আগের জায়গাটার অপজিট সাইডে আরেকটা রাস্তা ছিল সেদিকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি।

20250719_151327.jpg

20250719_151401.jpg

সেদিক থেকে আবারও ফিরে আসলাম বিয়ে বাড়িতে। তারপর আমরা আবার বাড়িতে ব্যাক করলাম।আসলে সেদিনকার মুহূর্তটা ঘুরতে পেরে বেশ ভালো লেগেছিল। যদিও বৃষ্টি আর হয়নি কিন্তু বৃষ্টি আসবে বলে চারপাশের প্রকৃতি খুব ভালো করে দেখা হয়নি। এজন্যই আফসোসটা থেকে গিয়েছে। তবুও যতটুকু ঘুরতে পেরেছি বেশ ভালই লেগেছিল। এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  
 14 days ago 

এখন কোথাও গিয়েও শান্তি নেই। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। পানি অনেক বেড়েছে। মাঝে মাঝে বেড়াতে গেলে ভালোই লাগে আপু।

 14 days ago 

ঠিক বলেছেন আপু,বৃষ্টি হঠাৎ চলে আসলে তখন ভালো লাগে না।