সময় আর টাকার খেলায় বাস্তবতা একটু ভিন্ন।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সময় আর টাকার খেলায় বাস্তবতা একটু ভিন্ন। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আজ টাকা নেই তাই সব বেঠিক, কাল টাকা হলে সব ঠিক হয়ে যাবে এটা মোটেও সত্য নয়।গত কখনো ভবিষ্যৎ হয়ে ফিরে আসবে না।।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আজ টাকা নেই তাই সব বেঠিক, কাল টাকা হলে সব ঠিক হয়ে যাবে এটা মোটেও সত্য নয়।গত কখনো ভবিষ্যৎ হয়ে ফিরে আসবে না।আজ টাকা নেই, তাই চারপাশে সব কিছুই ভুল মনে হয়। কেউ গুরুত্ব দেয় না, কেউ পাশে দাঁড়ায় না। কথাটা অনেকটা পরিচিত, তাই না?আবার অনেকে ভাবে কাল যদি টাকা হয়, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসলেই কি তাই।আমার মতে তা ঠিক নয়,কারণ বাস্তবতা কিন্তু একটু ভিন্ন।আর সবাইকে বাস্তবতা অবশ্যই মানতে হবে।
আসলে টাকা জীবনের প্রয়োজনীয় একটি অংশ আর এটা সত্যি কেউ অস্বীকার করতে পারবেনা।কিন্তু টাকা দিয়ে যে সবকিছু পাওয়া যায় এটা সত্য নয়।যেমন সময় ভালোবাসা, বিশ্বাস, সম্মান এসব জিনিস টাকায় কেনা যায় না। অনেক সময় দেখা যায়, হাতে টাকা থাকলেও মানুষ একা, মন খারাপ, জীবনে শান্তি নেই। আবার কারও হয়তো টাকাপয়সা কম, কিন্তু তার চারপাশে ভালোবাসা আর সম্মান আছে এটাই তো আসল সুখ।
একটা বিষয় আমরা ভুলে যাই গতকাল আর ফিরে আসবে না। সময় একবার চলে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না এটাও কিন্তু প্রকৃতির চরম সত্য কথা।তাই আমি মনে করি বর্তমানকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। আগে টাকা আসুক, তারপর সব ঠিক করবো”এই মানসিকতা আমাদের জীবনের অনেক মূল্যবান সময়, সম্পর্ক, আরো অনেক কিছুই নষ্ট করে দেয়।
টাকা আসবে যাবে এটাই জীবনের নিয়ম,হয়তো কম হয়তো বেশি।তবে এ সময় এবং টাকার অজুহাতে কেউ যদি দূরে সরে থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলছে ।কারণ সময় আর সুযোগ একবার হারালে সেটা আর ফিরে আসে না।যেটা গুণীজনরা বলে গেছেন,সময় ও স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না।
অনেকেই ভাবে ভবিষ্যতে অনেক টাকা হবে আর সেই টাকার জোরে “ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে।আর সে জন্য তারা তাদের দায়-দায়িত্ব ও সময় যে কাজ,সেটি কালকের জন্য ফেলে রাখে। কিন্তু ভবিষ্যৎ আসার আগেই যদি বর্তমান নষ্ট হয়ে যায়, তাহলে সেই ভবিষ্যৎ আর কতটা উজ্জ্বল হবে, তারা সেটা লক্ষ্য করেনা।তাই আমি মনে করি যার যা আছে, যতটুকু আছে, সেটা দিয়েই চেষ্টা করতে হবে।
সবকিছু টাকা দিয়ে মাপা ঠিক নয়। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের আচরণ, আন্তরিকতা, আর মানুষকে ভালোবাসার মাঝে। আজ যদি আমরা আমাদের সময়, সম্পর্ক আর আবেগকে গুরুত্ব দিই, তাহলে কালও সেই ভালোবাসা আমাদের পাশে থাকবে—টাকা থাকুক বা না থাকুক আদর, ভালোবাসা, বন্ধন, সম্পর্ক এগুলো ঠিক থাকবে।যেটা সমাজে অনেক অংশে এখনো দেখতে পাওয়া যায়।
যাইহোক অবশেষে যেটা বলব,আজকের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকবে, যাবে, আবার আসবে। কিন্তু সময় গেলে তা আর কখনোই ফিরে আসবে না। তাই আজ যতটুকু সময়,শক্তি,সামর্থ্য, রয়েছে সেটা নিয়েই দায়িত্ব ও করণীয় পালন করতে হবে।আর যদি টাকার জন্য ও উপযুক্ত সময়ের জন্য বসে থাকা হয় তখন তো কোন মানুষকে হারিয়েও ফেলতে পারেন। আর সে ক্ষেত্রে তাকে তো আর কবর থেকে উঠিয়ে আনতে পারবেন না।তখন আপনার উপযুক্ত সময়ও কোটি কোটি টাকা কি কাজে আসবে।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সময় আর টাকার বাস্তবতা নিয়ে আপনি কথাগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া, সম্পর্ক ও আবেগকে মূল্য দেওয়া দরকার। সব সময় টাকার পেছনে না ছুটে সময়ের সঠিক ব্যবহার এবং বর্তমানকে গুরুত্ব দিতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনি ঠিক বলেছেন ভাইয়া, সময় আর টাকার খেলায় বাস্তবতা একটু ভিন্ন হয়ে থাকে। সময় আর টাকার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। অনেক কিছুর পরিবর্তন ঘটে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
https://x.com/Nevlu123/status/1912685696516599973
1 | https://x.com/Nevlu123/status/1912560219361509838
2 | https://x.com/Nevlu123/status/1912560417936679009
3 | https://x.com/Nevlu123/status/1912561100953944261
4 | https://x.com/Nevlu123/status/1912561459793383717
1 | https://x.com/Nevlu123/status/1912560219361509838
2 | https://x.com/Nevlu123/status/1912560417936679009
3 | https://x.com/Nevlu123/status/1912561100953944261
4 | https://x.com/Nevlu123/status/1912561459793383717
5 | https://x.com/Nevlu123/status/1912882905887424976
6 | https://x.com/Nevlu123/status/1912883229536952617