সময়, ধৈর্য্য এবং চেষ্টা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সময় খুবই অদ্ভুত জিনিস। সময়ের সাথে সবকিছু এমনভাবে পরিবর্তিত হয় যেটা আমাদের ধারণার বাইরে। একটা সময় যখন অনেক কিছু অসম্ভব মনে হতো। মনে হতো এটা কোনভাবেই হয়তো সম্ভব হবে না নির্দিষ্ট একটা সময় পরে সেটা সম্ভব হয়। সেটা সম্ভাবনায় রুপ নেয়। মনে হয় না এটা সম্ভব ছিল। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। আমরা আমাদের মন থেকেই এমন কিছু ভেবে রেখে দিয়েছিলাম না এটা হবে না। আর যখন নিজে থেকেই এমন কিছু ভেবে রেখে দেয় তখন আর কিছুর প্রয়োজন হয় না। ফলাফল গিয়ে দাঁড়ায় অসম্ভবে। ঐটা আমরা আর চেষ্টাও করতে চাই না। সময় যেমন নিজে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের পরিবেশ অবস্থা মানসিকতা সবকিছু পরিবর্তন করে দেয়। তেমনি আরেকটি ব্যাপার থাকে অনেক গুরুত্বপূর্ণ।
ধৈর্য। হ্যা সময়ের পরে সবচাইতে বড় পরীক্ষা নেয় এই ধৈর্য্য। আমরা অধিকাংশ হেরে যায় এই ধৈর্যের কাছে। অর্থাৎ আমরা ধৈর্য্য হারিয়ে ফেলি। বিশেষ করে আমাদের মধ্যে একশ্রেণির মানুষ আছে যারা সাময়িক ফলাফলে বিশ্বাসী। তারা কখনোই ধৈর্য্য ধরে থাকতে পারে না। এই সমস্যা টা আমার নিজের মধ্যেও রয়েছে। ধৈর্য্য সবসময় আমাদের এমন কিছু উপহার দেয় যেটা আমাদের কল্পনায়ও কখনও ছিল না। ধৈর্য্যশীল মানুষ বরাবরই বেশ শান্ত শিষ্ট হয়ে থাকে। সবসময় বুঝেশুনে কাজ করে। কখনও কিছু তাড়াহুড়ো করে না। তারা একটা বিশ্বাস রাখে যে একটা সময় পরে এটা হবেই। সুতরাং যা করতে হবে ধীরে ধীরে বুঝে করতে হবে। এটাই ধৈর্যের সবচাইতে বড় প্লাস পয়েন্ট। কিন্তু এই ধৈর্য্য ধারণ করা মুখে বলার মতো সহজ মোটেও না।
সময় এবং ধৈর্য্য এই দুইটার উপরই অনেক কিছু নির্ভর করে থাকে। যদিও এর পাশাপাশি আরেকটা জিনিস বেশ গুরুত্ব দিতে হবে চেষ্টা চালিয়ে যাওয়া। কোন অপূর্ণ স্বপ্নকে পূরণ করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাওয়া। চেষ্টার উপর আর কিছু নেই। আমরা যদি চেষ্টা করার আগেই কোন বিষয়ে হার মেনে নেয় তাহলে কিছুই হবে না। সময় যেমন পরিবর্তন হবে সেই সাথে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। দীর্ঘ সময় যখন আপনি একটা বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। একটা সময়ের পরে গিয়ে সেটা আপনার কাছে সহজ হয়ে যাবে। যখন বুঝতে পারবেন এটাই ছিল তাহলে সমস্যা। এইজন্যই হচ্ছিলো না। তখন আপনি হবেন পৃথিবীর সবচাইতে আত্মতুষ্ঠ মানুষ।
সময়, ধৈর্য্য এবং চেষ্টা এই তিনটা যখন মিলিত হয় তখন অসাধারণ কিছু হয়ে থাকে। আর যেটা আমাদের চিন্তারও বাইরে। সুতরাং যেকোনো কাজে সহজে হাল ছেড়ে দেওয়া উচিত না। ধৈর্য্য ধরে যদি চেষ্টা চালানো যায় সময় বদলাবেই। এবং ফলস্বরুপ পাওয়া যাবে সফলতা। না এতোক্ষণ যদিও আমি সফলতার সংজ্ঞা দেয়নি। আমি আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটা ব্যাপার তুলে ধরেছি। যেই তিনটা আমাদের সফলতার পেছনে দায়ী। আমরা যদি এই তিনটা মিলন ঘটাতে পারি তাহলে দারুণ কিছু হবে। এর সবচাইতে বড় উদাহরণ আপাতত ক্রিপ্টোকেই দিতে পারি আমি। কয়েক মাস আগেও বিটকয়েন যেখানে ৭৫ হাজারে ঘোরাফেরা করছিল। যারা শুধু ধৈর্য্য ধরেছে। ঠিক সময়ে হোল্ড রেখেছে তাদের ফান্ড।আজ তারা কয়েক গুণ পযর্ন্ত প্রফিট করেছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1950841272606060715?t=VocGCHnm1_KPqBQV7wwGXw&s=19
https://x.com/Emon423/status/1950841420081979776?t=2JbUrPRX7qGNDtr9TWiHUw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.