নয়নাভিরাম
প্রতিদিনই যেহেতু টুকটাক লেখালেখি করি, তাই মাঝে মাঝে চেষ্টা করি লেখার মাঝে ভিন্নতা নিয়ে আসার জন্য। কেননা যত ভিন্ন রকম বিষয়বস্তু থাকে, ততই কিন্তু নিজের সৃষ্টিশীল কাজকর্ম চর্চার ব্যাপারটাকে প্রসারিত করা যায়।
মুঠোফোনে অনেকগুলো ছবি জমে আছে, কদিন থেকে ভাবছি সেগুলো একত্রে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে সত্যি কথা বলতে গেলে কি, সেভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না।
আজ অবশেষে যেহেতু সময় পেয়ে গিয়েছি,তাই মুঠোফোনের গ্যালারিতে জমে থাকা ছবিগুলোর আজ মুক্তি দিতে চাই।
একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে বিশেষ প্রাপ্তি থাকে, যখন সৃজনশীল কাজকর্মের সঠিক মূল্যায়ন পাওয়া যায় এবং সৃজনশীল কাজকর্মগুলো যখন সর্বোপরি গ্রহণযোগ্যতা পায়, সেই মুহূর্তটা খুবই আনন্দের।
প্রথমেই বলে রাখছি ছবিগুলো একদিনে তোলা না, বিভিন্ন সময় বিভিন্নভাবে তোলা হয়েছে, এক্ষেত্রে মুহূর্ত ও অনুভূতির অবশ্যই বিশাল পার্থক্য রয়েছে।
সহজ করে বলার চেষ্টা করছি, হয়তো কোন ছবি তোলা হয়েছে মেঘলা দিনে আবার কোন ছবি তোলা হয়েছে নির্মল রৌদ্রোজ্জ্বল পরিবেশে।
তবে কোন তিক্ত অনুভূতি ছিল না, বলতে গেলে প্রতিটা ছবির পিছনের অনুভূতি ছিল দারুণ। সবগুলো ছবিই নয়নাভিরাম, আশা করি আপনাদেরকে কোন ছবিই আশাহত করবে না।
আমার সম্মানিত পাঠকরা, সব ছবি উৎসর্গ করলাম আপনাদের কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, ছবিগুলো।
লোকেশনঃ গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
ডিভাইসঃ Samsung Galaxy S10
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ,প্রত্যেকটি ছবিই অসাধারণ ছিল ভাইয়া।একেবারেই মনোমুগ্ধকর ও নির্মল পরিবেশ।তবে আপনি দেখছি জার্সিও তৈরি করে ফেলেছেন, বেশ ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে আপু, সুন্দর মন্তব্য করার জন্য।
কৃতজ্ঞতা প্রকাশ করছি।