ব্যথা
মাথা আমার, তবে ব্যথা অন্যের। কি একটা অবস্থা। বিগত দীর্ঘ সময় থেকেই, স্থানীয় এলাকায় জনসেবা ও জনসচেতনামূলক কাজ প্রতিনিয়ত করেই যাচ্ছি, ব্যাপারটা অনেকটা নিজের খেয়ে ঘরের মোষ তাড়ানোর মতো। পরিবারের লোকজন প্রতিনিয়তই বিষয়গুলোতে বাধা দেয় , তারপরেও চেষ্টা করি প্রতিনিয়ত সক্রিয় থাকার জন্য।
কিন্তু দিনশেষে পারিপার্শ্বিক অবস্থা এতটা পরিমাণ ঘোলাটে হয়ে গিয়েছে, যা আসলে বলার বাইরে। এখন যে কাজ আমি করিনি, সেই কাজেও আমার নাম জড়িয়ে যায় কিংবা যে বিষয়গুলোতে আমি উপস্থিত ছিলাম না, সেখানেও উপস্থিতির তালিকায় আমার নাম লিপিবদ্ধ হয়।
মানে বিষয়টা এমন, আমার নাম নিয়ে এখন বেশ কাটাছেঁড়া হয়। অনেকটা নাম ভেঙ্গে খাওয়ার মতো অবস্থা। তারপরেও যখন এইরকম স্পর্শকাতর বিষয়গুলো শুনতে পাই, তখন কিছুটা অবাক হই।
এ সমাজে আর যাই করেন, মানুষের সচেতনতার জন্য কোন কাজ করতে যাইয়েন না , তাহলে কেবল শুধুই মাত্র বাঁশ খেতে হবে। নানা রকম তিক্ত সমালোচনার ভিতর দিয়ে যেতে হবে, এরা আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে শারীরিক ও মানসিকভাবে আহত পর্যন্ত করে ফেলবে।
যাইহোক কিছু বিচ্ছিন্ন ঘটনা প্রতিনিয়তই ঘটছে, এতে অবশ্য আমার নিজের তেমন কোনো মাথাব্যথা নেই, তবে অন্যান্য সকলের মাথা ব্যাথা দেখে আমি বড্ড অস্থির।
বলতে গেলে হেসেই ফেলেছি, কি একটা অবস্থা। আমার থেকে সবারই যেন আগ্রহ বেশি, আমার কর্মকাণ্ড নিয়ে । মানুষ যে বড্ড অদ্ভুত, তার প্রমাণ তারা প্রতিনিয়তই করে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @shuvo35, what a powerful and relatable post! I am struck by your dedication to জনসেবা (public service) despite the challenges and negativity you face. It's disheartening to hear about the "headaches" others cause you, especially when your intentions are so noble. Your resilience shines through; it's clear you won't be easily deterred from your path.
The phrase "নিজের খেয়ে ঘরের মোষ তাড়ানোর মতো" perfectly captures the selfless nature of your work! Your honesty about the criticism and backstabbing is a crucial reminder of the difficulties faced by those trying to make a difference. Thank you for sharing your experience and vulnerability. It resonates deeply, and I'm sure others in the community feel the same way. Keep up the excellent work! What keeps you motivated when facing such obstacles?