আকস্মিক বৃষ্টি
গত কয়েক দিনের টানা অসহ্য গরমের পরে, আজ সকাল থেকেই দেখছিলাম আবহাওয়া অনেকটা ঠান্ডা। বাহিরে প্রচুর হিমশীতল বাতাস বইছিল, তাছাড়াও আবহাওয়া অনেকটাই মেঘাচ্ছন্ন, এ লক্ষণ দেখে বুঝতে বাকি রইল না, যে কোন সময় ঝড়বৃষ্টি হতে পারে।
সকাল সকাল জানালা দিয়ে যখন এমন মুহূর্ত দেখেছি, তখন ইচ্ছে করেই বাহিরে অনেকটা সময় হিমশীতল বাতাসের ছোঁয়া শরীরে লাগানোর জন্য, বাড়ির পিছনের আম বাগানটাতে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেছি।
একটু কল্পনা করে দেখুন, পুরো আকাশ একদম মেঘাচ্ছন্ন, তার ভিতরে প্রচুর ঝড়ো বাতাস বইছিল, মনে হচ্ছিল আম গাছের বড় বড় ডালপালা গুলো যেন দোল খাচ্ছিল, দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেছি এটা ঠিক, তবে একটা সময়ের পরে গিয়ে আর কোনভাবেই বাগানের ভিতর থাকা যাচ্ছিল না, কোন রকমে বাড়ির ভিতরে চলে এসেছি।
হঠাৎই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু, বাড়ির ভিতরে ঢুকে জানালার পাশে বসে, পছন্দের একটা বই হাতে নিয়ে, টুকটাক নিজের মতো করে বই পড়ছিলাম আর বাহিরের বৃষ্টি পড়ার সৌন্দর্য উপভোগ করছিলাম।
দীর্ঘ অনেকটা দিন পরে যেন, সাময়িক সময়ের জন্য হলেও যেন এই সকালবেলা মনের খোরাক পূরণ করতে পারলাম।
ভ্যাপসা গরমে এই কয়দিনে জনজীবন বেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেখান থেকে এই আকস্মিক বৃষ্টি জনজীবনে কিছুটা হলেও যেন প্রশান্তি বয়ে নিয়ে এসেছে। সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি আজকের সকাল বেলার সময়টা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, what a beautifully evocative post! Your description of the change in weather after the intense heat is so vivid. I could practically feel the cool, refreshing breeze and hear the rain starting to fall. The image you chose perfectly complements the feeling of peace and rejuvenation you experienced. I especially enjoyed how you described reading a book by the window, fully immersed in the beauty of the moment. It sounds like the kind of morning that truly revitalizes the spirit. Thanks for sharing this slice of life with us! Did the rain last long, and did you finish your book? I'm keen to hear more.
আপনাদের দিকে বৃষ্টি হয়েছে, জেনে খুব ভালো লাগলো ভাই। আর আমরা তো বৃষ্টির জন্য অপেক্ষা করে আছি। কারণ বিগত ৮/১০ দিন ধরে প্রচন্ড গরম পড়েছে। এককথায় বলতে গেলে,তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দ্রুত আপনাদের ঐদিকে বৃষ্টি হোক, জনজীবনে শান্তি আসুক , এটাই চাওয়া।
আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছিল ভাই। কিন্তু বৃষ্টির পর থেকে গরমের তীব্রতা আরও বেড়ে গিয়েছে।
এই দিকেও এখন একই অবস্থা ভাই।