কবিতা
কবিতা ঠিক ততক্ষণই আমার,
যতক্ষণ তা প্রকাশ করিনি।
প্রকাশ করলেই, তা হয় পাঠকের।
পাঠক খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে , সমালোচনা করবে,
কিংবা কবিতা তে ছুরি-কাঁচি চালাবে,
এটাই তো স্বাভাবিক, তাই নয় কি ?
কবিতা,
তার থেকে তুমি অপ্রকাশ্য থাকো...
কেননা এ শহরে,
বহু কবির আবির্ভাব ঘটেছে...
যাদের তুলনায় তুমি খুবই নগণ্য।
বিঃদ্রঃ
উত্তরাধুনিক কবিতা উন্মুক্ত করলাম সবার জন্য , যত পারুন কবিতার পোস্টমর্টেম করুন। ময়নাতদন্তে বেরিয়ে আসুক, কবিতার আসল ফলাফল।
কেননা, এ কবিতা এখন কবির নয়..
শুধুই পাঠকের।
সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন থেকেই নব্য কবিদের কবিতা পড়ছিলাম, ভালোই লাগছিল বিষয়গুলো।
তবে নব্য কবিদের অহমিকার ব্যাপারটা খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি,এখনো যদি সেকেলে চিন্তাভাবনা কবিতায় প্রকাশ পায় কিংবা লেখায় বানান নিয়ে অযথা অযৌক্তিক তর্কে জড়ায়, তখন আসলে কবির কবি সত্তা নিয়ে ভীষণ উৎকণ্ঠা কাজ করে।
কবিতা হোক স্বাধীন, ভাষা হোক বোধগম্য এবং লেখার বানান হোক সঠিক।
শুভেচ্ছা রইল সকল নব্য কবিদের জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ,অসাধারণ ভাইয়া।আমার কাছে দারুণ লেগেছে আপনার লেখা কবিতাটি,মনে হচ্ছিলো আপনি কবিতাটি সেলাই করে জোড়া দিয়েছেন আর পাঠক সেই কবিতার অপারেশন করবে।একদম ডাক্তারি চিন্তা দিয়ে কবিতাকে প্রকাশ করেছেন, হি হি।ধন্যবাদ আপনাকে।
অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পড়ে। শুভেচ্ছা রইল।