মুদ্রাদোষ
আমরা সবাই একটু অতিরিক্ত বিচারক হওয়ার চেষ্টা করি সর্বক্ষেত্রে। ব্যাপারটা এমন, কোন কিছু আংশিক দেখেই কিংবা জেনেই হুটহাট মন্তব্য করে বসি। এটা অনেকটা মুদ্রাদোষের মতো।
বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এমন হয়, মানে নিজের মতের মতো যদি কোন কিছু না হয়, তাহলেই শুরু হয়ে যায় নানা রকম তির্যক মন্তব্য। আরে ভাই, আপনার নিজের মতের মতো যে সবকিছু হতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া আপনার মন জোগানোর দায়িত্ব তো আর সবাই নিয়ে বসে নেই।
ভিডিও লিংক
আজকাল সোশ্যাল মিডিয়াতে সবাই এতটাই পরিমাণ আসক্ত হয়ে গিয়েছে যে, সোশ্যাল মিডিয়ার কার্যক্রম দেখেই, সবাই বিচারক হিসেবে খুব অনায়াসেই একজন আরেক জনকে নিয়ে বিচার কার্যের মাপকাঠিতে দাঁড় করিয়ে ফেলে।
আচ্ছা একটা বার চিন্তা করে দেখুন তো, আমরা ঠিক কোন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি , হয়তো খুব আনন্দঘন মুহূর্তের প্রতিচ্ছবি নতুবা বিষাদের। যে সময়টুকু ব্যয় করি সোশ্যাল মিডিয়াতে, তার বাহিরে কি আমাদের দৈনন্দিন আর কোন যাপিত জীবন নেই ! অবশ্যই আছে, সেটা অনেক দীর্ঘ সময়।
আমার তো মনে হয়, সোশ্যাল মিডিয়ার স্বল্প কিছু শেয়ার করা মুহূর্ত দেখে অন্যকে নিয়ে সমালোচনা কিংবা তির্যক মন্তব্য করা নিতান্তই বোকামো ছাড়া আর কিছুই না। একটা মানুষকে পরিপূর্ণ ভাবে জানতে গেলে অবশ্যই তার সঙ্গে মেশা উচিত হয়তো তা বাস্তব ক্ষেত্রে, তারপরে হয়তো মতামত পোষণ করা সেটা আলাদা ব্যাপার।
তবে সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ দেখে একটা মানুষ সম্পর্কে হালকা ধারণা পাওয়া যেতে পারে, তবে তা যে একদম পরিপূর্ণ সঠিক হবে তেমনটাও ভাবা মোটেও ঠিক না। কেননা এখানে অনেক কিছুই অদৃশ্য থাকে, যা হয়তো আমরা সহজে দেখতে পাই না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
জি ভাই আপনার ঠিক বলেছেন এ বিষয়টা আমাদের দেশে খুব বাজে একটি অভ্যাস। কোন বিষয় না জেনে মন্তব্য করা। আর অন্য কারো মন্তব্য নিজের মতের বিরুদ্ধে গেলেই তিরস্কার করা। এগুলো বাংলাদেশের কমন একটি সমস্যা। আমি জানিনা আমাদের বাংলাদেশের মানুষ কখন এসব বিষয় থেকে বের হয়ে আসতে পারবে। ধন্যবাদ।
সামাজিক ব্যাধি দূর করার জন্য সচেতনতা বড্ড দরকার ।