অক্সিজেন
বেশ হাঁপিয়ে উঠেছি এই অস্বাভাবিক গরমে। এমনটা যে শুধু আমার একার অবস্থা তেমনটা বললে ভুল হবে, মোটামুটি সবারই অবস্থা কমবেশি কাহিল।
বিশেষ করে সকালবেলার পরে, সূর্য যখন একদম মাথার উপরে উঠে তখন থেকে শুরু করে একদম শেষবেলা পর্যন্ত বাহিরে বের হওয়ার যেন কোন সুযোগ থাকেই না, কেননা প্রচুর তাপমাত্রা। এই অস্বাভাবিক গরমে জনজীবন একদম বিপর্যস্ত হয়েছে।
ভিডিও লিংক
প্রত্যেকটা পরিবারেরই যেন কমবেশি অসুস্থতা লেগেই আছে, এতকিছুর মাঝেও চেষ্টা করছি নিজেকে একদম সজীব ও প্রাণবন্ত রাখার জন্য। তাই চেষ্টা করি একদম শেষ বিকেলের দিকে, যখন কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে তখন উন্মুক্ত স্থানে ছুটে যাওয়ার জন্য।
গতকালকেও ঠিক তেমন একটা জায়গাতেই গিয়েছিলাম, যেখানটাতে চতুর্দিকে সদ্য রোপণ করা হয়েছে ধানের চারা। একদম নিরিবিলি জায়গা, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। অনেকটা সময় একাকী বসে ছিলাম আর নিজের মতো করে পায়চারি করছিলাম।
অস্বাভাবিক গরমে যে প্রচুর হাঁপিয়ে উঠেছিলাম, তা যেন মুহূর্তেই প্রকৃতির এই শীতল বাতাসে ভুলে গিয়েছিলাম। বেশ হালকা লাগছিল নিজের কাছে, বুক ভরে যখন নিঃশ্বাস নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন নতুন করে সজীব অনুভব করছিল।
বহুদিন পরে অনেকটা একাকী ভাবে দারুণ সময় অতিবাহিত করেছিলাম উন্মুক্ত প্রকৃতির মাঝে। চেষ্টা করেছি নিজের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, ভিডিও ধারণ করার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি কখনো সময় সুযোগ পেয়ে যান, তাহলে চেষ্টা করুন উন্মুক্ত প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য। ভালো অনুভব করবেন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
গরমে প্রকৃতির মাঝে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো সত্যিই প্রশান্তিদায়ক। আপনার লেখাটা পড়ে মনটা ভালো হয়ে গেল। এমন সুন্দরভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, যেন পাঠকের মনেও ঠাণ্ডা হাওয়া লাগছে। ভিডিওটি দেখেই মনে অন্যরকম প্রশান্তি অনুভব করছি । শুভকামনা আপনার জন্য সবসময়।
ধন্যবাদ আপু, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
গরম শুরু হওয়ার আগেই কি অবস্থা শুরু হয়েছে। গরমে পানি শুন্যতা দেখা দিচ্ছে। বিকালের আগে বাহিরে বের হওয়া যাচ্ছে না। সবাই বৃষ্টির জন্য পার্থনা করছে। তবে বিকালে এমন প্রাকৃতিক জাগায় সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে।
নিরিবিলি সময় কাটানোর জন্যই এখানটাতে যাওয়া ভাই। একটা সত্য এবার গরমে বেশ কাহিল অবস্থা।