দেখতে দেখতে আট বছর ফুরুত।

in আমার বাংলা ব্লগyesterday

20200715_231318.jpg

দীর্ঘ আট বছর আগে ঠিক এমন একটি দিনেই, শায়ানের আম্মুর সঙ্গে আমার পারিবারিকভাবেই বিবাহ সম্পন্ন হয়, দেখতে দেখতে সময় গুলো কখন যে গড়িয়ে গিয়েছে তা যেন বুঝে উঠতেই পারিনি।

বিবাহ পরবর্তী জীবন মোটেও সহজ ছিল না, শুরু থেকেই নানা রকম প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে, হোক সেটা সাংসারিক জীবনে কিংবা পারিবারিকভাবে।

তবে একদিক থেকে আমি বেশ সৌভাগ্যবান, শায়ানের আম্মু কোনদিন কোন অবস্থাতেই পিছপা হয়নি বরং হাজারো বাধা অতিক্রম করে সে আমার হাতটা শক্ত করে ধরেছিল এবং বারবার বলতো সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার পাশে।

অর্থের অভাব শুরু থেকেই টুকটুক সংসারে লেগেই ছিল, তবে ভালোবাসার অভাব কখনো ছিল না। মোটামুটি বলা যায় আমরা স্বল্পতেই খুশি ছিলাম এবং আছি। বিবাহ পরবর্তী জীবনের শুরুতে দন্ত চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলাম পরে লেখালেখির জগতে ঢুকে সেই ডাক্তারি পেশা ইস্তফা দেই।

তারপর তো শায়ানের আগমন হলো, অল্প কিছুদিন পরে অবশ্য শায়ানের বয়সও ৪ পূর্ণ হবে। সময়গুলো যেন ক্রমাগত ছুটেই যাচ্ছে, এর মাঝে যে নিজেদের সংসার জীবনে কত উত্থান পতন হয়েছে, তা বলাবাহুল্য।

তবে যত কিছুই হোক, আমাদের ভালোবাসা যেন সেই পুরনো দিনের মতোই আছে, মনে হচ্ছে যেন এখনো দুজন দুজনকে আবারো নতুন করে চিনছি এবং জানছি।

আমি সত্যিই কৃতজ্ঞ শায়ানের আম্মু তোমার কাছে। কেননা আমার মতো মানুষের সঙ্গেও যে একই ছাদের নিচে সবকিছু মানিয়ে নিয়ে বসবাস করা যায়, তা হয়তো তোমাকে না দেখলে জানাই হতো না।

আমৃত্যু তোমার সঙ্গে এভাবেই থাকতে চাই। কেননা তোমার কড়াশাসন, আমার ব্যক্তি জীবনে চলার পথে বড্ড পাথেয় হয়ে কাজ করে।

ভালোবাসি তোমাকে অনেক অনেক অনেক বেশি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@shuvo35, congratulations on your 8th wedding anniversary! 🎉 This is such a heartwarming post! Your genuine reflection on the ups and downs of married life, and the beautiful tribute to your wife, is truly touching. It's wonderful to read about the strength and support you find in each other, especially during challenging times. The love you share is evident and inspiring. Wishing you both many more years of happiness, understanding, and continued growth together. Shayan is lucky to have such loving parents! Thank you for sharing this personal and uplifting story with us on Steemit. It's a breath of fresh air! ❤️

 yesterday 

প্রথমেই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। দেখতে দেখতে সময় গুলো আসলে দ্রুতই কেটে যায়। আর দুজনের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে আরও বেশি মজবুত হয়। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া। আশা করছি জীবনের বাকি দিনগুলো এভাবেই হাসি আনন্দে কেটে যাবে।

 22 hours ago 

কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু, আপনার মন্তব্যের জন্য।

 yesterday 

ভাইয়া প্রথমে আপনাদের বিবাহ বার্ষিক উপলক্ষে শুভেচ্ছা রইলো। আর ভাইয়া দেখতে দেখতে দিন এমনিতে চলে যায়। যেমনটি দেখতে দেখতে আট বছর আপনাদের হয়ে গেল। আর ভাইয়া আপনি কিন্তু ওই সময় অনেক হ্যান্ডসাম ছিলেন। হাসবেন্ড যখন স্ত্রীর প্রশংসা করে তখন ওইটাই বড় পাওয়া পৃথিবীতে। আপনাদের দিনগুলো যেন ভালো কাটে আগামী দিন এই কামনা করি।

 22 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু।