বিপ্লবী
যেখানটাতে থাকি, সেই এলাকাতেই দীর্ঘদিন ধরে ইপিজেড বাস্তবায়নের কথা চলছে, তবে বাস্তবতা বড্ড উল্টো। কেননা, ইপিজেড বাস্তবায়নের কথা শুনে বহু আগে থেকেই কিছু স্বার্থান্বেষী মহল, এই বৃহৎ উন্নয়নের উদ্যোগকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে।
শুনতে খারাপ লাগলেও, এই কাজটা করছে তথাকথিত এলাকার কিছু দালাল শ্রেণির মানুষ। যারা কোন অবস্থাতেই চায়না এলাকার আক্ষরিকভাবে উন্নয়ন। এ তালিকায় অবশ্য রাজনৈতিক মহলের লোকজন থেকে শুরু করে অনেক প্রভাবশালী লোকজন যুক্ত আছে। এক কথায়, এলাকাকে যত অন্ধকারে ডুবিয়ে রাখা যাবে, ওদের আসলে দিনশেষে ততোই লাভ।
যেহেতু ইপিজেড বাস্তবায়নের বিষয়টা নিয়ে সমসাময়িক সময়ে আপামর সাধারণ জনগণের মাঝে প্রচুর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, তাই নিজ নিজ অবস্থান থেকে যে যেভাবে পারছে প্রতিবাদ জানাচ্ছে।
গত কয়েকদিন থেকে, এলাকার তরুণরা বারবার বলছিল প্রতিবাদী মূলক লেখা দেওয়ার জন্য, তারা চায় প্রতিবাদ করে হলেও তাদের স্বপ্নের দাবি কে বাস্তবায়ন করতে এবং স্বার্থান্বেষী মহল কে বয়কট করার জন্য। কেননা তরুণরা যখন প্রতিনিয়ত দাবি আদায়ের জন্য রাজপথে লেগে আছে, তখন তাদেরকে কিছু স্বার্থান্বেষী মহল নানাভাবে তিরস্কার করেছে।
যেহেতু লেখালেখিই আমার চিন্তাভাবনা ও ধ্যান ধারণা, তাই লেখালেখি করেই এলাকার স্বপ্নবাজ তরুণদের কে উৎসাহ জুগিয়ে যাচ্ছি। যাতে তাদের বিপ্লবী সত্তা জীবিত রাখতে পারে।
নিম্নোক্ত লেখাটি তাদেরকে উৎসর্গ করেছি,
অস্তিত্বের লড়াইয়ের সঙ্গে কোনো আপোষ চলবে না, এ লড়াইয়ে জিততেই হবে নতুবা পিছু হটার কোন সুযোগ নেই। বিপ্লবীরা আগাবেই, বিজয় ছিনিয়ে আনবেই।
টোকাই, মাদকসেবী, ভাড়াটে, বহিরাগত বলার জন্য দালাল নেতাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, এসব নেতাকে আপাতত মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলুন, এরা আর যাইহোক এলাকার উন্নয়ন চায় না।
মনে রাখবেন, এলাকার উন্নয়নে যেই বাধা হয়ে দাঁড়াবে সেই হচ্ছে কালপ্রিট।
বিপ্লবীদের আগুন সর্বত্র ছড়িয়ে পড়ুক, পাড়া-মহল্লা, হাটবাজার, স্কুল-কলেজ-মাদ্রাসা, অফিস-আদালত সর্বখানে ।
কথা কিন্তু একটাই, এলাকায় দ্রুত ইপিজেড চাই।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, বিপ্লবীরা রাজপথে থাকবেই।
তরুণরা চাইলে আসলে সব সম্ভব, তরুণরাই শক্তি তরুণরাই ভবিষ্যৎ। ঘুমিয়ে থেকো না বিপ্লবী, জেগে ওঠো, অধিকার আদায় করে নাও ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hey @shuvo35, this is powerful stuff! The passion in your words regarding the proposed EPZ is truly inspiring. It's fantastic to see you using your writing to support the youth in your area and advocate for progress.
The fight against vested interests is never easy, but your dedication to uplifting your community shines through. I especially appreciate the bold statements you've dedicated to the youth! "তরুণরা চাইলে আসলে সব সম্ভব, তরুণরাই শক্তি তরুণরাই ভবিষ্যৎ।" This message is full of hope.
Keep up the great work! The community needs voices like yours. I'm eager to see the positive changes you help bring about. What specific steps are the youth taking to make their voices heard? I bet the community would love to hear more!