স্থানীয় এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্যে নিজের মতামত।
সমসাময়িক সময়ে স্থানীয় এলাকায় টিম পাঁচ হান্ড্রেড নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্তি হয়েছি। মূলত সংগঠনের একটাই লক্ষ্য সমাজ থেকে সব রকম অন্যায়কে দূর করা এবং মানবিক দিকগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করা।
গত কয়েকদিন থেকেই দেখছিলাম, প্রতিনিয়ত সংগঠনের মেসেঞ্জার গ্রুপে সদস্য সংগ্রহ নিয়ে রাজনৈতিক ইস্যু বারবার সামনে চলে আসছিল।
তাই অবশেষে সেখানে সবার উদ্দেশ্যে খোলা বার্তা জানিয়ে দিলাম, আমি বিশ্বাস করি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে রাজনৈতিক পরিচয় কোন মুখ্য বিষয় না, বিষয় হচ্ছে দিনশেষে মানুষটা কেমন।
দেখুন, পুরো পৃথিবীটাই পলিটিক্সের উপরে চলছে , মূল কথা হচ্ছে আমরা কেমন পলিটিক্সের ভিতর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ভাববার বিষয় ?
যদিও দেশের বিগত বা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট কোন অবস্থাতেই সুস্থ ছিল না, তারপরেও যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আন্তরিক ভাবে যুক্ত হবে, আমি মনে করি তারা নিজের থেকেই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে ভাবার চেষ্টা করবে এবং যা মানুষের জন্য কল্যাণকর সেই কাজটাই তো আমরা করতে চাচ্ছি, এর বাইরে তো আর বেশি কিছু না।
বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা বা সমর্থন কম-বেশি সবার থাকবেই আবার নাও থাকতে পারে, এটা চিরন্তন সত্য। তবে এসবের বাইরে গিয়েও ব্যক্তি মানুষ হিসেবে যে মানুষটা এখানে যুক্ত হতে চাচ্ছে বা হবে, তার চিন্তাচেতনা বা দর্শন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এটাই যৌক্তিক বিষয় !
সদস্য সংগ্রহের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা মুখ্য কোনো বিষয় না , বিষয় হচ্ছে ব্যক্তির চিন্তাচেতনা-মানসিকতা।
দিনশেষে এতটুকুই বলার,
মানুষ হোক মানুষের।
ভুল-ত্রুটি মার্জনীয়
ধন্যবাদ
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟