সংক্ষিপ্ত আড্ডা
বহুদিন পরে গতকাল শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল। শহর ছাড়ার পর থেকে সেভাবে ওদের সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হতো না। তাছাড়া ওরাও জীবন জীবিকার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান করে।
যাদের সঙ্গে একটা সময় অফুরন্ত সময় কাটিয়েছে, আজ তাদের সঙ্গে চাইলেও কোনভাবেই আগের মতো দেখা করা সম্ভব হয় না। সম্ভব হয় না আগের মতো ছুটে বেড়ানো কিংবা সময় কাটানো।
জীবন চক্রের এই গোলকধাঁধায় নিমজ্জিত হয়ে, বিগত জীবনের ফেলে আসা স্মৃতিগুলো যেন হারাতে বসেছি। তাই হয়তো গতকাল সন্ধ্যাবেলায় হঠাৎই পুরনো স্মৃতিগুলোকে সবাই একটু সতেজ করার জন্য, একত্রে দেখা করেছিলাম । তাও অনেকেই অনুপস্থিত ছিল, এটাই স্বাভাবিক। কেননা ব্যস্ততা তো কাউকেই ছেড়ে দেয়নি।
বাবু ও গিন্নিকে রেখেই গিয়েছিলাম, তবে মজার ব্যাপার হচ্ছে ওখানে গিয়ে দেখি, ওরা ওদের বাবু ও গিন্নিকে নিয়ে এসেছে। সবার সঙ্গেই আন্তরিকভাবে সময় কাটানো গেল। বিশেষ করে ওদের বাবুদের সঙ্গে।
অনেকটা বছর পর এভাবে সবার সঙ্গে দেখা, যদিও সংক্ষিপ্ত সময়ের আড্ডা ছিল, তারপরেও যতটা সময় ছিলাম, সবাই সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম।
আগামী নিয়ে কারো তেমন খুব একটা আফসোস নেই বরং যতো আফসোস সব ফেলে আসা দিন নিয়ে। সবাই আবার ফিরতে চায় অতীতে, তবে তা কোনভাবেই সম্ভব না।
এই যে হুট করে সবার সঙ্গে দেখা, খোঁজখবর নেওয়া কিংবা আলাপচারিতা, এই মুহূর্তগুলোই হয়তো জীবনে বেঁচে থাকতে আরো অনুপ্রেরণা যোগাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR