বুড়ো বয়সে পরীক্ষা
মূলত কিছুদিন আগে আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়েছিলাম। এটা আসলে পরীক্ষা বললে ভুল হবে, এটা অনেকটা জটিল একটা সমীকরণ। আমার মনে হয়, দুনিয়ার সব থেকে দুর্নীতিগ্রস্ত জায়গা হচ্ছে বিআরটিএ অফিস।
সত্য কথা শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, যে অভিজ্ঞতা হয়েছে তা আসলে বলে প্রকাশ করা যাবে না। এক কথায় জঘন্য। না আছে কোন নিয়মকানুন, না আছে কোন সিস্টেম। পুরো প্রক্রিয়াটা যেন একদম গোলকধাঁধার মতো।
ভিডিও লিংক
লিখিত এবং মৌখিক পরীক্ষা তাও কোন রকমে পাস করা যায়, তবে মূল সমস্যা প্র্যাকটিক্যাল পরীক্ষা। আচ্ছা আরো পরিষ্কার করে বলি, আপনি যতই পরিপক্ক ড্রাইভার হয়ে থাকুন না কেন, আপনার ড্রাইভিং স্কিল যতই ভালো হয়ে থাকুক না কেন, ওখানকার দালালদের টাকা না দিলে আসলে কোন অবস্থাতেই লাইসেন্স মিলবে না। মানে এক কথায় সহজ উত্তর, পরীক্ষায় পাস হবে না।
যেহেতু আমি আমার মামার মাধ্যমে সেখানে যোগাযোগ করেছিলাম আর ওর যেহেতু ওখানে পরিচিত লোক ছিল, তাই কিছুটা সুবিধা আমার জন্য হয়েছিল। তবে সত্য কথা বলতে গেলে কি, টাকা আমাকে দিতেই হয়েছে। মানে যারা টাকা দিয়েছে, শুধুমাত্র তারাই পাস করেছে পরীক্ষায়।
যদিও পরীক্ষায় পাস করলাম, তবে এখনো স্মার্ট কার্ড হাতে পাইনি। হয়তো দুই এক সপ্তাহের ভিতরেই কার্ডটা আমি পেয়ে যাবো।
এই যে বুড়ো বয়সে এসে পরীক্ষা দিলাম, অভিজ্ঞতা যে খুব ভালো ছিল, তেমন বলবো না। আসলে কিছু অসাধু লোকজনের কাছে আমরা সাধারণ মানুষজন প্রতিটা সেক্টরে গিয়ে এখনো জিম্মি হই।
আমাদের কাটানো সেদিনের মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভাল লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জন্ম থেকে মৃত্যু পর্যন্তই আমাদের পরীক্ষা। বুড়ো বয়সে পরীক্ষা দিয়ে পাস করেছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে, অনেক সুন্দর মন্তব্য করেছেন।
এটা একদম ঠিক বলেছেন ভাই, এটা আমি অনেকের মুখ থেকেই শুনেছি। তাইতো আমি ৩ বছর আগে ড্রাইভিং লাইসেন্স এর জন্য শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়েছিলাম। প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়াই দালালের মাধ্যমে লাইসেন্স নিয়েছিলাম। যাইহোক স্মার্ট কার্ড খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।