পিরিত
জানিনা আজ আমাকে আবারো পুনরায় আশাহত হতে হবে নাকি আশাপূর্ণ হবে। কি যে অপেক্ষা করছে আমার জন্য, কে জানে তা। বিগত দুই মাস হচ্ছে পাওনা টাকার জন্য ক্রমাগত ঘুরছি, সময় যায় দিন পরিবর্তন হয় কিন্তু টাকা আর হাতে আসে না।
নিজের আত্মীয়-স্বজন কে মুখ ফুটে যে কিছু বলবো, তেমনটাও সুযোগ নেই। আর এদিকে আমি অর্থ কষ্টে কঠিন সময় অতিবাহিত করছি। লজ্জা শরম ত্যাগ করে কয়েকদিন থেকে ফোন করেই যাচ্ছিলাম, কিন্তু অপর প্রান্ত থেকে ফোন রিসিভ হচ্ছে না।
এটাই সব থেকে বেশি মেজাজ গরম হওয়ার কারণ। কেননা কাউকে যদি ফোন করা যায়, আর সে যদি ফোন না ধরে, তখন অনেকটাই বিরক্ত লাগে নিজের কাজে।
আমি টাকা পাই, টাকা ধার নিচ্ছি না। অথচ বাস্তবতা এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, আমার আগ্রহ দেখে অনেকেই মনে করবে যে, আমি টাকা ধার নেওয়ার জন্য তার পিছনে ঘুরঘুর করছি।
যেহেতু সে কয়েকদিন থেকে কোন প্রকার ফোন ধরছে না কিংবা যোগাযোগ রাখছে না, তাই একপ্রকার বাধ্য হয়েই, তার সঙ্গে সশরীরে দেখা করতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি।
জীবন আমাকে প্রতিটা ক্ষেত্রেই শিক্ষা দিচ্ছে, আর যে শিক্ষাগুলো পাচ্ছি তা যেন আমরা পাওনা ছিল, সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছে।
এই প্রাপ্য শিক্ষা থেকে একটা কথাই বলতে চাই, জীবনে আর যাই করুন টাকা ধার দিয়ে অন্তত কারো সঙ্গে পিরিত করেন না, তাহলে সেই পিরিতের ফলাফল খুব একটা ভালো হবে না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
একেবারে ঠিক বলেছেন ভাই। বর্তমানে বেশিরভাগ মানুষের লেনদেন খুবই খারাপ। তাই বর্তমান প্রেক্ষাপটে টাকা ধার দেওয়া মোটেই উচিত নয়। পাওনা টাকা চাইতে গেলে ঝগড়াঝাটির সৃষ্টিও হয় অনেক সময়। যাইহোক দ্রুত উনার সাথে দেখা করেন এবং টাকা ফেরত নেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
দেখা করেছি, তবে আবার তারিখ দিয়েছে, তবে এটাই শেষ তারিখ।