পাথেয়
নিজেকে যে বড্ড সস্তা বানিয়ে ফেলেছি, এই উপলব্ধিটা আজকাল নিজের ভিতরে বেশি কাজ করে। হয়তো তা নিজের কৃতকর্মের জন্য।
বহুদিন হলো বিষাদের স্বাদ ভোগ করছি না, জীবনের গতিপথ ঠিকঠাক আছে কিনা, তা পরখ করে দেখার জন্য হলেও খানিকটা বিষাদের স্বাদ ভোগ করা দরকার। কিংবা সযত্নে নিজের থেকেই আলিঙ্গন করা উচিত বিষাদ কে।
ব্যক্তিত্ব যে সস্তা হয়েছে, তা হয়তো বিষাদ কে আলিঙ্গন করার পরেই বুঝতে পেরেছি। এ যাত্রায় মোটেও মন খারাপের বৈরী বাতাসে হতাশ হইনি বরং নিজের কাছে কৃতজ্ঞতা জানানোর সময় এসেছে, কেননা জীবনের সঠিক গতিপথ থেকে কিছুটা যে বিচ্যুত হতে যাচ্ছিলাম, তা হয়তো উপযুক্ত সময়ে অনুধাবন করতে পেরেছি।
একটা বিষয় কি জানেন, নিজের মূল্য নিজে না বুঝতে পারলে, পৃথিবী আপনাকে মূল্যহীন ভেবে বসে থাকবে।
পারিপার্শ্বিক অবস্থা সহজেই যারা বুঝে যায় কিংবা নিজের ব্যক্তিত্বকে যারা সর্বদাই প্রাণবন্ত রাখতে চায় , তাদের কাছে জীবনের গতিপথের সাময়িক বিচ্যুতি, শুধুই মাত্র পাথেয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR