দীর্ঘদিন পরে জয়পুরহাটে আত্মীয়ের বাড়িতে।
এখন থেকে বছর সাতেক আগে প্রথম জয়পুরহাটে এসেছিলাম আর এবার নিয়ে দ্বিতীয় বার আসা। প্রথম যেবার এসেছিলাম তখন সদ্য বিবাহ পরবর্তী সময়ে আর এবার আসলাম পুরো পরিবার নিয়ে।
যেহেতু আমার গিন্নি কলেজ জীবনে এই জয়পুরহাটেই পড়াশুনা করেছিল এবং ওর নানী বাড়িতেই থাকতো, তাই এই শহরের প্রতি ওর একটু দুর্বলতা বেশি কাজ করে। বহুদিন থেকেই ওর নানী বলছিল আমাদের বেড়াতে যাওয়ার জন্য, তবে কোন অবস্থাতেই সময় করে উঠতে পারছিলাম না।
ভিডিও লিংক
এই উৎসবের সময়েও যে ঠিকঠাক মতো সময় পেয়েছি তেমনটা না, হয়তো সশরীরে সেখানে গিয়ে উপস্থিত হতে পেরেছে, তবে বাস্তব অর্থে সারাদিন যুক্ত ছিলাম কমিউনিটির সার্ভারে। কাজই জীবন, তাই কাজের সঙ্গেই যুক্ত থাকতে হচ্ছে সর্বদা।
তবে তাও অল্পস্বল্প পরিসরে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করেছি। অনেকটা শান্ত নিরিবিলি শহর, তেমন কোনো কোলাহল নেই। বলতে গেলে আত্মীয়দের বাড়িতে দাওয়াত খেয়েই সময় গুলো কেটেছে। গিন্নির অনুরোধে চেষ্টা করেছিলাম, তার কলেজ ক্যাম্পাস এবং অন্যান্য আত্মীয়দের বাড়িতে যাওয়ার জন্য।
যদিও স্বল্প সময়ের ঝটিকা সফর ছিল, তারপরেও যতটুকু সময় পেয়েছি মোটামুটি ভালো কেটেছে। দীর্ঘদিন পরে আত্মীয়দের সঙ্গে দেখা হয়ে অনেক কথোপকথন হয়েছে কিংবা হাসি আনন্দে মেতে উঠেছিলাম।
আমাদের আনন্দঘন মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের।
জয়পুরহাট শহর নিয়ে যদি এক কথায় বলতে হয়, তাহলে হয়তো অনায়াসেই বলব, ইচ্ছা আছে পরবর্তী সময়ে আরো ভালোভাবে ঘোরাফেরা করার, কেননা এ যাত্রায় তেমন কিছুই ঘুরতে পারিনি। দেখি সেই সময় সুযোগ কবে হয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
২০১০ সালের দিকে বেশ কয়েকবার জয়পুরহাটে গিয়েছিলাম। কিন্তু সুখকর কোন স্মৃতি না। বরং বেদনাদায়ক। প্রথম গিয়েছিলাম আমার এক ক্লাসমেট এর ডেড বডির সাথে যে ডুবে মারা গিয়েছিল!! পরবর্তীতে আরো ১-২ বার যাওয়া হয়েছে তার আব্বু-আম্মুর সাথে দেখা করার জন্যে। ঘোরা হয়না শহরে কোন সময়ই।
ধন্যবাদ আপনার শর্ট ট্যুর আমাদের সাথে শেয়ার করার জন্যে।
আপনার ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম ভাই।
আসলে মাঝেমধ্যে আত্নীয় স্বজনদের বাসায় সবারই যাওয়া উচিত। এতে করে সম্পর্ক আরও গভীর হয়। যদিও ব্যস্ততার কারণে সেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না। যাইহোক পরিবার নিয়ে জয়পুরহাটে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন,জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।