মোটরবাইকে চড়ে ঘোরাঘুরি।
প্রতিদিন বিকেলে বাবুকে নিয়ে এদিক-সেদিক ঘুরতে যাই, এটা মোটেও নতুন কিছু না। চেষ্টা করি প্রতিদিন কোন না কোন নতুন জায়গায় যাওয়ার জন্য।
মূলত আশেপাশে যে গ্রামগুলো এখনও দেখা হয়নি, সেদিকটাতেই টুকটাক বিচরণ করার চেষ্টা করি। এই মুহূর্তটাও গত দুদিন আগের, তখন আবহাওয়া বেশ পরিষ্কার ছিল। তাই সেসময় খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করা গিয়েছিল।
ভিডিও লিংক
দিন দিন বাবু বড় হয়ে উঠছে, এখন অনেক কিছুই বুঝতে পারে ও, বিশেষ করে বিকেলবেলা করে ও যেন কিছুতেই বাড়ির ভিতরে থাকতে চায় না, বারবার আমাকে আর ওর আম্মুকে বলার চেষ্টা করে, বাহিরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য।
যাদের বাড়িতে তিন থেকে চার বছরের বয়সের বাচ্চা আছে , তারা আমার অনুভূতিটা হয়তো একটু হলেও বুঝতে পারছেন , কেননা এমন পরিস্থিতির শিকার তাদেরও হতে হয়। বাচ্চাদের জেদের কাছে আসলে বাবা-মার কিছুই করার থাকে না, তাই হয়তো ওদেরকে সাময়িক বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে নানারকম কৌশল অবলম্বন করতে হয়।
যাইহোক সেদিন মোটামুটি তিন থেকে চারটি গ্রামে ঘুরতে গিয়েছিলাম, এমনিতেই গ্রামীণ অঞ্চল তার ভিতরে স্নিগ্ধ শীতল ঠান্ডা পরিবেশ, মোটরবাইকে চড়ে আমি, বাবুর মামা এবং বাবু তিনজন বেশ দারুণ সময় অতিবাহিত করেছি।
আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি ভাল লাগবে আপনাদের।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
god bless you
@shuvo35, this is such a heartwarming post! আপনার বাবুকে নিয়ে গ্রামের পথে হাঁটাচলার এই ছবিগুলো অসাধারণ। It's lovely to see how much Babu enjoys these outings, and the video really captures the joy of those simple moments. I especially appreciate how you share the reality of parenting a toddler—the need to explore and the tricks we use to keep them entertained! The গ্রামীণ পরিবেশ looks so peaceful; it's a perfect escape. Thank you for sharing these personal moments and giving us a glimpse into your family life. Keep exploring and creating these wonderful memories! I'm sure many parents can relate.
Upvoted! Thank you for supporting witness @jswit.