অতীত শুধুই অতীত
একটা সময়ের পরে গিয়ে অনেক কিছুই মুছে যায়,এটাই যাপিত জীবনের নির্মম বাস্তবতা।
যে মানুষগুলোর সঙ্গে জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, যাদের সঙ্গ ছাড়া আপনার সময় কাটতো না, একবার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এখন আপনার সময় ঠিকই কাটে, তবে সেই সম্পর্ক গুলোতে অনেকটা ভাটা পড়েছে।
যে মানুষগুলো একদা জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল তারাও এখন আর আশেপাশে নেই, তাদের জীবনেও হয়তো অন্য কেউ নতুন আগমনী বার্তা নিয়ে এসেছে।
কেউ পাশে থাকে না রে ভাই, সবকিছুই সর্বদা পরিবর্তন, এই সহজ কথাটুকু যত সহজে উপলব্ধি করা যায়, ততই মঙ্গলজনক।
তবে হ্যাঁ এটাও সত্য, ক্ষনিকের জন্য অনেকেই পাশে আসবে-পাশে বসবে কিংবা টুকটাক আশ্বাস-বিশ্বাস দেবে, এমনকি তাদের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটবে, এটা নিছক বোনাস প্রাপ্তি, এর বেশি আর কিছু নয় ।
গতকাল রাতে যখন মুঠোফোনের গ্যালারিটা ঘাঁটছিলাম, তখন মুহূর্তেই অনেকগুলো ছবি চোখে পড়েছিল, কত বছর হয়ে যাচ্ছে ছবির মানুষ গুলোর সঙ্গে আর দেখা নেই, আদৌ কখনো দেখা হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই।
তবে তারপরেও ছবিগুলো দেখে মনে হচ্ছিল, এই মানুষগুলোর সঙ্গে একটা সময় আমার বেশ গভীর সম্পর্ক ছিল, তবে জীবনের নির্মম বাস্তবতার কারণে যাদের সঙ্গে আজ শুধুই দূরত্ব তৈরি হয়ে গিয়েছে।
ইচ্ছে করেই মুছে ফেললাম সব ছবি, কেননা আর যাইহোক অতীত মনে রেখে খুব একটা বেশি লাভ হয় না, অতীত শুধুই অতীত।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
জীবনের এই পরিবর্তনশীলতা আসলে আমাদেরকে নতুন অভিজ্ঞতা ও বৃদ্ধির সুযোগ দেয়। অতীতের সম্পর্কগুলো হয়তো ফিকে হয়ে গেছে, কিন্তু সেগুলোই আপনাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। পরিবর্তনকে ভয় না পেয়ে, এটাকে জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে মেনে নেওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ।
আপনার কথায় যুক্তি আছে। ধন্যবাদ আপনাকে।