ফুল
গতদিন যেমন মুঠোফোনে জমে থাকা প্রকৃতির ছবি শেয়ার করেছিলাম, তেমনটি আজ জমে থাকা ফুলের ছবিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই ।
যা কিছু আকর্ষণীয় ও সুন্দর তা যেমন আপনার কাছে গ্রহণযোগ্য , তেমনটা আমার কাছেও। তাই হয়তো চলতে ফিরতে, যা নজরে পড়ে তা টুকটাক মুঠোফোনের মাধ্যমে ক্যামেরা বন্দী করে রাখি।
ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, বলতে গেলে কমবেশি সকলেই ফুল পছন্দ করে এবং কোন না কোনভাবে ফুলের প্রতি দুর্বলতা আছেই। এটা সত্য আমার নিজেরও ফুলের প্রতি অন্যরকম একটা দুর্বলতা আছে। বলতে গেলে ফুল প্রেমী মানুষ আমি। তবে বিশেষ কোন ফুলের প্রতি আলাদা দুর্বলতা নেই , কেননা প্রতিটা সৃষ্টিই সুন্দর।
এই যে ছবিগুলো দেখছেন, তা মূলত তুলতে খুব আহামরি কষ্ট করতে হয়নি , তবে হ্যাঁ বিভিন্ন সময়ে ছবিগুলো তোলা হয়েছিল, কোনোটা হয়তো শীতে, কোনোটা হয়তো বসন্তে কিংবা কিছু ফুল তো সচরাচর আশেপাশে সর্বদাই ফুটে থাকেই।
মুখ্য বিষয় হচ্ছে সৌন্দর্য, এটাই প্রধান কারণ আর এটাই শেষ। আমি সৌন্দর্যের পূজারী, তাই হয়তো যে দৃষ্টিতে অবলোকন করেছি তারই কিছু কথা অবলীলায় বলে দিলাম।
তাহলে চলুন ফুলের ছবিগুলো গুলো দেখে নেওয়া যাক, সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সর্বত্র এবং সৌন্দর্য দূর করে দিক সকলের কলুষিত মনোভাব। পবিত্র হোক মানব আত্মা।
লোকেশনঃ গোবিন্দগঞ্জ উপজেলা
ডিভাইসঃ Samsung Galaxy S10
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.