সার্ভিস
শহরে থাকার সময় খুব একটা মোটরবাইকের প্রয়োজন মনে করিনি, তবে গ্রামে আসার পর থেকে মোটরবাইকের প্রয়োজন খুব ভালোভাবে বোধ করেছি, কেননা যেখানটাতে থাকি, সেখান থেকে গ্রামের বাজারের দূরত্ব কমপক্ষে দুই কিলোমিটারের মতো।
তাছাড়াও গ্রামের রাস্তাটা খুব একটা ভালো যাতায়াতের উপযোগী না, এজন্যই বাধ্য হয়ে মোটরবাইক কেনা হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, মোটরবাইক নিয়ে বিগত সময় থেকে অভিজ্ঞতা একদম নেই বললেই চলে, তাই মাঝেমধ্যেই নানারকম বিপত্তির শিকার হতে হয়।
অনেকদিন থেকেই ভাবছিলাম, মোটরবাইকের ফুল সার্ভিস করানো দরকার, যেহেতু সার্ভিস সেন্টার এখান থেকে ত্রিশ কিলোমিটার দূরে, তাই সেভাবে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তবে কিছুদিন যাবত থেকে মোটরবাইক চালাতে গিয়ে বেশ ভালোই অসুবিধা বোধ করছি, এজন্যই বাধ্য হয়ে আজ সার্ভিসে সেন্টারে যাওয়ার সিদ্ধান্ত ।
গতরাতেই অনলাইনে সার্ভিসের জন্য বুকিং দিয়ে রেখেছি, সকাল থেকেই বেশ ব্যস্ততা পূর্ণ সময় কাটছে, কেননা দীর্ঘ পথ জার্নি করতে হবে এজন্য মানসিক প্রস্তুতির ব্যাপার আছে, তাছাড়া ওয়ারেন্টি বুক এবং মোটরবাইকের অন্যান্য কাগজপত্র সংগ্রহে রাখতে হয়েছে, যেহেতু ফ্রি সার্ভিস নিতে যাচ্ছি, তাই এই জিনিসগুলো কাছে থাকা আবশ্যক।
অনেকের সঙ্গেই পরামর্শ করেছি, সবার একই কথা যেহেতু সুযোগ আছে, তাই একবার হলেও মোটরবাইক সার্ভিস করিয়ে নেওয়া দরকার, যদিও দুনিয়াতে ফ্রি বলতে কিছু নেই, তারপরেও যেহেতু কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি বুক দিয়েছে , তাই দেখি এই বইটা এবার কতটুকু কাজে লাগে।
অবশেষে সকালবেলা রওনা দিয়ে দিলাম, সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে, দেখি কি আছে কপালে। আপাতত একটাই চিন্তা, বুকিং দেওয়া সময়ের আগে পৌঁছতে হবে সার্ভিস সেন্টারে নতুবা বুকিং শিডিউল বাতিল করে দেবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
প্রয়োজন মেটাতে মানুষের বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়, তেমনি গ্রামে যাতায়াত একটি বড় সমস্যা।যাইহোক আশা করি আপনার মোটরবাইকের সার্ভিস ভালোভাবেই দেবে।ধন্যবাদ ভাইয়া।
অবশেষে অনেক কিছুর পরে, সার্ভিস বেশ ভালো করেই পেয়েছি আপু।
এটা ঠিক বলেছেন ভাই,দুনিয়াতে ফ্রি বলতে কিছু নেই। আসলে তারা তো সার্ভিসের টাকা আগেই রেখে দেয়। তাই সার্ভিস অবশ্যই নেওয়া দরকার। যাইহোক মোটরবাইক সার্ভিস নিতে গিয়েছেন,এটা খুবই ভালো হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্যের কথা যৌক্তিক, ধন্যবাদ আপনাকে।