বড়পুকুরে কাটানো মুহূর্ত
গত কয়েকদিন আগে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিকেল বেলার দিকে বড়পুকুর এলাকায় ঘুরতে গিয়েছিলাম। মূলত আমাদের এখান থেকে এলাকাটির দূরত্ব ২৫ কিলোমিটারের মতো হবে। তাছাড়া জায়গাটি সমসাময়িক সময়ে পরিচিতি পেয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
কেননা বিকেল বেলা করে অনেকেই সেখানে ঘুরতে যায়, পুকুর পাড়ে বসে থেকে নিজেদের মতো করে সময় কাটায় আর সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করায়, লোকজনের কাছে জায়গাটি এখন বেশ পরিচিত।
ভিডিও লিংক
মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা সন্ধান পেয়েছিলাম জায়গাটির, তাই আর কি আগ্রহ বেড়ে গিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। অবশেষে সেদিন ঘুরতে গিয়েছিলাম।
আমরা এক মোটর বাইকে চড়ে তিনজন গিয়েছিলাম, যদিও যাওয়ার আগে আবহাওয়া ভালো ছিল, তবে মাঝ পথেই ঝিরি বৃষ্টি শুরু হয়, যা শেষ পর্যন্ত আর থামেনি।
অবশেষে ঠিক পড়ন্ত বেলার আগ মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছিলাম। এটা সত্য সেখানে যাওয়ার রাস্তার অবস্থা বেশ নাজুক ছিল , তবে তারপরেও কষ্ট করে গিয়ে যখন বড়পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি, তখন যেন ক্লান্তি অনেকটাই কমে গিয়েছিল।
একপাশে রোদ উঠেছিল আর একপাশে কালো মেঘে পুরো আকাশ ঢেকে গিয়েছিল, তার মাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টি, সবমিলিয়ে দারুণ উপভোগ করেছিলাম সেদিনের সময়টা।
আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে আপনাদের।
লোকেশনঃ
বড়পুকুর, ময়দানহাট্টা, দাড়িদহ, শিবগঞ্জ, বগুড়া।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভিডিও টি অসাধারণ হয়েছে।এমন প্রাকৃতিক পরিবেশ এ যেতে কার না ভালো লাগে। নদীর পাড় নিরিবিলি ঠান্ডা বাতাস ভাল্লাগে। আপনারা ৩ জন গিয়েছিলেন জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর পরিবেশ এ ঘুরতে যাওয়ার মুহুর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
বিকেল বেলায় এরকম জায়গায় ঘুরতে গেলে সত্যি অনেক ভালো লাগবে। বড়পুকুরে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছেন ভাইয়া। জায়গাটি সত্যিই অনেক সুন্দর।
ধন্যবাদ আপু, এটা সত্য সময়টা আসলেই সেদিন ভালো কেটেছিল।
É tão gratificante ver o pó do sol. Renova as energias utilizadas no decorrer do dia, a vida/ o mundo/ natureza é tão bela e não precisamos pagar, só é preciso cuidar e preservar. Belas imagens