গতকালের বিকাল
বিগত ফোনে গ্রীন লাইন পড়েছিল সেটা কমবেশি সকলেই জানেন, যার কারণে সেভাবে ফটোগ্রাফি করতে পারিনি। বলতে গেলে আমার কাজকর্ম একদম বন্ধ হয়েছিল, তাই যত দ্রুত পেরেছি নতুন আরেকটা ফোন কেনার চেষ্টা করেছি।
ফোন কেনার পরে অবশেষে যেন কিছুটা হলেও মানসিকভাবে প্রশান্তি পেয়েছি, কেননা এখন একটু হলেও নিজের কাজগুলো ঠিকমতো করতে পারছি এবং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটাও ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারছি।
তবে মূল সমস্যা হচ্ছে, এখন হচ্ছে বর্ষাকাল। যার কারণে এদিক সেদিক খুব একটা ভালোভাবে ঘোরাঘুরি করা যাচ্ছে না, তাই স্বাচ্ছন্দ্যে যে ফটোগ্রাফি করব, তেমন সুযোগ আমার নেই বললেই চলে।
তারপরেও গতদিন বিকেল বেলার দিকে বাইক নিয়ে এলাকার আশেপাশেই ঘুরতে গিয়েছিলাম। হঠাৎই পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসেছিল, বুঝতে পারছিলাম যে কোন সময় বৃষ্টি নামবে, সেই সময়কার আকাশের দৃশ্য ছিল একদম চোখে লাগার মতো।
এমন দৃশ্য আসলে, মিস করা যায় না। তাই মোটরবাইক থামিয়ে, নতুন মোবাইল দিয়ে চারপাশের কিছু ছবি তুলে ফেললাম।
যারা প্রকৃতি ভালোবাসে , তাদের কাছে এমন দৃশ্য হতে পারে আকর্ষণীয়। উৎসর্গ করলাম ছবিগুলো, প্রকৃত প্রেমী মানুষদের কাছে ।
চলুন তাহলে ছবিগুলো দেখে নেওয়া যাক।
লোকেশনঃ গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা।
ডিভাইসঃ samsung galaxy a16 5g
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফোনের সমস্যার সমাধান হলে সত্যি অনেক ভালো লাগে। ফোনে যদি সমস্যা থাকে তাহলে মানসিকভাবেও অশান্তি লাগে। নতুন ফোন কিনেছেন আর দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। সময়টাও চমৎকার ভাবে কাটিয়েছেন।
এটা সত্য আপু, নতুন ফোন কেনার পরে, কাজের গতি আগের থেকে অনেকটাই বেড়েছে ।
আপনার অভিজ্ঞতা খুব আন্তরিকভাবে তুলে ধরেছেন। নতুন ফোনের মাধ্যমে কাজের ধারাবাহিকতা ফিরে পাওয়া নিঃসন্দেহে আনন্দের।পোস্টের বর্ণনা এবং আবেগ বেশ ভালোভাবে ফুটে উঠেছে।বিকেলের মেঘলা আকাশের বর্ণনা চমৎকার হয়েছে। ছবি গুলো দেখে মন শান্ত হয়ে যায়।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।