মনের খোরাক
বাহিরে বিরামহীন বৃষ্টি আর ঘরের ভিতরে মনের খোরাক পূর্ণ করার প্রস্তুতি চলছে। জীবনে প্রচুর বই পড়তে হবে, বই কিনতে হবে আবার বই কিনে দেউলিয়া হয়ে যেতে হবে, তাও মনের খোরাক অপূর্ণ রাখা যাবে না।
আসেন বই পড়ি, চিন্তার জগৎ কে আরো প্রসারিত করি। অন্ধকারে আলো আসুক, এইতো চাওয়া।
সময় ব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকদিন আগে থেকে একটা বই পড়ছিলাম, তবে তা কোনোভাবেই শেষ করে উঠতে পারছিলাম না, অথচ ১১০ পৃষ্ঠার বই। এত স্বল্প পৃষ্ঠার বই আগে ১-২ দিনেই শেষ করে ফেলেছি, তবে এখন হাজারো বই পড়তে ইচ্ছা করলেও, পারিপার্শ্বিক চাপের কারণে তা হয়ে ওঠে না।
গতকাল সারাদিন আবহাওয়া বেশ নাজুক ছিল, থেমে থেমেই বৃষ্টি পড়ছিল, বিশেষ করে সন্ধ্যার পর থেকে কোনভাবেই যেন বৃষ্টি থামছিল না। ঘরের ভিতরে বারবার পায়চারি করছিলাম, কেননা গতকাল আর বাহিরে যাওয়ার সুযোগ হয়নি।
অবশেষে সময় ব্যবস্থাপনা বইটা নিয়ে, নিজের মতো করে পড়তে শুরু করলাম, একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক বইটা শেষ করব। সত্যিই অন্য রকম একটা অনুভূতি কাজ করছিল, একদিকে প্রচুর বৃষ্টি অন্যদিকে বই পড়ার আগ্রহ। সব মিলিয়ে যেন মনের খোরাক একদম পূর্ণ হওয়ার মতো অবস্থা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, what a cozy and relatable post! I love the description of finding solace in a book during a rainy day. "Outside, the relentless rain; inside, preparing to nourish the mind" – that line perfectly captures the feeling. I completely understand the struggle of finding time to read amidst daily pressures. It's fantastic that you carved out that time to finish "সময় ব্যবস্থাপনা" (Time Management)! Your dedication to expanding your mind is inspiring.
The pictures add a lovely touch, painting a vivid scene. Are there any specific insights from the book that you found particularly helpful? I'm curious to hear more about your reading experience and how you plan to apply the concepts! Keep sharing your thoughts and discoveries!
বই পড়লে মানসিক শান্তি পাওয়া যায়। আসলে যারা বই পড়তে পছন্দ করে তাদের কাছে এই অনুভূতিটাই অন্যরকমের। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
আসলেই বই পড়লে মানসিক শান্তি পাওয়া যায়, এটা একদম সত্য।