কাশফুলের সৌন্দর্য
গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে কাশফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে উঠতি বয়সী তরুণ ছেলেমেয়েরা দলবেঁধে গিয়ে দারুণভাবে সময় কাটায়, কাশফুল জন্মানো এলাকায়।
যদিও বয়সটা এখন আর উঠতি বয়সী ছেলে মেয়েদের মতো নেই , তবে তারপরেও মনের দিক থেকে কিছুটা হলেও এখনো তরুণ আছি।
ভিডিও লিংক
যেহেতু নদীর তীরবর্তী এলাকায় যেতে হবে, তাই গিন্নী কে আগে থেকেই বলে রেখেছিলাম, সে যাবে কিনা। যেইনা কাশফুলের কথা শুনেছে, অমনি সে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে।
যাইহোক অবশেষে পড়ন্ত বেলার দিকে, আমি গিন্নি আর বাবু মোটরবাইকে চড়ে ঘুরতে গিয়েছিলাম স্থানীয় এলাকার কাটা মোড় সংলগ্ন এলাকায়। যেখানে বিগত সময় থেকেই ভুট্টা মিল ছিল আর সেখান থেকে অল্প কিছু দূরত্বেই করতোয়া নদী।
মানে ভুট্টা মিলের পিছনে করতোয়া নদীর তীরবর্তী এলাকায়, প্রচুর পরিমাণে প্রাকৃতিকভাবে কাশফুল জন্মেছে, আর সেখানটাতেই আশেপাশের ছেলেমেয়েরা প্রতিনিয়তই ঘুরতে আসে।
যেহেতু শহর থেকেও এলাকাটা খুবই কাছে, তাই শহুরে ছেলে মেয়েরাই বেশি আনাগোনা করে এ দিকটাতে।
বাবু ও গিন্নি বেশ খুশি হয়ে গিয়েছিল, কাশফুলের সৌন্দর্য দেখে। আমরা নিজেরাও অনেকটা সময় দারুণভাবে কাটিয়েছি সেখানটাতে। সব মিলিয়ে গতকালের বিকালের সময় ছিল বেশ মনে রাখার মতো।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, what a delightful post! The কাশফুল (Kashful) photographs are absolutely stunning, and your family trip to the riverbank looks like it was a truly memorable experience. It's wonderful to see you embracing your youthful spirit and sharing these moments with your wife and child. The video link adds an extra layer of immersion, making us feel like we're right there with you, enjoying the beauty of nature. It's posts like these that remind us to appreciate the simple joys in life. Thanks for sharing your beautiful photos and video! I look forward to seeing more of your adventures. Keep creating!
কাশফুলের সৌন্দর্য দেখতে আসলেই খুব ভালো লাগে। প্রতি বছর কাশফুল দেখতে যাওয়া হয় বিভিন্ন জায়গায়। তবে এই বছর এখনো যাওয়া হয়নি। যাইহোক ভিডিওটা দারুণ হয়েছে ভাই। আপনারা তিনজন বেশ ভালো সময় কাটিয়েছেন সেখানে গিয়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সময় সুযোগ পেলে, আশেপাশে যদি কাশফুল থাকে, তাহলে ঘুরতে যাইয়েন ভাই, বেশ ভালো লাগবে।
সময় পেলে অবশ্যই যাবো ভাই। তবে বর্তমানে সময় বের করাটাই মুশকিল হয়ে গিয়েছে।