ক্ষুদ্র মনের চাওয়া।
পৃথিবীটা মানুষের হোক
আর অমানুষ গুলো,
মানুষের কাতারে আসুক ।।
এই যে পৃথিবীতে এতো হানাহানি, যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে তা কিন্তু মানুষের সঙ্গে মানুষের হচ্ছে, মানুষ মানুষকে প্রতিনিয়ত মারার জন্য নতুন নতুন মারণাস্ত্র তৈরি করছে।
কেন করছে এসব, তা কি কখনো আমরা ভেবে দেখেছি? যদি সহজ কথায় বলতে চাই, তাহলে হয়তো উত্তর আসবে, ক্ষমতা-লোভ কিংবা অর্থবিত্ত।
এসবের কাছেই মানুষের মানসিকতা দিন দিন হেরে যাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে নৈতিকতা, মনুষ্যত্ব কিংবা মানবিকতা। হিংস্র থেকে আরও হিংস্র হচ্ছে মানুষের আচরণ।
আধুনিক সময়ে এসেও মানুষ যে কতটা পরিমাণ অসভ্য থেকে যাচ্ছে, তার বাস্তব উদাহরণ যেন আজকাল স্বচক্ষে দেখা যাচ্ছে।
সময় পরিবর্তন হয়েছে এটা যেমন সত্য, তেমনটা সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের মানসিকতাতেও ব্যাপক পচন ধরেছে, এটাও অপ্রিয় সত্য । যার কারণেই হয়তো সুন্দর পৃথিবীটা এখন অমানুষদের দখলে।
স্বদেশ প্রেম আমাকে যতটা ভাবায়, তেমনটা পৃথিবী প্রেম নিয়েও আমি বড্ড উদ্বিগ্ন। ক্ষমতা -অর্থবিত্তের লোভ , হিংসা-ভেদাভেদ সবকিছু নিপাত যাক, মানুষ হোক শুধুই মানুষের, এমনটাই চাওয়া এ ক্ষুদ্র মনে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, এই লেখাটি সত্যই হৃদয়স্পর্শী! আপনার গভীর চিন্তা এবং মানবতার প্রতি ভালোবাসার প্রকাশ মুগ্ধ করেছে। "পৃথিবীটা মানুষের হোক" - এই আহ্বানটি খুবই শক্তিশালী এবং সময়োপযোগী। আজকের বিশ্বে যেখানে হানাহানি, ক্ষমতা আর অর্থের লোভ বাড়ছে, সেখানে আপনার এই শান্তির বার্তা আশার আলো দেখাচ্ছে।
বিশেষ করে, "মানুষ যখন মনুষ্যত্ব ভুলে গিয়ে হিংস্র হয়ে উঠছে" - এই কথাগুলো খুব প্রাসঙ্গিক। আপনার লেখার মাধ্যমে স্বদেশ প্রেমের পাশাপাশি বিশ্ব প্রেমের যে উদ্বেগ প্রকাশ পেয়েছে, তা প্রশংসার যোগ্য।
আপনার এই ভাবনাগুলো আরও অনেকের মাঝে ছড়িয়ে যাক, সেই কামনা করি। লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ! চালিয়ে যান, শুভ কামনা রইলো!