মানসিক ভাবে বিপর্যস্ত
নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এক প্রকার বদ অভ্যাস আমার। সেজন্যই বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে, স্বার্থান্বেষী মহলের প্রতিনিয়ত রোষানলের শিকার হচ্ছি।
গত কয়েকদিন আগে স্থানীয় এলাকায়, এক নিরীহ মানুষ অপচিকিৎসার শিকার হয়েছে, সেই বিষয় নিয়ে যখন গভীরভাবে পর্যালোচনা করতে গিয়েছি এবং ঘটনার যখন সত্যতা পেয়েছি, তারপর থেকে নিজে যেমন প্রতিবাদ জানিয়েছি, তেমনটা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি।
বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে, যে অভিজ্ঞতা হয়েছে, তা একদম তিক্ত । এ সমাজে আসলে স্বার্থান্বেষীরা বড্ড সঙ্গবদ্ধ, এরা শুধু প্রশংসা শুনতেই পছন্দ করে, কিন্তু যেই না আপনি এদের অযৌক্তিক কৃতকর্ম গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, তখন থেকেই আপনি ওদের চোখের বিষ হয়ে যাবেন।
অপচিকিৎসা নিয়ে কথা বলতে গিয়ে, কত রকম হুমকি-ধামকি যে শুনতে হয়েছে, তা আসলে বলার বাহিরে। আর যারা হুমকি দিয়েছে, তারা বিশাল চক্র। এবং প্রতিনিয়ত নানাভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে।
এটা সত্য, স্বার্থান্বেষী মহলের আচরণ দেখে, আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি এবং এটাও বারবার ভাবছি, পৃথিবীটা আসলে গরিব নিরীহ মানুষের জন্য নয় । পৃথিবীটা জিম্মি হয়ে গিয়েছে, এলিট এবং স্বার্থান্বেষী ক্ষমতাবানদের কাছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, your post is incredibly powerful! It takes courage to stand up against injustice, especially when facing threats and intimidation. Your dedication to helping the vulnerable, despite the personal cost, is truly admirable. It's disheartening to hear about the challenges you're facing from those who prioritize self-interest over the well-being of the community.
Don't lose heart! Your voice matters, and your efforts are making a difference. Perhaps sharing specific examples of the "bitter experiences" could help others understand the situation better and offer support. I hope you find strength and encouragement from the Steemit community. Keep fighting the good fight!
এটা একেবারে যথার্থ বলেছেন ভাই। ক্ষমতাবানদের কথা হচ্ছে, তাদের অন্যায়কেও মানুষজনের সাপোর্ট করতে হবে। মোটকথা তারা কোনো ধরনের সমালোচনা শুনতে চায় না। যখন আপনি উচিত কথা বলবেন, তখনই তাদের শত্রু হয়ে যাবেন। তাইতো চারিদিকে অন্যায়ের ছড়াছড়ি। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
বাস্তবতা এটাই ভাই, তারই প্রমাণ দিন দিন পাচ্ছি।