সমাজে সত্যের অবস্থান !
সত্য সুন্দর ও প্রশংসনীয়।
তবে সেই সত্য আবার যখন নিজের মতের বিরুদ্ধে যায়, তখন আবার অ্যালার্জি শুরু হয়।
হায়রে মানুষ, কি একটা অবস্থা...!!
অনেককেই দেখেছি, কথায় কথায় বলে আমরা সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সমাজটা সুন্দর করে গড়ে উঠুক, সবাই সুখে শান্তিতে থাকুক, সবার ভিতরে ঐক্য এবং ভ্রাতৃত্ব বজায় থাকুক কিংবা সমাজে যেন কোন প্রকার অরাজকতা না হয়, সেই বিষয়ে আমরা যথেষ্ট সোচ্চার-সচেতন।
তবে বাস্তবতা একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন, যারা বলিষ্ঠ কন্ঠস্বরে প্রতিনিয়ত এসব কথা বলে বেড়ায়, দিনশেষে ঝামেলা কিন্তু তাদের ভিতরেই বেশি থাকে। বলতে পারেন, এরা যেমন লেবাসধারী তেমনটা মুখোশধারী।
এরা নিজের বেলায় একদম ষোল আনা, সত্য কে ভীষণ পছন্দ ও শ্রদ্ধা করে । তবে যেই নিজের মতের বিরুদ্ধে সত্য অবস্থান করে, তখন থেকেই এদের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়।
এই মুখোশধারীর তালিকায় কে নেই বলুন, সব ধরনের মানুষ এতে বিদ্যমান। সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এই মানুষগুলো অনেকটা জোঁকের মতো করে লেগে আছে।
যখনই আপনি এদের সঠিকভাবে চিনতে পারবেন, ঠিক তখন থেকেই এদের চোখের আপনি বিষ হয়ে যাবেন। শুধু ওদের চোখের বিষ হয়েই আপনি ক্ষান্ত হবেন না বরং আপনাকে অপমান অপদস্থ করা নিয়েও বড্ড তৎপর থাকবে ওরা।
এই হচ্ছে সমাজে প্রকৃত অর্থে সত্যের অবস্থান। যা কেউ স্বচক্ষে দেখতে পায় আবার কেউ পায় না, আবার কেউ দেখলেও না দেখার ভান করে থাকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @shuvo35, this post really hits home! The way you've described the hypocrisy in society – those who preach truth but can't handle it when it goes against their own views – is so relatable and thought-provoking. It’s a crucial observation about the masks people wear, and how easily those masks slip when their own beliefs are challenged. The imagery of "leeches" clinging to every level of society is powerful.
Your post is a fantastic reminder to be self-aware and to truly examine our own reactions to uncomfortable truths. Thank you for sparking such an important conversation! I'm curious to hear what others think – have you experienced this kind of hypocrisy firsthand? Let's discuss!