পরিশ্রম তাদের সার্থক হোক
কয়েকদিন থেকে আবহাওয়া খুব একটা ভালো যাচ্ছে না। কখনো রোদ, কখনো বৃষ্টি সব মিলিয়ে একটা আবহাওয়ার মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমাদের এখানে৷ এটা অবশ্যই কিছুটা ঋতু পরিবর্তনের কারণে হয়েছে। তবে যাইহোক এই গ্রামের সহজ সরল মানুষ গুলোর চিন্তা ধারা কিছুটা আলাদা। কারণ তারা সম্পূর্ণ নির্ভর করে সময়ের সঙ্গে এবং তারা তাদের জীবিকার জন্য অনেক কিছুই করে থাকে।
ছবিগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, এরা মূলত চেষ্টা করছে এই খড় গুলোকে ভালোভাবে শুকানোর জন্য। কারণ গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হয়েছে, যার কারণে খড় গুলো বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে এবং এই খড় গুলো দিয়ে তাদের গৃহপালিত পশুর খাদ্য যোগান হয়। আর যেহেতু গৃহপালিত পশুর দুগ্ধ বিক্রি করে, তাদের সংসারের আর্থিক উপার্জন হয়। তাই তারা খড় গুলোর প্রতি যত্নশীল হয়েছে। কারণ এগুলোকে শুকাতে হবে এবং তারপরে ভাল ভাবে প্রস্তুত করতে হবে সেগুলো গৃহপালিত পশুর খাদ্য হিসাবে। এগুলো কিছুটা অবশ্য তাদের সংসারের জ্বালানি হিসেবেও কাজ করে থাকে।
কয়েকদিন পরে আজ যখন আবহাওয়া কিছুটা শান্ত হয়েছে এবং আকাশে যখন রোদ উঠেছে। তাই তাদের মনে কিছুটা খুশি কাজ করছে। এ প্রশান্তি আসলে তাদের ভিতর একটু আলাদা কারণ তাদের আজকে অনেক কাজ করতে হবে। তারা সকাল থেকে উঠেই খড় গুলো শুকানোর জন্য পুরো পরিবারের লোকজন ব্যস্ত হয়ে গিয়েছে এবং তারা সবাই একত্রে চেষ্টা করছে খড় গুলো ভালোভাবে শুকানোর জন্য। যেহেতু এই খড় গুলোর উপকারী দিক অনেকগুলো। তাই তারা সেগুলো বিবেচনা করে, এই খড় শুকনোর মত কঠিন কাজ গুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। যাইহোক এই মানুষগুলোর পরিশ্রম সার্থক হোক এই কামনাই করি।




আমাদের এই দিকে, কয়েকদিন আগেই ধানের কাজ শেষ হয়ে গেছে!!
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
বর্ষাকালে খড় শুকানো খুব মুশকিল। অনেকসময় খুব বৃষ্টির কারণে সম্ভব হয়ও না. আমাদের এদিকেও কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে।
ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ আপনাকে।