গাছপালায় আমাদের প্রকৃত বন্ধু।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, গাছপালা আমাদের অকৃত্রিম বন্ধু। গাছপালা আমাদেরকে নিঃস্বার্থভাবে উপকার করে। পৃথিবীর বুকে আমাদের জন্য গাছপালা ব্যতীত অকৃত্রিম বন্ধু কোথাও নেই। আমাদের সমাজ জীবনে বসবাসের ক্ষেত্রে অনেক মানুষ বন্ধু হয়ে আসে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক সবসময় টিকিয়ে রাখতে কেউই পারে না। বিশেষ স্বার্থ রক্ষা কিংবা বিশেষ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন মানুষ সাময়িকভাবে বন্ধুত্বের রূপ নিয়ে অভিনয় শুরু করে। নিজেদের স্বার্থ পূরণ হলেই বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে শত্রুতে পরিণত হয়। কিন্তু গাছপালা মানুষের জন্য এমন এক বন্ধু তারা কখনো মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে না। মানুষের উপর হিংসা বিদ্বেষ কিংবা শত্রুতাও করে না। নিঃস্বার্থভাবে গাছপালা সব সময় মানুষের উপকারই করে।
গাছপালা প্রতিদিন আমাদের বেঁচে থাকার জন্য মহামূল্যবান অক্সিজেন সরবরাহ করে। শুধু তাই নয়, গাছপালা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি গাছপালা থেকে আমরা প্রতিদিন বিভিন্ন রঙের সুস্বাদু ফল পাচ্ছি। শুধু তাই নয়, গাছ থেকে আমরা খুবই আরামদায়ক ছায়া পেয়ে থাকি। আবার গাছ থেকে আমরা আমাদের ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র বানানোর জন্য মূল্যবান কাঠ পেয়ে থাকি। গাছপালা প্রতিদিন আমাদেরকে অক্সিজেন এবং ফলমূলসহ তার সবকিছুই বিনামূল্যে সরবরাহ করছে। কিন্তু আমরা কি গাছপালার প্রতি কৃতজ্ঞ থাকি? কিংবা গাছপালার প্রতি আমরা কি কৃতজ্ঞতা প্রকাশ করি? আসলে আমাদের তো মনেই থাকে না, যে আমরা অক্সিজেন কোথা থেকে পাচ্ছি কিংবা বিভিন্ন সুস্বাদু ফলমূল এবং মূল্যবান কাঠ পত্র কোথা থেকে পাচ্ছি। সত্যি বলতে গাছপালা থেকে আমরা যে মহামূল্যবান উপকরণগুলো পাচ্ছি, সেটা তো সম্পূর্ণ বিনামূল্যেই পাচ্ছি। তাই, গাছপালার উপকারের কথা স্মরণ করা আমাদের সময় কোথায়।
আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, যে গাছপালা যদি মাত্র ৫ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। তাহলে আমাদের অবস্থা কেমন হবে, পৃথিবীর বুকে আমরা কতজন মানুষ কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে বেঁচে থাকতে পারবো। হয়তো হাতেগোনা কয়েকজন মানুষই পৃথিবীতে থাকতে পারবে। আর বাকি আমরা সবাই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবো। কিন্তু গাছপালা তো প্রকৃতির নিয়মেই আমাদেরকে অবিরত অক্সিজেন সরবরাহ করছে। অক্সিজেন সরবরাহ করতে গাছপালা কোন সময়ের জন্য মানুষের প্রতি কার্পণ্য করে না কিংবা হিংসা বিদ্বেষও করে না। কিন্তু আমরা মানুষ জাতি, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েই গাছপালার প্রতি হিংসা করি। আমরা পরস্পরের সাথে দ্বন্দ্ব করে হিংসামূলকভাবে নিরীহ গাছপালা অবিবেচকের মতো কেটে ফেলি। শুধু তাই নয়, আমাদের চলার পথে আমরা খুব সহজে যে কোনো গাছপালাকে ধারালো ছুরি কিংবা ধারালো যন্ত্র দিয়ে খুব সহজেই আঘাত করে কেটে দিই। গাছপালার বিভিন্ন ধরনের ডালপালা কিংবা শাখা ডালপালা অকারণে কেটে ফেলি। এভাবে গাছপালা নির্মমভাবে কেটে ফেলার পূর্বে আমরা কি কখনো চিন্তা করেছি যে গাছপালা আমাদের কি ক্ষতি করেছে? আসলে আমাদের চিরবন্ধু গাছপালা নিয়ে আমরা যদি বিন্দুমাত্রও চিন্তা করতাম এবং গাছপালার প্রতি সামান্য পরিমাণও যদি কৃতজ্ঞতা আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা নির্বিচারে গাছ না কেটে অবিরত গাছ লাগানোর কাজ করতাম। গাছপালা টিকিয়ে রাখার জন্য যথাযথ পরিচর্যা করতাম।
আমি একজন সামান্য বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে মনে করি, আমাদের বেঁচে থাকার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। একই সাথে আমাদের সকলের উচিত অযথা গাছের ডালপালা কাটা কিংবা অযথা গাছের শরীরে আঘাত করা থেকে বিরত থাকা। আমাদের সকলের উচিত আমাদের প্রকৃত বন্ধু গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
Twitter link:-https://twitter.com/bidyut01/status/1581296968088752128?t=C6hvcpis4O4yI-IMtvqzNw&s=19
আপনি ঠিক বলেছেন ভাইয়া।গাছপালা আমাদের প্রকৃত বন্ধু। গাছপালা প্রতিদিন আমাদের বেঁচে থাকার জন্য মহামূল্যবান অক্সিজেন সরবরাহ করে। আপনার উপরের কথাগুলোয় আমি একমত। ধন্যবাদ আপনাকে ভাইয়া চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন।
আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এক কথায় বলতে গেলে গাছ ছাড়া আমাদের বেচেঁ থাকা কল্পনা করা যায় না। এখন যে হারে গাছ কাটা হচ্ছে একটা সময় হয়তোবা অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। তাই আমাদের উচিত বেশি বেশি গাছরোপণ করা।
জি ভাইয়া আমাদের সকলের উচিত বেশি বেশি বৃক্ষরোপন করা।
ঠিক বলেছেন ভাইয়া গাছপালা মানুষের জন্য এমন এক বন্ধু তারা কখনো মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে না।গাছপালা আমাদের অনেক উপকার করে। যেমব অক্সিজেন সরবরাহ করে,প্রাকৃতিক দুযোগথেকে রক্ষা করে, ছায়া দেওয়া আসবাবপত্র ইত্যাদি বিনামূল্যে দিয়ে থাকে।গাছপালার প্রতি সামান্য পরিমাণও যদি কৃতজ্ঞতা আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা নির্বিচারে গাছ না কেটে অবিরত গাছ লাগানোর কাজ করতামএকদম সত্যি। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
অতি চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন গাছপালা আমাদের অকৃত্রিম বন্ধু। গাছপালা আমাদেরকে নিঃস্বার্থভাবে উপকার করে। পৃথিবীর বুকে আমাদের জন্য গাছপালা ব্যতীত অকৃত্রিম বন্ধু কোথাও নেই। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন নিয়ে থাকি। এটাও ঠিক বলেছেন আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। গাছ আমাদের বিভিন্ন কাজে আসে।
আমাদের সকলের উচিত গাছের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া এবং বেশি করে গাছ লাগানো।
এর থেকে বড় সত্যি কথা খুব কমই আছে। আসলেই গাছ বাঁচানো আর লাগানো উচিত। ঠিক বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
আপনি আসলেই ঠিকই বলেছেন আমাদের বাস্তব জীবনে কিছু কিছু বন্ধু আছে নিজের স্বার্থে, আবার কিছু কিছু বন্ধু প্রয়োজনের সময় পাওয়া যায় না। গাছ কিন্তু আমাদের প্রিয় বন্ধু। আর গাছ যে আমাদের জন্য কতটা উপকারী সেটা সত্যি বলে শেষ করা যাবেনা। আপনার কাছ থেকে গাছ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আপনার পোস্ট পড়ে আমার তো ইচ্ছে করতেছে এখনই কতগুলো গাছ লাগাই। গাছ না থাকলে আমাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে পড়বে। এরকম সুন্দর এবং শিক্ষনীয় একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এ ধরনের পোস্ট অনেক বেশি ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন যে গাছপালা আমাদের প্রকৃত বন্ধু ।এই গাছ আছে বলেই আমরা আজ পৃথিবীতে বেঁচে আছি। আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে আর পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।
জি ভাই বৃক্ষরোপণ ছাড়া আমাদের পরিবেশকে রক্ষা করা সম্ভব নয়।