"নিজের লেখা পাঠাগার আন্দোলন'র থিম সং"📕✍🏻

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


বিকেলের স্নিগ্ধ শুভেচ্ছা সবাইকে।আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।♥♥

received_148229074448724.jpeg


বন্ধুরা আমরা জানি বই এর চেয়ে ভাল বন্ধু পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সভ্য সমাজ, জ্ঞান চর্চা ,
মনুষ্যত্ব বোধ ও মূল্যবোধে আশার ফুল ফোটাতে বইয়ের ভূমিকা অপরিসীম।বর্তমান সময়ে আমরা প্রায় ইন্টারনেটের মুখোমুখি হয়ে বইকে ভুলে যেতে বসেছি। আর তাছাড়া আমরা অভিভাবকরাও বাচ্চাদের হাতে বই তুলে না দিয়ে মোবাইল তুলে দিচ্ছি।ফলে মানুষ বইমুখী হচ্ছে না। আমার কাছে মনে হয় প্রতিটি পরিবারেই ন্যূনতম একটি পারিবারিক পাঠাগার থাকা অতীব জরুরী।কারন একটি পাঠাগারের প্রায় অনেক ধরনের বই থাকে।আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেই বইগুলো পড়ে, আমাদের জ্ঞান চর্চা টাকে আরো সমৃদ্ধিশালী করতে পারি। আর তাই মানুষকে বইমুখী করার জন্যই, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর উদ্যোগে চালু হয়েছে বই পড়া আন্দোলন।এবং পাঠাগার আন্দোলন।তারই ধারাবাহিকতায় গত 18 ই ফেব্রুয়ারি জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হলো জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন।এই সম্মেলন এবং আন্দোলনকে কেন্দ্র করে আমি একটি গান লিখেছি।যেটাকে বলা হচ্ছে পাঠাগার আন্দোলন এর থিম সং।গানটির সুর এবং কন্ঠ দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ও মিজানুর রহমান মিজান।পরবর্তীতে এই গানটি আরো ভালোভাবে রেকর্ড করার প্রস্তুতি চলছে।সেই গানটি আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গানের কথাগুলো আপনাদের কেমন লেগেছে। আপনাদের চমৎকার গঠনমূলক মন্তব্যের মাধ্যমে শুনতে পেলে আমি আমাকে আরো বেশি সমৃদ্ধশীল করতে পারব, বলে বিশ্বাস রাখি।এবং আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যের প্রতি আকুল আবেদন করেই বলব আমরা সবাই বই পড়ার অভ্যাস করি।এবং বাড়ির ছোট বড় সবাইকে এই অভ্যাস করার জন্য অনুপ্রাণিত করি।কিংবা বাসায় মেহমান আসলে ও তার হাতে আমরা একটি সুন্দর বই ধরিয়ে দিয়ে কিছুক্ষণ পড়াতে পারি।আমরা চাইলে যেকোনো কৌশল অবলম্বন করি কিন্তু অনেকের হাতে বই তুলে দিতে পারি।ঠিক যেমন বাংলাদেশের লালমনিহাট এর এক ভাইয়া সেলুন পাঠাগার গড়ে বাংলাদেশের জাগরণ সৃষ্টি করেছে। সেলুনে চুল কাটতে গিয়ে যারা অপেক্ষায় থাকে তারা সেই সময়টা কোন একটা বই পড়তে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কে সামনে রেখেই সেলুনে সেলুনে বেশ কিছু বই রাখা হয়েছে, যেন অপেক্ষমান ব্যাক্তি বি পড়ে সময়টাকে কাটাতে পারে।এভাবে অনেকেই অবদান রাখছে।তাই সকলকে আরো একবার আহ্বান ডাকবো এসো বই পড়ি সকলে মিলে।

আমার নিজের লেখা পাঠাগার আন্দোলন"র থিম সংটি চলুন শুনে আশি।


♥থিম সং♥



গানের কথাঃ সেলিনা সাথী


IMG-20230304-WA0042.jpg


সুর ও কণ্ঠঃ মিজানুর রহমান মিজান


Screenshot_2023-03-01-17-34-40-10_be80aec1db9a2b53c9d399db0c602181.jpg


ভিডিও লিংক



গানের লিরিক্স

♦জ্ঞানের আলোয় উদ্ভাসিত
স্বপ্নের পাঠাগার,,
আলোকিত সমাজ গড়তে
শ্রেষ্ঠ হাতিয়ার -২
পাঠাগার আন্দোলনের
শ্রেষ্ঠ উপহার
খুলবে জানি খুলবে এবার
সম্ভাবনার দ্বার।
খুলবে এবার খুলবে জানি
সম্ভাবনার দ্বার,,,
স্বপ্নের পাঠাগার মোদের,
স্বপ্নের পাঠাগার,,,৪

♦বই যে হলো ভালো বন্ধু
সভ্যতারি ফুল,,
মানুষ থেকে মানুষ হবার
জ্ঞান পরিধির মূল
আলোর মিছিলে আমরা
আজ করি অঙ্গীকার
প্রজ্বলিত করবো সবাই
বিশ্ব মানবতার--
স্বপ্নের পাঠাগার মোদের
স্বপ্নের পাঠাগার-৪

♦জ্ঞানীগুণী মনীষীরা
নিত্য পরে বই
কবি সাহিত্যিক শিল্পীদের
পটভূমি কই -২
হাতে নিয়ে দীপ্ত মশাল
ঘুঁচাবো অবিচার
আলোকিত হবে দেশের
সকল গ্রন্থাগার -২
স্বপ্নের পাঠাগার মোদের
স্বপ্নের পাঠাগার-৪

বন্ধুরা আমি নিজেও সাথী পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি। আমিও চেষ্টা করি আমার বাড়ির আশেপাশে যারা আছেন সবাইকে পাঠাগার মুখি করার।বইপাড়া আন্দোলনে এবং পাঠাগার আন্দোলন এ সাথী পাঠাগার ও ভূমিকা রাখছে নিরন্তর।পাঠাগার আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হোক এটাই প্রত্যাশা।♥♥

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

জাষ্ট অসাধারণ হয়েছে গানের কথাগুলো আর যিনি গাইলেন তার কন্ঠ দারুন 😍
আপনি দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন, আপনার এই অগ্রগতি জারি থাকুক এই কামনা সবসময়ই করি।
বই হলো মানুষ গড়ার কারিগর, আমাদের বই পড়তেই হবে। সেলুনে বই রাখার আইডিয়টা জাষ্ট অসাধারণ।
দোয়া রইল 🥀♥️

 2 years ago 

বরাবরই আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উৎফুল্ল এবং উজ্জীবিত করে।আসলে আমাদের প্রত্যেকের বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।আমার লেখা গানের কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে, অনেক বেশি খুশি হলাম।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য♥♥

 2 years ago 

আপু গানের কথা গুলো অনেক সুন্দর হয়েছে। বই
জ্ঞানের প্রতীক, জ্ঞানের ভান্ডার , বই হোক সবার সুখ সাথী। গানটি যে গেয়েছেন তার কণ্ঠটিও অনেক সুন্দর। সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমার লেখা গান আপনার ভালো লেগেছে, জেনে অনেক বেশি খুশি হলাম। এভাবেই সব সময় পাশে থাকবেন। এটাই প্রত্যাশা করি। আর যিনি গানটি গেয়েছেন, তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান মিজান।♥♥

 2 years ago 

গানের মাধ্যমে ও জ্ঞানের আলো ছড়াচ্ছে।
অনেক সুন্দর লেখেছিলেন । ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

জ্ঞানচর্চা তো বই, গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক সব কিছুর মধ্য দিয়ে জ্ঞান চর্চা করা যায়। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
♥♥

 2 years ago (edited)

গানের কথা গুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায়। বেশ অসাধারণ শুনে মুগ্ধ হয়ে গেলাম। জ্ঞানের প্রতীক, জ্ঞানের ভান্ডার , বই হোক সবার সুখ সাথী গানটি বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তোমার লেখা গানটি অনেক চমৎকার হয়েছে আম্মু। বিশেষ করে প্রতিটি কথায় চমৎকার ছিল।

 2 years ago 

উৎসাহ এবং প্রেরণা দেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।♥♥