বই রিভিউ ( দ্য দা ভিঞ্চি কোড - ড্যান ব্রাউন )।।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বইয়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
------ | ------ |
---|---|
বইয়ের নাম | দ্য দা ভিঞ্চি কোড |
লেখক | ড্যান ব্রাউন |
অনুবাদ | মোহাম্মদ নাজিম উদ্দিন |
প্রকাশনী | বাতিঘর |
প্রচ্ছদ | ডিলান |
মূল্য | ৫৮০ টাকা |
দুই হাজার বছরের একটা সত্যকে চিরতরে গোপন করতে ফ্রান্সে একই দিনে হত্যা করা হয় চারজনকে। এরমধ্যে একজন ছিল ফ্রান্সের লুভর মিউজিয়ামের কিউরেটর জ্যাক সনিয়ে। এই খুনের সাথে জড়িয়ে যায় আমেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসার রবার্ট ল্যাংডন। উনি বিখ্যাত একটি সিম্বলজিস্ট ছিলেন। ফ্রান্সের স্পেশাল গোয়েন্দা অফিসার বেজু ফোশে রবার্ট ল্যাংডনকে জ্যাক সনিয়ের খুনের অপরাধে গ্রেপ্তার করে। কারণ মৃত্যুর আগে জ্যাক সনিয়ে তার দেহের পাশে লিখে যায় একটা ম্যাসেজ। কিন্তু ঘটনাচক্রে এই তদন্তে জড়িয়ে যায় সোফি নেভু। সোফি নেভু হলেন জ্যাক সনিয়ে এর নাতনি। তবে বিগত দশ বছর তার দাদুর সাথে সোফি কোন যোগাযোগ রাখেনি। কিন্তু মৃত্যুর পূর্বে তার দাদুর দেওয়া একটা ম্যাসেজ থেকে সে বুঝতে পারে রবার্ট ল্যাংডন এর সাহায্য তার লাগবে।
সোফি ছিল ফ্রান্সের গোয়েন্দা বিভাগের ক্রিপ্টোগ্রাফার। কৌশলে সে রবার্ট ল্যাংডনকে নিয়ে পালিয়ে যায়। এবং একটা কি স্টোন এর খোঁজ করতে থাকে। প্রায়োরি অব সাইওন এর কি স্টোন। এই কি স্টোন টাই খুঁজছে আরেক খ্রিষ্টান সংগঠন ওপাশ দেই। প্রায়োরি অব সাইওন একটা গুপ্ত সংগঠন। যেটা গঠিত হয় ১০৯৯ সালের দিকে। এরা যিশু খ্রিষ্টের কিছু গোপন তথ্য এবং একটা জিনিস সংরক্ষণ করে আসছে যেটার নাম হলি গ্রেইল। এবং এটাই ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে ওপাশ দেই। কারণ এই হলি গ্রেইল সম্মুখে আসলে খ্রিষ্টান ধর্মের মূল ভিত্তি টাই নড়ে যাবে। প্রায়োরি অব সাইওন এই সংগঠনের সদস্য ছিল লিওনার্দো দ্যা ভিঞ্চি, অ্যাইজ্যাক নিউটন, ভিক্টর হুগোর মতো বিশ্ববিখ্যাত সব ব্যক্তিত্ব।
এবং যারা প্রায়োরা অব সাইওন এর প্রধান হতো তাদের কে বলা হতো গ্রান্ডমাস্টার। শুধুমাত্র একই সময়ে একজন গ্রান্ডমাস্টার এবং তিনজন সেনেশ্য জানত এই কি স্টোন এর ব্যাপারে।
জ্যাক সনিয়ে ছিল বতর্মান সময়ের প্রায়োরি অব সাইওন এর গ্রান্ড মাস্টার। সে যখন জানতে পারে তাকে সহ বাকি তিনজন সেনেশ্য কেউ হত্যা করা হয়েছে। সে কৌশলে কি স্টোন টা খুজে পাওয়ার ম্যাসেজ দিয়ে যায় তার নাতনির উদ্দেশ্যে এবং বলে রবার্ট ল্যাংডর এর সাহায্য নাও। পরবর্তীতে সোফি এবং নেভু কি স্টোন টা খুজে বের করে। এবং তারা খোঁজা শুরু করে সেই হলি গ্রেইল। কী সেই হলি গ্রেইল। কী এমন সত্য লুকানো আছে সেই হলি গ্রেইলের মধ্যে। কেনই বা ওপাশ দেই খুন করল প্রায়োরি অব সাইওন এর প্রধান চার সদস্যকে। কী সেই সত্য যেটা কখনোই প্রকাশ্যে আসতে দিতে চাই না ওপাশ দেই। এই কাহিনিই লিখেছেন ড্যান ব্রাউন। পুরোটা জানতে হলে আপনাদের কে বইটা পড়তে হবে। আমি স্পয়লার দিলাম না।
ব্যক্তিগত মতামত
দ্য দা ভিঞ্চি কোড পৃথিবী বিখ্যাত একটা থ্রীলার বই। এই বইটার ১১৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে যেটা কীনা একটা বেস্ট সেলার বই। ড্যান ব্রাউন এখানে যে ঘটনা বলেছেন এটা যতটা ফিকশন ততটাই বাস্তব। সত্যি বলতে বইটা পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। যেটা সম্পর্কে আগে আমার ধারণাই ছিল না। বিশেষ করে লিওনার্দো দ্যা ভিঞ্চির চিএকর্মের মধ্যে লুকিয়ে থাকা কিছু ম্যাসেজ। অনেক বিখ্যাত ব্যক্তির মতে থ্রীলার এর চেয়ে ভালো হতে পারে না। এই বইয়ে ফিকশন এর মাধ্যমে খ্রিষ্টান ধর্মের একটা বিষয় তুলে ধরা হয়েছে যেটা অনেক রহস্যময়। আপনারা যারা ঐতিহাসিক থ্রীলার পছন্দ করেন তারা বইটা পড়তে পারেন।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1923665001782575242?t=Yr76d7dRDZruZQOKkFamFA&s=19
https://x.com/Emon423/status/1923665391676719389?t=dC3PER9305RFSjOrmM8JtA&s=19
https://x.com/Emon423/status/1923665672812495037?t=WLhXeX5Y9wn_udFK903SgA&s=19
https://x.com/Emon423/status/1923665871924494827?t=HAblVw_zi5csqNGIh8K-wg&s=19
https://x.com/Emon423/status/1923666143014944868?t=BNsbtlP6hNb7nhXDfkQepw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.