|| আজকে টিনটিনদের বাড়িতে শিক্ষক দিবস উদযাপন ||

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,আজকে শিক্ষক দিবসে কাটানো কিছু মুহূর্ত নিয়ে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।


InShot_20230905_223631457.jpg


প্রতিবছর ৫ই সেপ্টেম্বর, শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণকে সম্মান জানানোর জন্যই এই শিক্ষক দিবস পালন করা হয়। সারা বিশ্বে ৫ই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হলেও, ভারতবর্ষে কিন্তু ৫ই সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ এই দিনেই ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার এই জন্ম দিবসকে স্মরণ করেই প্রতিবছর স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে সকল শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানিয়ে দিনটি আনন্দের সহিত উদযাপন করা হয়।


InShot_20230905_223809100.jpg


ছাত্র-ছাত্রী আর শিক্ষক-শিক্ষিকার সম্পর্ক বড়ই মধুর। তাই প্রতিবছর একটি দিন তো অবশ্যই রাখা উচিত ছাত্র-ছাত্রী আর শিক্ষক-শিক্ষিকার জন্য। ছাত্র-ছাত্রীরা যেমন শিক্ষক-শিক্ষিকাকে ভয় পায়, তেমন তাদের সম্মানও করে। আবার শিক্ষক- শিক্ষিকারাও ঠিক তেমনি, পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীদের একটু আধটু বকাবকি করলেও তারা কিন্তু তাদের খুব ভালোবাসে। সেই জন্যই আজকের এই দিনটি।


InShot_20230905_223556902.jpg


গত বছরের ন্যায় এই বছরও আমার সবচেয়ে ক্ষুদে আর প্রিয় স্টুডেন্ট টিনটিনদের বাড়ি থেকে শিক্ষক দিবস পালন করা হলো। আজকের এই উদযাপনের জন্য আমি তো খুব খুশি হয়েছি আর আমার ক্ষুদে স্টুডেন্টও খুব খুশি হয়েছে। সে তো কেক দেখেই সেটা কাটার জন্য উৎসাহী হয়ে উঠেছিল। তারপর পড়ার শেষে, বৌদি সেটাকে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে দেওয়ার পর আমি আর টিনটিন খুব খুশির ছবি সেটাকে কেটে ফেললাম।


1000150008.jpg


আর কেক কাটার সময় আমার ছোট্ট স্টুডেন্টের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তটাকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য, নিলয় দাদাকে আমাদের কয়েকটি ফটোগ্রাফি করে দিতে বলেছিলাম। আর আমাদের সকলের প্রিয় বৌদিও কয়েকটি ফটোগ্রাফি করে দিয়েছিল। আর প্রিয় দাদাও সেখানে উপস্থিত ছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছি।


1000149996.jpg


কেক কাটার পর বৌদি আমার আর টিনটিনের এই সুন্দর ফটোটি তুলে দিয়েছিল। টিনটিন বাবু তো কেক খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে , তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কেকটি কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি ছিল।


IMG_20230905_232326.jpg


কেক কাটার সাথে সাথে, এটিও হল আমার ক্ষুদে স্টুডেন্ট টিনটিনের কাছ থেকে পাওয়া শিক্ষক দিবসের উপহার। ছোট্ট টিনটিন অনেক বড় হোক, আর সব সময় খুব ভালো থাকুক এই কামনা করি।


ডিভাইসrealme 8i

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Sort:  
 2 years ago 

বাহ্ মুহূর্তগুলো দেখে ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলেন তাহলে। ভারতবর্ষে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় এটা জেনে ভালো লাগলো। টিনটিনদের বাড়িতে তাহলে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে টিনটিনের সাথে। আপনাদের সম্পর্কটা যেন এরকমটাই থাকে এই প্রত্যাশা করি সব সময়। আর টিনটিনের জন্য দোয়া করি যেন সে অনেক বড় হতে পারে।

 2 years ago 

হ্যাঁ আপু , অনেক ভালো একটি মুহূর্ত কাটিয়েছিলাম গতকাল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে টিনটিনদের বাড়িতে শিক্ষক দিবস উদযাপন করার মুহূর্তটা বেশ ভালো উপভোগ করেছি দিদি। টিনটিনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়েছে যা বুঝতে পারছি। কেক কেটে অনেক মজা করেছিলেন আপনারা। নিলয় দাদা এবং বৌদি তাহলে ছবি তুলে দিয়েছিল। এ বিষয়টা অনেক ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাই ,টিনটিনের সাথে আমার সম্পর্কটা প্রথম থেকেই বেশ ভালো। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

টিনটিনদের বাড়িতে শিক্ষক দিবস উদযাপন করেছেন দেখে ভীষণ ভালো লাগলো দিদি। টিনটিন বাবু তো দেখছি কেক খাওয়া নিয়ে ব্যস্ত মনে হচ্ছে। আপনার উপহার খুব সুন্দর হয়েছে। এধরনের চমৎকার মহূর্ত উপভোগ করতে ভীষণ ভালো লাগে। সকল শিক্ষক-শিক্ষিকাদের জন্য অনেক অনেক দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই , টিনটিন বাবু কেক খাওয়ার জন্য বেশ ব্যস্ত হয়ে পড়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে টিনটিন বাবুদের বাসায় শিক্ষক দিবস উদযাপন এর সুন্দর মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো আপু। টিনটিন বাবু তো দেখছি কেক খাওয়া নিয়ে অনেক ব্যস্ত। ভারতবর্ষ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।