জীবনে প্রতিটা ধাপেই রয়েছে শিক্ষা

in আমার বাংলা ব্লগ3 days ago
জীবনে প্রতিটা ধাপেই রয়েছে শিক্ষা

remote-6871601_1920.png

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের সাথে কিছু মোটিভেশনাল বিষয় নিয়ে কথা বলব। মোটিভেশন আমাদের জীবনে অনেকটা চার্জের মত কাজ করে এবং এই চার্জ যখন বেশি থাকে তখন আমরা কাজের প্রতি আমরা বেশি আগ্রহ প্রকাশ করি এছাড়াও আমাদের মনোশক্তি বৃদ্ধি পায়।

আমরা অনেকেই মনে করি শুধুমাত্র হয়তো স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শেখানো বিষয়বস্তুতি আমাদের জন্য একমাত্র শেখার বস্তু। তবে এই ধারণাটা একেবারেই ভুল। আবার কেউ কেউ মনে করে একটি বয়সের পরে গিয়ে বই-পুস্তক পড়া সেটা বড়ই বেমানান দেখায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই শেখার কোন বয়স নেই এবং এই শেখার যে বিষয়টা সেটা প্রত্যেকটা বয়সে মানুষদের মধ্যেই থাকতে হবে, যদি সে ভালো কিছু করতে চাই জীবনে।

কারো সাথে ভালো ব্যবহার করা, কিভাবে আচার-আচরণ করা, কিভাবে কোথাও গেলে সমস্ত ভদ্রতা মেইনটেইন করতে হয়। এই এর মধ্যেও কিন্তু অনেক বড় শিক্ষা রয়েছে। আপনি কোন একটি উপন্যাস পড়ছেন সেই উপন্যাসে কি বোঝানো হচ্ছে সেই বিষয়টা যদি আপনি সঠিকভাবে বুঝে নিজের জীবনে কাজে লাগাতে পারেন সেটাই হবে আপনার সেই উপন্যাস পড়ার সফলতা। জীবনের প্রতিটা অধ্যায় রয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি। কিন্তু সবকিছুকে অতিক্রম করে আমাদের এই জীবন নির্বাহ করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু ভুল সিদ্ধান্ত আমাদের জীবন একেবারে তছনছ করে দেয়। আবার কিছু কিছু সিদ্ধান্ত আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে, শুধুমাত্র সিদ্ধান্ত নিতে হয় আমাদের।

teach-1968076_1920.jpg

Source

আমাদের সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে কি না মন্দ হবে এই বিষয়টা আমরা ততক্ষণাত বুঝতে পারিনা। তবে আমি ব্যক্তিগতভাবেই মনে করি সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা অবশ্যই ভালোভাবে কয়েকবার বিবেচনা করা উচিত। এরপরেও যদি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে সেটা হয়তো আপনার কোন কমতির ফলাফল কিংবা আপনার জীবনে এমন কিছু নেই যেটা আপনার প্রয়োজন।

আমরা এখন এমন একটি সমাজে বসবাস করি যারা একে অপরকে সব সময় প্রতিদ্বন্দ্বী ভাবি। কিন্তু কখনো আমরা একে অপরের সহযোগী ভেবে কাজ করি না। যদি এমনটাই হতো তাহলে আমার কলিগের কোন কাজটি সবথেকে ভালো তার কাছ থেকে আমরা সেটা শিক্ষা গ্রহণ করতে পারি। কিংবা আর কোন ভালো কাজ করতে গেলে কোন কোন বিষয় জানা দরকার। এসব বিষয়গুলো থেকে আমরা এখনো অনেকটা পিছিয়ে রয়েছি।

জ্ঞান হওয়ার পর থেকে আপনি যাই কিছু করেছেন না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু লুকায়িত শিক্ষা রয়েছে, কিন্তু সেই বিষয়টা আমরা বুঝে উঠতে পারি না। কিন্তু যে মানুষেরা প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের অভিজ্ঞতা অর্জন করে এবং সেটা বাস্তবে প্রয়োগ করে যে তার থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জীবনে প্রতিটা ধাপেই রয়েছে শিক্ষা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟