সিজন-৫ "১০ স্টিম পাওয়ার আপ"⚡

in আমার বাংলা ব্লগ13 hours ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহে মতো আমার শক্তি বৃদ্ধি করতে আবারও আজকে পাওয়ার আপ সিজন-৫ এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করলাম। স্টিমেট প্লাটফর্ম শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা খুবি গুরুত্বপূর্ণ।তাই আমি শক্তি বৃদ্ধি জন্য আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি পাওয়ার আপ এর মাধ্যমে স্বপ্নের ৩X ডলফিন হবো ইনশাআল্লাহ। তাই আজকে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করতে পেরে আনন্দিত।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নে ৩X ডলফিন হতে পারি।৩X ডলফিন জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমি যে ভাবে পাওয়ার আপ পোস্ট করেছি তা ধাপে ধাপে শেয়ার করলাম।


1000026714.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৫ তে আমার টার্গেট হলো ৩x ডলফিন হবো।সেই লক্ষ্য নিয়ে আমি পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ।


1000088326.jpg

  • পাওয়ার আপ করতে প্রথমে আমি আমার ওয়ালেটে গেলাম।তারপর পাওয়ার আপ অপশনে চাপ দিলাম ।

1000088327.jpg

  • আমি ১০ SP পাওয়ার আপ করব, তাই ১০ সংখ্যা এমাউন্টে লিখে দিলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করে দিলাম।

1000088328.jpg

  • তারপরে আমার প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে,পাওয়ার আপ সম্পন্ন করলাম।


পাওয়ার আপ এর পরিমাণ

পূর্বে এসপি ছিল১২,৬১৪.২৯৩স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১২,৬২৪.২৯৩স্টিম


প্রতি সপ্তাহে মতো আজকে ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম। নিজেকে শক্তিশালী করতে পাওয়ার আপ নিয়মিত ভাবে করে যাচ্ছি। তাই আজকে শক্তি বৃদ্ধি জন্য ১০ স্টিম পাওয়ার আপ করলাম । পাওয়ার আপ এর মাধ্যমে স্টিমেট প্লাটফর্ম নিজেকে টিকিয়ে রাখা সম্ভব। এভাবেই আমার শক্তি বৃদ্ধি করতে নিয়মিত পাওয়ার আপ করে যাবো ইনশাআল্লাহ। পাওয়ার আপ এর মাধ্যমে আমি ৩x ডলফিন এর সপ্ন পূরণ করতে চেষ্টা করে যাচ্ছি । সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন এভাবেই আমার শক্তি বৃদ্ধি করে একদিন আমি ৩x ডলফিন হতে পারি।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemX

Sort:  
 13 hours ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 hours ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে আজ আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। অল্প পরিমাণে পাওয়ার আপ করার মাধ্যমে লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 hours ago 

এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য, এমনকি লক্ষ্য পূরণ করার জন্য, পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনি আপনার স্টিম পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে। সব সময় পাওয়ার আপ করে এভাবে এগিয়ে যান।

 1 hour ago 

স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে হলে পাওয়ার আপের কোনো বিকল্প নেই। আপনি টার্গেট ডিসেম্বরে পাওয়ার আপ করার টার্গেট নিয়েছেন। সেই লক্ষ্যে একটু একটু করে পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।