10+ steem পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে সিজন ৪ এ নিজের পাওয়ার আপের সপ্তাহ শুরু করলাম। আর দেখতে দেখতে আমি আমার তৃতীয় টার্গেট তৃতীয় ডলফিন হয়েছি। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। এরজন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই এবারে আবারো চতুর্থ ডলফিন হওয়ার টার্গেট নিয়ে শুরু করলাম। আশা করি খুব তাড়াতাড়ি চতুর্থ ডলফিনে পদার্পণ করবো। আজকে আমি 10+ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।এটা আমার জন্য অনেক আনন্দের।

IMG_20250110_181251.jpg

আজকে আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই সব সময়ের মতো আজকেও আমি পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে শক্তি বৃদ্ধি করা। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ও ততবেশি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 10+ স্ট্রিম পাওয়ার আপ করেছি।

IMG_20250829_095302.jpg

ধাপ -২

এখানে আমি 10+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

IMG_20250829_095326.jpg

ধাপ শেষ -৩

IMG_20250829_095355.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপের স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। । আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার দ্বিতীয় ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । তৃতীয় ডলফিন হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে নিজের খুব আনন্দ হচ্ছে। এখন আমার পরবর্তী টার্গেট হলো চতুর্থ ডলফিন হওয়া। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে চতুর্থ ডলফিন হয়ে যাব।

সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। যাতে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারি। এটা বলে আমি শেষ করলাম।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Posted using SteemPro

Sort:  
 6 days ago 

এভাবে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করলে আপনি আপনার লক্ষ্যে খুব সুন্দর ভাবে পৌঁছে যাবেন। আমার অনেক ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখে। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ এর বিকল্প নেই। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল।

 6 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনি তো পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে, যখন কেউ পাওয়ার বৃদ্ধি করে। দীর্ঘ সময় কাজ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আপনি এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 6 days ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 6 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা।যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি।

 6 days ago 

পাওয়ার আপ করা মানেই নিজের একাউন্ট শক্তিশালি করা। ধারাবাহিক পাওয়ার আপ করার মাধ্যমেই একাউন্ট শক্তিশালি করা সম্ভব। ধারাবাহিক পাওয়ার আপ করার মাধ্যমেই আপনি আপনার লক্ষ্যপূওরন করতে পারবে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 6 days ago 

পাওয়ার আপ মানেই শক্তি অর্জন।নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়া ।আপনি আপনার একাউন্ট কে অনেকটা এগিয়ে নিলেন পাওয়ার আপের মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টায়,ধন্যবাদ।

 5 days ago 

Screenshot_2025-08-30-18-11-22-908_com.twitter.android.jpg