কথা বলাও একধরনের দক্ষতা
23-04-2025
১০ বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি সুস্থ্য না থাকলে কোনো কিছুই করতে পারবেন না। তো আজকে কথা নিয়ে কিছু "কথা" বলার চেষ্টা করবো। কথা এমন এক জিনিস যেটার মাধ্যমে খুব সহজেই একজন মানুষের সম্পর্কে জানা যায়। কথা কেউ পজিটিভ উপায়ে ইউজ করতে পারে আবার নেগেটিভ ওয়েতেও ইউজ করতে পারে। তবে কখন কোন কথা বলতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। আপনি যদি হাসপাতালে গিয়ে মোটিভেশন দেন তাহলে কি হলো? আপনাকে সিউর মানুষ পাগল বলবে। কারণ যেখানে মোটিভেশন দেয়ার কথা ছিল সেখানে না দিয়ে ভুল জায়গায় আপনি মোটিভেশন দিচ্ছেন।
কথা বলাও কিন্তু এক ধরনের যোগ্যতা। সবাই কিন্তু কথা বলতে পারে না। এই যে ধরেন, আপনাকে একটা প্রেজেন্টেশন দিল। সেখানে আপনাকে প্রেজেন্ট করতে হবে নিজ সম্পর্কে। আপনার সামনে অনেক মানুষ বসে আছে। আপনি তখন প্রেজেন্টেশন দিতে পারবেন মনোবলভাবে? অবশ্যই পারবেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ও কথা বলার ধরণ সুন্দর হয়। আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা লজ্জা অনুভব করি। লজ্জার কারণে আমরা কিছু বলতে পারি না সবার সামনে। মনে হয় যদি কিছু হয়ে যায়, যদি ভুল করে বসি! এই যে আপনার মাঝে কনফিডেন্স এর অভাব সেটা হবেই। আমারও হতো, তবে এখন আগের থেকে কম। আগে একটা সময় সবার সামনে কথা বলতে লজ্জা অনুভব করতাম। হাত পা তো রীতিমতো কাপাকাপি শুরু করে দিতো।
তো এই যে কাপাঁকাপিঁ এটা কিন্তু একদিনে যাবে না! এই কাপাঁকাপিঁ দূর করতে হলে আপনাকে সবার সামনে কথা বলার প্র্যাকটিস করতে হবে। তবে প্র্যাকটিস টা তো আর ফর্মাল জায়গায় করবেন। ধরুন, আপনি একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সে প্রতিষ্ঠানে এমন একটি সংগঠন আছে যেখানে আপনি সহজেই নিজেকে উপস্থাপন করতে পারছেন। প্রতিদিন আপনার একটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। এই প্র্যাকটিসটা কিন্তু আপনার লাইফে দারুণভাবে কাজে লাগবে। সবার সামনে কথা বলার যে দক্ষতা সেটা আপনি পেরে যাবেন। সম্প্রতি ওয়ার্ল্ড সামিট প্রোগ্রামে মনে হয় আশিক চৌধুরী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন। তার প্রেজেন্টেশন স্কিল তো পুরাই অবাক হয়ে গিয়েছিল সবাই! কতে চমৎকারভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ফেললো বড় বড় বিনিয়োগকারী কোম্পানির সামনে!
এমন প্রেজেন্টেশন স্কিল কি সবার থাকে? মোটেও না, সেটা অর্জন করতে হয়। একদিনে সেটা সম্ভব নয়। প্রতিনিয়ত জ্ঞানচর্চার মাধ্যমে স্কিলটা ডেভেলপ করা সম্ভব! এজন্য আমাদের কথা বলার দক্ষতা অর্জন করা জরুরি! আপনি কথা বলতে না পারেন কেউই আপনাকে শুনবে না! কোনো প্রতিষ্ঠান আপনাকে কখনো রাখবে না। কথার মাধ্যমেই সবকিছু সম্ভব! বড় বড় কোম্পানিগুলাকে বিনিয়োগ করতে আগ্রহী গড়ে তোলা সম্ভব! আর সবার সামনে কথা বলার যে দক্ষতা আমার মনে হয় সবার থাকা উচিত!
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.