মজাদার কিছু মিষ্টির ফটোগ্রাফি
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
এখানে দুই ধরনের মিষ্টির ছবি রয়েছে দেখতেই পাচ্ছেন । মিষ্টিগুলো দেখতে কতটা ইয়েমি লাগছে কালো কালারের মিষ্টি গুলো খেতে খুব মজা । ভেতরে ক্রিম জাতীয় সাদা সাদা চকলেট থাকে সেটা খেতে খুবই ভালো লাগে । মাঝে মাঝে এই মিষ্টিগুলো খাওয়া হয় তবে খুব একটা খাওয়া হয় না। এখানে কিছু লাড্ডুর ছবি রয়েছে । লাড্ডু গুলো খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করে। আর নিচে দেখতে পাচ্ছেন লাল চমচম আমাদের ফরিদপুরেরটা খেতে অনেক মজা । এখান থেকে কিছু কিনে নিয়ে এসেছিলাম কিছু খেয়েও ছিলেন এবং বাকিটা ফ্রিজেই রয়ে গিয়েছে থাকতে থাকতে পরে ফেলে দিতে হয়েছে। চমচমের নিচে আরো একটি মিষ্টি রয়েছে সাদা এবং ভিতরে ক্রিমের মত ছানার একটা প্রলেপ দেওয়া খেতে খুবই মজা ।
এখানে পাতা চমচম রয়েছে । এই চমচম গুলো খেতে একটু অন্যরকম লাগে ভালোই লাগে খেতে । পাতা চমচম নামটা এবার আমি প্রথম দেখলাম এবং খেতে কিন্তু ভালোই আর নিচে বরফি সন্দেশ ও গোলাপজামের ছবি শেয়ার করেছি এটাও খেতে ভালো লাগে। গোলাপ জামটা আমার অনেক পছন্দ মাঝে মাঝে খাওয়া হয়ে থাকে।
এখানে মাওয়া গোল্লা সাদা চমচম ও সাথে আরও বেশ কয়েক ধরনের মিষ্টি ছবি দেখতে পাচ্ছেন । এই মিষ্টিগুলোর নাম আমার কাছে একটু আনকমন লেগেছে মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালোলাগে। আর এই দোকানে ওরা ভালো মিষ্টি বিক্রি করে একেবারে খাঁটি দুধ দিয়ে মিষ্টি তৈরি করে এবং এখানে খাঁটি দুধের অনেক মজাদার ঘি পাওয়া যায় যেটা খেতেও ভালো লাগে । আমরা সব সময় এখান থেকেই মিষ্টি কিনে ইদানিং ভালই লাগে খেতে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
|আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।|
|--|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর কিছু মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। মিষ্টি আমি বেশ পছন্দ করি। বিশেষ করে এই পাতা চঞ্চল এবং সাদা চমচম গুলো আমার অনেক পছন্দের। প্রথম ফটোগ্রাফির মিষ্টি গুলো সত্যি লোভনীয় লাগছে দেখতে। চকলেট কালারের ভীত সাদা ক্রিম টা খুব সুন্দর দেখাচ্ছে। মজার কিছু মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু আপনার পোস্টটি দেখে চোখে পানি এসে গেলো।বেশ কিছু সময় কাঁদলাম।আব্বু মারা যাওয়ার আগে লাল মোহন মিষ্টি খেতে চেয়েছিলেন।আমি মিষ্টি নিয়ে আব্বুকে খেতে দিয়েছিলাম।সেই স্মৃতি মনে পরে গেলো।স্মৃতিরা এতো কষ্ট কেন দেয়, বলতে পারেন আপু?
মজাদার কিছু মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে তো জিভে জল চলে এলো আপু।আমি যদিও মিষ্টি খাবার পছন্দ করি না, তবে আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে লোভ হচ্ছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দারুন হয়েছে। ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি তো আজকে দেখছি একদম মিষ্টির দোকান নিয়ে হাজির হয়ে গিয়েছেন। এত এত মিষ্টি শেয়ার করেছেন যে দেখেই লোভ লাগছে। যদিও রসমালাই, ক্ষীরমোহন আর রসগোল্লা ছাড়া আমি অন্যান্য মিষ্টি গুলো তেমন খেতে পারি না। তবে আপনার এত সুন্দর মিষ্টি গুলো দেখে ইচ্ছে করছে এখান থেকে একটু খেয়ে দেখি কেমন লাগে। বাসার নিচে যেহেতু মিষ্টির দোকান হয়েছে তাহলে যে কোন সময় ইচ্ছে হলে কিনে খেয়ে নিতে পারবেন।
মিষ্টি খেতে সবাই ভালোবাসে৷ আর যদি আমার কথা বলি তাহলে আমি একটু বেশি ভালোবাসি৷ কারন মিষ্টি আমার অনেক পছন্দ ছোটবেলা থেকেই৷ আমি মাঝেমধ্যেই যেকোন মিষ্টি খেয়ে থাকি৷ সেগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে৷ আর আজকে আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালোই লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷
আপু আপনার মত আর আপনার ছেলের মত কালো জাম মিষ্টি আমার ও খুব প্রিয়। আর সব জায়গাতে কিছু কিছু মিষ্টি আছে খুব বিখ্যাত। আজকে আপনি মজাদার কিছু মিষ্টির ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টির ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মিষ্টিজাতীয় খাবার আমি একটু কম খাই। কিন্তু আপনার মিষ্টির ফটোগ্রাফি গুলো দেখে অসাধারণ লাগছে। চমৎকার ছিল মিষ্টির ফটোগ্রাফি গুলো আপু। সবমিলিয়ে চমৎকার করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।