"সার্জারি ড্রেসিং"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ-১১ ই ডিসেম্বর, রবিবার,২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আছি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। অবশ্য আজকে দুপুরে একটি পোস্ট করেছিলাম আবার এখন আরেকটি পোস্ট করবো। কারণ হলো এই সপ্তাহে একটি পাড়া পোস্ট করেছিলাম তাই ভাবলাম যে, আরও একটি পোস্ট শেয়ার করি। প্রায় সপ্তাহ খানেক হলেও আমার আঙ্গুলের সমস্যার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশন করেছিলাম। এই অপারেশনটা করানোর পর এখন মোটামুটি ভালোই আছি। মানুষের জীবনে রোগ ব্যাধি লেগে থাকবে এটাই স্বাভাবিক তারপরেও আমাদেরকে এসব সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়েই তো মানুষের জীবন। অপারেশন করানোর পর ডাক্তার সাহেব প্রতিদিন সার্জারি ড্রেসিং করতে বলেছিলো।
কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের মোহাম্মদপুরের বাসা থেকে অনেক দূরে তাই সেখানে প্রতিদিন গিয়ে ড্রেসিং করাটা বেশ ঝামেলা। তাই আমি অপারেশনটা করি আসার পরে এই রাতের দিকে আমার নার্স মাসিমনির কাছে ফোন দিলাম। আমার মাসিমনির কাছে বললাম যে, মোহাম্মদপুর থেকে তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অনেক দূরে ডাক্তার সাহেবদের ড্রেসিং করাতে বলেছে প্রতিদিন এখন কি করতে পারি!
মাসিমনি আমাকে বলল যে, আশেপাশের কোথাও গিয়ে যদি ড্রেসিং করাতে পারো সেটা ভালো আর যদি মনে কর যে, তুমি নিজেই পারবা তাহলে নিজেই ড্রেসিং করো প্রতিদিন সমস্যা নেই। তখন আমি মাসীমণিকে বললাম যে তাহলে মাসীমণি আমি অন্য কোথাও যাওয়ার থেকে ড্রেসিং করার প্রয়োজনীয় জিনিসপত্র নিজেই কিনে এনে প্রতিদিন ড্রেসিং করবো। তখন মাসিমনি বললো যে, আচ্ছা ঠিক আছে তাই করো।
অপারেশন করার পরের দিনে আমি আর আমার বন্ধু রাহুল বাইরে গিয়ে ড্রেসিং করার জন্য, গজ কাপড়, ভায়োডিন ঔষধ, ইনজুরি টেপ, তুলা এসব কিনে নিয়ে নিয়ে আসি। আর কাঁচিটা বাসায় আগে থেকেই ছিলো। আমার কাছে মনে হয় অন্য মানুষের দিয়ে ড্রেসিং করানো থেকে নিজের ড্রেসিং যদি করতে পারা যায় তাহলে অনেক শান্তির। কারণ বাইরে থেকে ড্রেসিং করানোর সময় প্রচুর পরিমাণে ব্যথা সহ্য করতে হয়।
আর বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে তো ড্রেসিং করাতে গেলে কোন সময়ই নেয় না। যতো দ্রুত জোর জবরদস্তি করে ড্রেসিং করানো যায়। কারণ ব্যথা লাগলে তো তাদের লাগবে না ব্যথাটা আমাদের মতো রোগীর লাগবে। কিন্তু তারাও যদি একটু সময় নিয়ে করে তাহলে ড্রেসিং করতে খুব একটা ব্যাথা লাগে না। আসলে তাদেরও দোষ দিয়ে আর কিছু নাই কারণ সব সময় রোগী সরকারি হাসপাতালগুলোতে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে।
আমার আঙ্গুলের সার্জারি ড্রেসিং করানোর জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে আনার পরে নিজে নিজেই প্রতিদিন আঙ্গুলের সার্জারি ড্রেসিং করি। আসলে সার্জারি ড্রেসিং করার অভ্যাস আগে থেকে আমার রয়েছে আমি এর আগে বেশ কয়েকবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন ও নিজে নিজেই সার্জারি ড্রেসিং করতাম। আমি প্রতিদিন আমার আঙ্গুলের সার্জারি ড্রেসিং করার সময় অনেকটা সময় নিয়ে ড্রেসিং করি। কারণ যতো সময় নিয়ে ড্রেসিং করবো ততো ব্যথা কম পাই।
প্রতিদিন গজ কাপড় ও ইনজুরি টেপ চেঞ্জ করে আবার নতুন করে লাগায়। বিশেষ করে কাটা অংশের সাথে যেটুকু গজ কাপড় ইনজুরি টেপ লেগে থাকে সেইটুকু তুলতে অনেক বেশি কষ্ট হয়। তবে ভালোদিন ঔষধ দিয়ে অনেক সময় অপেক্ষা করলে নরম হয়ে গেলে তখন আর খুব একটা ব্যথা লাগে না। কিন্তু অন্য কোথাও সার্জারি ড্রেসিং করতে গেলে এত সময় দিয়ে কাটা জায়গাটি নরম হওয়ার কোন সুযোগই দেবে না। ভায়োডিন ঔষধ দেয়ার পরে নরম হওয়ার আগেই টান মেরে তুলে ফেলে আর তখনই ব্যথা লাগে। আমি নিজে নিজেই বেশ যত্ন সহকারে আঙুলের সার্জারি ড্রেসিং করতেছি। যতো তাড়াতাড়ি এই আঙুলের অপারেশনের ঘা শুকাবে আমার জন্য ততই মঙ্গল।
ডাক্তার সাহেব এক সপ্তাহের ঔষধ দিয়েছে আর প্রতিদিন আঙুলের সার্জারি ড্রেসিং করতে বলেছিলো এখন প্রায় এক সপ্তাহ হয়ে আসলো দু একদিনের ভিতর আবার ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ডাক্তারের কাছে যেতে হবে।
পোস্টের ছবির বিবরন
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
---|---|
ক্যামেরা | ১০৮ মেগাপিক্সেল |
তারিখ | ১১ ই ডিসেম্বর ২০২৩ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


সরকারি হাসপাতালের ডাক্তারদের কি দোষ বলেন।
যে পরিমাণ ডাক্তার তার থেকে রোগীর সংখ্যা অনেক বেশি। তারা ভীষণ তাড়াহুড়া করে রোগীদের চিকিৎসা করে থাকে। যাই হোক আপনার নিজে ড্রেসিং করার সিদ্ধান্তটা সত্যিই ভালো হয়েছে। আশা করি আরো কয়েকদিন এভাবে ড্রেসিং করলে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন।
হ্যাঁ ভাই সরকারি হাসপাতালে ডাক্তারগুলোর দোষ দিয়ে কোন লাভ হবে না। কারণ তাদের যে, রোগী দেখার কথা তার থেকে ৫ গুণ বেশি রোগী থাকে প্রতিদিন। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আসলে নিজের কাজে নিজে করতে পারলে সেটাই অনেক বড় ভালো একটা কাজ। তাছাড়া আপনি অনেক শক্ত মানুষ। এতটা কষ্ট সহ্য করে অনেকদিন যাবত নিজেকে নিয়ন্ত্রণের রেখেছিলেন। অবশেষে অপারেশনের মাধ্যমে রক্ষা পেয়েছেন। আবার নিজেই ড্রেসিং করে আমাদের সাথে শেয়ার করলেন। তাছাড়া আপনার রাহুল মামা খুবই সুন্দর ড্রেসিং করতে পারে । এর আগে বাইক এক্সিডেন্ট করে নিজেই নিজের ড্রেসিং করেছিল খুবই ভালো হয়েছিল ভালো লাগলো।
নিজের কাজ নিজে করতে পারলে তো বেশ ভালো লাগে। এর আগে আমি নিজেও ভাইকে যতবার অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমার ড্রেসিং নিজেই করেছিলাম। সুন্দর মন্তব্য করে স্বপ্নের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ঢাকা মেডিকেল কলেজ থেকে যেহেতু আঙ্গুল অপারেশন করেছেন সেহেতু আপনাকে ডাক্তারের পরামর্শ অনুসারে প্রতিদিন ড্রেসিং করাই লাগবে। প্রতিদিন ড্রেসিং করলে অপারেশনের স্থানটি দ্রুত শুকিয়ে যাবে এবং কোন রোগ সংক্রামক হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে ড্রেসিং করার সময় একটু কষ্ট হবেই তারপরও করতে হবে। আমি আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
অবশ্যই ভাই ডাক্তারের পরামর্শ মত তো চলতেই হবে তাই তো প্রতিদিন নিজে নিজেই ড্রেসিং করি। আর প্রতিদিন ড্রেসিং করলে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায় এটা ঠিক বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।
আঙ্গুলের সমস্যার কারণে অপারেশন করেছেন এবং নিজেই এখন ড্রসিং করেছে বাসায় বেশ ভালো লাগছে। আসলে নিজের কাজ নিজেকেই করা দরকার। সরকারি হাসপাতাল গুলোর বেহাল দশা আসলে ওনারাও নিরুপায় রুগির চাপে। ধন্যবাদ পোষ্ট টি শেয়ার করার জন্য।
আসলেই দিদি ওনারা নিরুপায় রোগীর অতিরিক্ত চাপে। সেজন্যই তো বাসায় নিজের ড্রেসিং নিজেই করছি। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করি।আর মোহাম্মদপুর থেকে প্রতিদিন ঢাকা মেডিকেল গিয়ে সার্জারি চেঞ্জ করার থেকে নিজে নিজে বাসায় চেঞ্জ করার ডিসিশনটা আপনি ভালই নিয়েছেন। আর যেহেতু আপনার আগে থেকেই অভ্যাস রয়েছে তাই হয়তো কোন অসুবিধে হয়নি। আসলেই বাইরে থেকে করতে গেলে ভায়োডিন দেওয়ার পরে নরম হওয়ার আগেই টান দিয়ে দেয়, এতে লাগে বেশি। তার চেয়ে বাসায় করে ভালই হয়েছে বলে আমার মনে হয়।
হ্যাঁ দিদি মোহাম্মদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দূরে হয়ে যায়। আর ড্রেসিং করার মাঝে তো অভ্যাস আছে তাই নিজেই বাসাতে নিজে করাই ভালো। হাসপাতালে ড্রেসিং করা দেখলে আসলে ভয় লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার আঙুলের সমস্যার কথা পোস্টে জেনেছিলাম।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাইয়া।অপারেশন হওয়ার পর ডাক্তার বলেছেন ড্রেসিং করতে।কিন্তু আপনার বাসা থেকে হাসপাতালে যাওয়া আসা খুব কষ্টকর।তাই নিজেই নিজেরটা করবেন বলে ঠিক করেছেন এটাই ভালো হলো।আর যেহেতু আপনি এই বিষয়টি জানেন, তাই ভালোই হলো।আশাকরি সুস্থ হয়ে যাবেন।
হ্যাঁ আপু এর আগে ডাক্তার দেখানোর পোস্ট আমি দিয়েছিলাম সেখান থেকে জানতে পেরেছিলেন। প্রতিদিন ড্রেসিং করলে আসলে বেশ ভালো হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।