সুপার ওয়্যাক এ আমার এক সপ্তাহের হাঁটাহাঁটির অনুভূতি
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
আছি আমি অন্যরকম পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের পোস্টটি একদম ভিন্ন ধরনের।বেশ কিছুদিন আগে আমার বাংলা ব্লগে একটা নতুন ধরনের অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপটি কম বেশি সবাই এখন ব্যবহার করছেন এবং অনেকেই রেল অনুভূতি ব্যক্ত করেছেন। হবে নানা ব্যস্ততায় নানান জটিলতার কারণে আমি একটি ব্যবহার করেছি কিন্তু অনুমতি ব্যক্ত করা বা প্রকাশ করা হয়নি। তাইতো আজকে সময় বের করে চলে আসলাম আপনাদের মাঝে অনুভূতি শেয়ার করার জন্য। আমার এডমিশন সময় হাটাহাটি করা একদম বন্ধ করে দিয়েছিলাম। সারাদিন বাসায় একটা দম বন্ধ কর পরিবেশে জীবন যাপন করছিলাম। শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল কারণ একদমই হাঁটাহাঁটি করি না সারাদিন বাসায়। কিন্তু আমার এখন এডমিশন সিজন শেষ।তাই হাটাহাটি করতাম কমবেশি। কিন্তু ওইভাবে নিয়মিত প্রতিদিন হাঁটাহাঁটি হত না। যাইহোক একটা সম্পর্কে যখন জানলাম প্রথম প্রথম আমি কিছুই বুঝতে পারিনি। পরে আর এক্স ভাইয়ের পোস্ট দেখে একটু বুঝতে পেরেছি।তারপর অ্যাপটা ওপেন করে নিয়মিত হাটা শুরু করলাম। ব্যাপারটা সত্যিই দারুণ এবং ভিতর থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো।

প্রথমে যখন গ্রামে ছিলাম হাটাহাটি করেছি।হাঁটাহাঁটি করতাম আর দেখতাম স্টেপ কাউন্ট হয়। টেপগুলো গুনতাম আর হাঁটতাম ব্যাপারটা বেশ মজা লাগত আমার এভাবে আমার প্রথম দিনটা চলে গেল। কিন্তু এমনও গিয়েছে হাঁটাহাঁটি করেছি কিন্তু বারোটার আগে কয়েন ক্লেইম করার কথা মনে থাকে নি। ব্যাস তাই সুপারম্যানিও কম পেয়েছি।

গ্রামে সবার সাথে মজা আনন্দ করার জন্য সুপার মানি ক্লেইম করার কথা ভুলেই যেতাম। পরে দেখতাম সময় শেষ হয়ে গেছে খুব আফসোস লাগতো। কিন্তু হাঁটাহাঁটি হতো দারুন শরীরেও অনেক উপকার হত।






এখানে আমার একেক দিনের কত স্টেপ হেঁটেছি তার প্রমান তবে বেশির ভাগ আমি ক্লেম করতে পারিনি কারন এই সময়টা আমার ছুটির সময় ছিল আত্মীয় স্বজনদের সাথে ঘোরাফেরা মজা করতেই সময় কেটে গেছে। সবকিছুর মাঝেও এই অ্যাপটা আমাকে অনেক অনেক উপকার করেছে। কারণ কয়েকদিন আগে আমি নানির বাসায় গিয়েছিলাম বাড়ি বাড়ি যেতে সবাই করতেছিল তুমি এত শুকিয়ে গেছো কিভাবে, গতবার যখন তোমাকে দেখেছি তোমার স্বাস্থ্য তো অনেক ছিল। আরে বাহ! এ কথা শুনে তো আমি মহা খুশি। তাহলে অবশেষে ওই একটা আমার একটা উপকার করেছে। তারপরে লটারি করেছি কয়েকবার কিন্তু ভাগ্য সহায় হয় নাই তাই কিছুই পায়নি। যাই হোক আর্নিং মেইন বিষয় নয় আমার শরীরের উপকার হলো এটাই অনেক। সব থেকে মজার বিষয় হচ্ছে হাঁটাহাঁটি করে জয়েন করা যায় এটা বাঙালির কাছে একদম নতুন। আশা করছি সামনে আরো বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। এখনো এর অনেক কিছুই আমার অজানা ভালোভাবে সব ফিচার সম্পর্কে জানা নেই। সবাই এই অ্যাপটি ব্যবহার করে বেশি বেশি হাঁটাহাঁটি করবেন।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা Redmi note 9
ক্যামেরা.মডেল note9
অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

প্রথমে যখন গ্রামে ছিলাম হাটাহাটি করেছি।হাঁটাহাঁটি করতাম আর দেখতাম স্টেপ কাউন্ট হয়। টেপগুলো গুনতাম আর হাঁটতাম ব্যাপারটা বেশ মজা লাগত আমার এভাবে আমার প্রথম দিনটা চলে গেল। কিন্তু এমনও গিয়েছে হাঁটাহাঁটি করেছি কিন্তু বারোটার আগে কয়েন ক্লেইম করার কথা মনে থাকে নি। ব্যাস তাই সুপারম্যানিও কম পেয়েছি।
গ্রামে সবার সাথে মজা আনন্দ করার জন্য সুপার মানি ক্লেইম করার কথা ভুলেই যেতাম। পরে দেখতাম সময় শেষ হয়ে গেছে খুব আফসোস লাগতো। কিন্তু হাঁটাহাঁটি হতো দারুন শরীরেও অনেক উপকার হত।
এখানে আমার একেক দিনের কত স্টেপ হেঁটেছি তার প্রমান তবে বেশির ভাগ আমি ক্লেম করতে পারিনি কারন এই সময়টা আমার ছুটির সময় ছিল আত্মীয় স্বজনদের সাথে ঘোরাফেরা মজা করতেই সময় কেটে গেছে। সবকিছুর মাঝেও এই অ্যাপটা আমাকে অনেক অনেক উপকার করেছে। কারণ কয়েকদিন আগে আমি নানির বাসায় গিয়েছিলাম বাড়ি বাড়ি যেতে সবাই করতেছিল তুমি এত শুকিয়ে গেছো কিভাবে, গতবার যখন তোমাকে দেখেছি তোমার স্বাস্থ্য তো অনেক ছিল। আরে বাহ! এ কথা শুনে তো আমি মহা খুশি। তাহলে অবশেষে ওই একটা আমার একটা উপকার করেছে। তারপরে লটারি করেছি কয়েকবার কিন্তু ভাগ্য সহায় হয় নাই তাই কিছুই পায়নি। যাই হোক আর্নিং মেইন বিষয় নয় আমার শরীরের উপকার হলো এটাই অনেক। সব থেকে মজার বিষয় হচ্ছে হাঁটাহাঁটি করে জয়েন করা যায় এটা বাঙালির কাছে একদম নতুন। আশা করছি সামনে আরো বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। এখনো এর অনেক কিছুই আমার অজানা ভালোভাবে সব ফিচার সম্পর্কে জানা নেই। সবাই এই অ্যাপটি ব্যবহার করে বেশি বেশি হাঁটাহাঁটি করবেন।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
এই অ্যাপসটার মাধ্যমে আমরা আমাদের প্রাত্যহিক দিনে কতটুকু হাঁটাহাঁটি করছে তার পরিমাণ জানতে পারি।এবং হেঁটে হেঁটে একটা ইনকাম করার মাধ্যম খুঁজে পেয়েছি।তুমি গত সপ্তাহে অনেক হাঁটাহাঁটি করেছো দেখলাম।আসলে হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে।তোমার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
বেশি হাঁটাহাঁটি করব তত আমাদের শরীর সুস্থ থাকবে। এই অ্যাপসের মাধ্যমে আমরা সেই হাঁটার অনুপ্রেরণা পেয়েছি। আপনার এক সপ্তাহের একটিভিটি জানতে পেরে ভালো লাগলো।
ভালো লেগেছে আপনার জানতে পেরে ভালো লাগলো।
আপনার গত এক সপ্তাহের একটিভিটিস দেখে খুবই ভালো লেগেছে। আমরা যত বেশি হাঁটাহাঁটি করব আমাদের শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। তাই হাঁটাহাঁটির কোন বিকল্প নেই। আজকের পোস্ট দেখে আপনার একটিভিটিস দেখার সুযোগ পেলাম।
ধন্যবাদ আপু আপনাকে।
আপু আপনার মতো আমারও হাঁটাহাঁটি না করতে করতে শরীর বয়ে গিয়েছে। কিন্তু যেদিন থেকে এই অ্যাপসের সন্ধান পেলাম সেদিন থেকে মোটামুটি কম বেশি ভালোই হাঁটাহাঁটি করা হয়। তাইতো এই অ্যাপস আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যাই হোক সুপার ওয়াক এ আপনার এক সপ্তাহের এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতিদিন বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন। ধন্যবাদ আপু এক সপ্তাহের এক্টিভিটিস শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
সুস্থ্য থাকার জন্য আমাদের উচিত প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করা। আপনার হাঁটাহাঁটি টা একেবারে ধারাবাহিক ছিল না। কোনদিন বেশি আবার কোনদিন একেবারে কম। যাইহোক আপনার উইকলি এক্টিভিটিজ দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ভুল ট্যাগ ইউজ করে রাখছেন। এজন্য পোস্টটি নজরে আসেনি। ফলাফল: নোমিনেশন মিসড।
ভাইয়া ভুল করে দিয়েছি।ঠিক করে নিয়েছি ভাইয়া।