হাঁটাহাঁটি করে উপার্জন।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে Super Walk এর মাধ্যমে হাঁটাহাটি করে Walk টোকেন ইনকাম করার অনুভূতি শেয়ার করবো।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে হাটাহাটি করা, জগিং করা, পরিশ্রম করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা সুস্থ সবল থাকতে চায়, তারা সবাই স্বাস্থ্যের কথা চিন্তা করে, হাঁটাহাঁটি করে থাকে, জগিং করে থাকে। পরিশ্রম করে শরীর থেকে ঘাম জড়ালে শরীর ভালো থাকে। আমাদের স্বাস্থ্যের প্রয়োজনে আমাদেরকে হাঁটাহাঁটি করতে হয়। এখন সেই হাঁটাহাঁটি করে যদি ইনকাম করা যায়, তাহলে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা হয় যায়। অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকলো, আবার ইনকাম হলো। এমন সুযোগ পেলে অবশ্যই কেউ হাতছাড়া করবে না। এটি অবশ্যই একটি খুশির খবর।
কিছুদিন আগে আমাদের সম্মানিত ফাউন্ডার, আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমাদের কমিউনিটিতে Super Walk অ্যাপসটি চালু করেছেন। যদিও এই অ্যাপসটির মালিকানা অন্য কেউ, কিন্তু হাঁটাহাঁটি করে ইনকাম করার বিষয়টা খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার। সেজন্য দাদা এই অ্যাপসটি আমাদের কমিউনিটিতে চালু করতে অভিমত দিয়েছেন। সম্মানিত এডমিন সুমন ভাইয়ের মাধ্যমে আমরা এই অ্যাপসটি সম্পর্কে জেনেছি। তারপর নিজেদের মোবাইলে ইন্সটল করে ব্যবহার করেছি।
এতদিন আমি অ্যাপসটির বেসিক মুড ব্যবহার করেছি। তবে গতকাল থেকে আমি প্রো-,মুড ব্যবহার করছি। অলরেডি আমি কিছু WALK টোকেন ইনকাম করেছি। আর সে বিষয়টা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
প্রথমে আমি MEXC থেকে 10 USDT Gate.io তে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি Gate.io এর Tarde অপশনে গিয়ে GRND টোকেন কিনে নিলাম। আমি 10 USDT দিয়ে 131 GRND পেলাম।
তারপর আমি Gate.io এক্সচেঞ্জ সাইট থেকে Super Walk অ্যাপসে GRND টোকেন গুলো ট্রান্সফার করে নিলাম। এখানে Gate.io তে ৮ GRND ফি কে নিয়েছে। যার ফলে Super Walk অ্যাপসে ১২৩ GRND ট্রান্সফার হয়েছে।
তারপর আমার ১২৩ GRND এর মধে RUNNER, WALKER, JOGGER খুঁজতে লাগলাম। অবশেষে আমি 123 GRND দিয়ে একটি WALKER কিনে নিলাম। যেটা 4 GEN এর চার মিনিট হাঁটা যাবে। যারা দৌড়াদৌড়ি করবেন, তারা RUNNER কিনবেন। আমি হাঁটাহাঁটি করবো, সে জন্য WALKER কিনলাম।
WALKER কিনে আমি দুই দিন হাঁটাহাটি করেছি। যার ফলে তারা আমাকে 5 WALK দিয়েছে। এই অ্যাপসটি ব্যবহার করে আমি অনেক খুশি। হাঁটাহাঁটি করে ইনকাম করা যায়, সেটা অবিশ্বাস্য ছিল। অথচ আজকে আমি বাস্তবে সেটা দেখতে পাচ্ছি। গতকাল রাতে অল্প একটু হাঁটাহাঁটি করেছিলাম। আজকেও মোটামুটি অনেকটা হেঁটেছি। সব মিলিয়ে 5 WALK পেয়েছি।
যত বেশি GRND দিয়ে WAKER, RUNNER, JOGGER কেনা যাবে, তত বেশি ইনকাম করা যাবে। ভবিষ্যতে আমার চিন্তা আছে আরো বেশি GRND দিয়ে WAKER, RUNNER, JOGGER কিনবো। যত বেশি হাঁটাহাঁটি করা যাবে, ততই স্বাস্থ্য ভালো থাকবে। সেই সাথে ইনকাম বৃদ্ধি পাবে। খুবই দারুণ একটি অ্যাপস। আমি সবাইকে সাজেশন করি আপনারা এই অ্যাপস টি ব্যবহার করুন। এটি ব্যবহার করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনকাম করা যাবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। একদম প্রাথমিক পর্যায়ে এ বিষয়ে অবগত ছিলাম না আর বুঝতাম না যার জন্য আমার অনেকটা দেরি হয়েছে। তবে এখন প্রত্যেকদিন চেষ্টা করি নিয়ম মত হাটাহাটি করার এবং বেশ ভালো একটা অ্যামাউন্ট সৃষ্টি করার।
জী আপু অ্যাপসটি সত্যিই অনেক উপকারি। ধন্যবাদ।
Task Done

ভাই superwalk অ্যাপটি পেয়ে সবাই অনেক আনন্দিত। কারণ এই অ্যাপ দিয়ে টাকা উপার্জন করা যাচ্ছে। যদিও আমি এখনো এনএফটি নেই নাই তবে চেষ্টা করবো নিতে।আপনার পুরো পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। দারুণ ভাবে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
জী ভাই দারুণ একটি অ্যাপস পেলাম। ধন্যবাদ।