একটি ব্লেজার, একগুচ্ছ হয়রানি আর প্রতারণা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
জীবনে কখনো কখনো এমন কিছু ছোট অভিজ্ঞতা আমাদের বড় একটা শিক্ষা দিয়ে যায়, যা আমরা বই পড়ে বা অন্যের কাছ থেকে শুনে বুঝতে পারি না। এমনই এক ঘটনা ঘটেছে আমার এক সহকর্মী আবু বকরের সঙ্গে, যা না শুধুমাত্র শিক্ষণীয়, বরং নগর জীবনের বাস্তবতা ও প্রতারণার রূঢ় চিত্র তুলে ধরে।
ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের। আবু বকর ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে গিয়েছিলেন একটি ব্লেজার কিনতে। ফুটপাতের দোকানে এক হাজার টাকায় তার পছন্দ হয় একটি দৃষ্টিনন্দন ব্লেজার। দোকানদারও অনেক আশ্বাস দেয়, ভাই, একদম ফার্স্ট ক্লাস মাল, কোনো সমস্যা হবে না। আবু বকর বিশ্বাস করে ব্লেজার কিনে বাসায় ফেরেন।
পরদিন নতুন ব্লেজার পরে যখন সে অফিসে আসে, তখন আমাদের চোখে পড়ে ব্লেজারের পিছনের দিক দিয়ে সেলাই ছুটে গেছে। নতুন জিনিসে এমন ত্রুটি খুবই হতাশাজনক। অফিস শেষে সন্ধ্যায় ছয়টার দিকে সে আবার গুলিস্তানে ফিরে যায়। দোকানি দুঃখ প্রকাশ করে এবং বলে যে সে চাইলে অন্য একটি ব্লেজার বেছে নিতে পারে। আবু বকর সেটাই করে আরেকটি ব্লেজার নিয়ে বাসায় ফিরে আসে।
কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। পরদিন দেখা গেলো নতুন ব্লেজারের হাতার নিচে সেলাই ছুটে গেছে! এবার তার ভরসা হলো পাশের এক টেইলার্স দোকান। কিন্তু সেখানে গিয়ে দেখা গেলো, টেইলর কাজ করতে রাজি হলেও ফুল মজুরি দাবি করে। এতে বিরক্ত হয়ে আবার সেই গুলিস্তানমুখী হন আবু বকর।
এইবার সে দোকানির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে আপনার সব ব্লেজারেই সমস্যা। আমি আর আপনার কাছ থেকে কিছু নিতে চাই না। আমার টাকা ফেরত দিন। দোকানি উত্তরে বলে ভাই টাকা তো ফেরত দেওয়া যাবে না, তবে ব্লেজার রেখে যান, আমরা ফ্যাক্টরি থেকে ঠিক করিয়ে দিচ্ছি।
আবু বকর এবার খুব ক্ষুব্ধ হয়। বলে আমি তো দুইবার আসা-যাওয়াতে ১৪০ টাকা খরচ করেছি। আর আসবো না। আপনি আমার টাকা ফেরত দিন। অনেক চেষ্টার পর অবশেষে দোকানি তাকে ৮০০ টাকা ফেরত দেয়। অর্থাৎ সে ২০০ টাকা তো লস খেলই, সাথে যোগ হয় যাতায়াত খরচ ১৪০ টাকা। সব মিলিয়ে ৩৪০ টাকা আর অগণিত সময় নষ্ট।
এতেই যদি অভিজ্ঞতা হতো, তাহলে হয়তো এই গল্প এখানেই শেষ হতো। কিন্তু না, গত সপ্তাহে আবু বকর আবারও গুলিস্তান থেকে একটি ইয়ারফোন কিনে প্রতারণার শিকার হয়েছে। ইয়ারফোনটি একদিনও ভালোভাবে কাজ করেনি। বারবার একই ভুল যেন তার জন্য একটা নিয়মে পরিণত হয়েছে।
এই ঘটনা আমাদের জন্য একটা বড় বার্তা দেয়, সস্তার জিনিসে সন্তুষ্টি থাকে না। শহরের ফুটপাতের পণ্যে অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখা গেলেও, ভেতরে থাকে প্রতারণার ফাঁদ। অল্প দামে ভালো কিছু পাওয়ার আশায় আমরা অনেক সময় গুণগত মান, রিটার্ন পলিসি কিংবা কাস্টমার সাপোর্টের বিষয়টা উপেক্ষা করি। কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হয় আমাদেরই।
আবু বকরের ঘটনা শুধু তার একার নয়। এটা হাজারো শহুরে মানুষের অভিজ্ঞতার প্রতিচ্ছবি। একটু কম দামে ভালো কিছু পাওয়ার আশায় আমরা অনেক সময় বারবার প্রতারিত হই, অথচ শিক্ষা নিই না। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আমাদের সবার জন্য একটা সতর্কতা হয়, চোখের দেখায় নয়, যাচাই করে কিনুন। নয়তো পকেটের টাকা যেমন যাবে, তেমনি সময় ও মানসিক শান্তিও হারাতে হবে। আশা করি ঘটনাটি থেকে সবাই শিক্ষা নিবো।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1950258953881080304?t=kN26EhpZkWLATF_T4ezZVw&s=19
https://x.com/RamimHa74448648/status/1950259562034188596?t=b8d1mAOlmVX9qCg4AEJDDg&s=19