বাঁধা আসলেই হাল ছেড়ে দিতে নেই, বাঁধা উপেক্ষা করে এগিয়ে গেলেই সমাধান আসবে।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমাদের চারপাশের অবস্থা তেমন ভালো না। তবে আগে যে ভালো ছিল তাও না। আগের অবস্থা থেকে কিছুটা ভালোর দিকে যাচ্ছিলো। কিন্তু হঠাৎ করেই একটার পর একটা বাঁধা আসতেছে। তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। কঠিন ভাবে হাল টেনে ধরতে হবে।
জীবনে কিছু করার চেষ্টা করলেই আমরা বুঝতে পারি, প্রতিটি পথই মসৃণ নয়। বাঁধা আসবেই, এই সত্যটি যত দ্রুত মেনে নিতে পারবো, তত দ্রুত আমরা বাস্তব জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। সমস্যাটা বাঁধা আসার মধ্যে নয়, সমস্যাটা শুরু হয় যখন আমরা সেই বাঁধাকে ভয় পেয়ে থেমে যাই কিংবা কাজ ছেড়ে দেই। আর এখানেই অনেকেই ব্যর্থ হয়, আবার কেউ কেউ এখান থেকেই সফলতার যাত্রা শুরু করে।
কোনো লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর পথে যে জিনিসটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো বাঁধা। কখনো তা পারিবারিক, কখনো সামাজিক, কখনো অর্থনৈতিক, আবার কখনো মানসিক। কারণ, বড় কিছু অর্জনের পথ কখনোই সহজ হয় না। আমাদের আশেপাশের অনেকেই হয়তো বলবে, এটা তুমি পারবে না, তোমার সময় নষ্ট হচ্ছে, কিংবা এর কোনো ভবিষ্যত নেই। কিন্তু সত্যি কথা হলো, প্রতিটি বড় কাজের শুরুতে এমনই কথা শুনতে হয়। প্রথমে সমালোচনা হয়, সফল হলে তখন ঠিকই প্রশংসা করতে আসে।
ধরুন, আপনি একটি উদ্যোগ নিয়েছেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন, কিংবা একটি ব্যবসা শুরু করেছেন। কিছুদিন যেতে না যেতেই নানা সমস্যায় পড়লেন, সময় নেই, টাকা কম, পরিবারের চাপ, বন্ধুদের কটাক্ষ, কম ভিউ, কম লাভ ইত্যাদি। আপনি যদি এসব দেখে কাজ ছেড়ে দেন, তবে শুধু কাজ নয়, আপনি স্বপ্নটাকেই ফেলে দিচ্ছেন। হাল ছেড়ে দিলে আপনি কখনোই জানতে পারবেন না, আপনি আসলে কতদূর যেতে পারতেন। এ সময় টার মধ্যে মানুষের সমালোচনা বা বিভিন্ন বাঁধার কারণে হাল ছেড়ে দিয়েই আমরা সব থেকে বড় ভুলটি করি।
এর জন্য আমাদের প্রয়োজন মানসিক প্রস্তুতি। আগে থেকেই বুঝে নিতে হবে , পথ কঠিন হবে। মানসিকভাবে প্রস্তুত থাকলে সমস্যাগুলো আমাদেরকে থামাতে পারবে না। এছাড়াও ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে বড় লক্ষ্যের দিকে যাওয়ার জন্য ছোট ছোট ধাপ তৈরি তৈরি করতে হবে । এতে করে প্রতিটি ধাপ পূর্ণ হলে আমরা অনুপ্রাণিত হবো।
সময়ের ব্যবস্থাপনা ঠিক করতে হবে। কাজের সময় নির্ধারণ করতে হবে এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দিতে হবে। ইনসপিরেশন নিতে হবে সফল মানুষদের গল্প পড়তে বা শুনতে হবে । তারা কীভাবে কঠিন সময় পার করে সফল হয়েছেন, তা জানতে পারলে নিজের আত্মবিশ্বাস বাড়বে।
সফলতা মানেই কি শুধু টাকা-পয়সা, গাড়ি-বাড়ি? না। সফলতা হলো নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারা। যে মানুষ তার প্যাশনের পেছনে লেগে থাকতে পারে, যে প্রতিদিন নিজেকে একটুখানি উন্নত করার চেষ্টা করে, সে-ই আসলে সফল। আর এ সফলতা অর্জন করতে হলে ধৈর্য, অধ্যবসায় আর আত্মবিশ্বাস খুব জরুরি।
জীবন মানেই যুদ্ধ। একেকজনের যুদ্ধ একেক রকম। কেউ অর্থের সঙ্গে, কেউ মানসিক চাপের সঙ্গে, কেউ আবার পারিবারিক সীমাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে। কিন্তু দিন শেষে যারা লড়াই চালিয়ে যায়, তারাই একদিন গন্তব্যে পৌঁছে। কাজ করতে গেলে বাঁধা আসবেই এটাই বাস্তবতা। কিন্তু তাই বলে কাজ ছেড়ে দিলে, স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাই, শত বাঁধা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়াই হোক আমাদের প্রতিজ্ঞা।
চেষ্টা করলে একদিন না একদিন সফল হবোই হবো ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
"জীবনের প্রতিটি সাফল্যের পেছনে থাকে অগণিত চেষ্টার গল্প, অদম্য ইচ্ছাশক্তি আর অগণিত বাঁধা পেরোনোর সাহস। হাল না ছেড়ে, ছোট ছোট ধাপে এগিয়ে গেলেই একদিন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আপনি যেমনটা লিখেছেন – ভয় পেলে থেমে যেতে হয়, আর সাহস রাখলে শুরু হয় জয়যাত্রা। অনুপ্রেরণামূলক লেখাটির জন্য ধন্যবাদ!"
জী ভাই বাঁধা অতিক্রম করেই সফলতা অর্জন করতে হয়।
https://x.com/RamimHa74448648/status/1925930959947325624?t=XYul1gspzgnmcF_Iess21A&s=19
https://x.com/RamimHa74448648/status/1925930385071907036?t=KWRdi9dfU2Pbp7AzX9LnyA&s=19
লেখাটি খুব অনুপ্রেরণাদায়ক ও বাস্তবভিত্তিক। আপনি দারুণভাবে তুলে ধরেছেন জীবনে বাঁধা আসবেই, কিন্তু হাল না ছাড়াটাই আসল শক্তি। সত্যিই, অনেকেই স্বপ্ন দেখলেও একটু বিপদে পড়েই থেমে যায়। অথচ সফলতার মূল চাবিকাঠি হলো ধৈর্য, আত্মবিশ্বাস ও লেগে থাকার মানসিকতা।
জী ভাইয়া হাল ছাড়া যাবে না।