আহা জীবন!(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

গত দুই মাস ধরে স্থির থাকতে পারছিনা।ব্যস্ততা যেন পিছু ছাড়ছেনা।কখনো বাসায় থাকছি,কখনো বগুড়ায়,ঢাকায় আবার কখনো নানি বাড়ি বা খালার বাড়িতে।অবশ্য অবসর কাটাতে কোথাও যাইনি।বগুড়া ঢাকা সব জায়গায় যাওয়ার কারণ আপনাদের মাঝে অনেক আগেই শেয়ার করেছি।যারা আমার পোস্ট পড়েন তারা হয়তো জানেন।

জীবন সত্যই একটা রঙ্গমঞ্চ।কখন কিভাবে কার জীবনের রঙ বদলায় তার কোনো স্টেশন নেই।উদ্দেশ্যকে সামনে রেখে ছুটে চলছে সবাই।বর্তমানে আমি বগুড়ায় অবস্থান করছি।গত ডিসেম্বর মাসেও এসেছিলাম এবং মেসেও উঠেছিলাম কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে আর থাকা হয়ে উঠেছিলনা।এবার একদম পাকাপাকিভাবেই চলে এসেছি।বাবা মা ভাইকে ছেড়ে এসে মনটা একটু খারাপ।সবসময় তাদের আশেপাশে ঘুরঘুর করতাম,বাবা আম্মু দুজনেরও মন খারাপ।তবে আমার মেসে আমার কোনো ফ্রেন্ড না থাকলেও আশেপাশে মেসে অনেক ফ্রেন্ড আছে।তাই খুব একটা ফাপরে থাকা লাগবেনা।
গত ১৩ তারিখে দ্বিতীয় ডোজ ভ্যাক্সিন দিয়ে বগুড়া চলে এসেছি।খালাতো ভাই আগেই মেস ঠিক করে রেখেছিল,আমি সেদিন এসে জাস্ট উঠেছি।

IMG20220213172445.jpg

কিছুটা আমার বাসার মতোই ঘরগুলো।ডবল রুম নিজেই নিয়েছি।থাকার সমস্যা তাই নেই।কিন্তু বডার্স কম হওয়ায় মিল চালু হয়নি।তাই খাওয়ার একটু সমস্যা হচ্ছে।সামনের মাসে ৩/৪ জন ছেলে ওঠার কথা আছে ওরা উঠলেই ইনশাল্লাহ মিল চালু হয়ে যাবে।
IMG20220213172620.jpg

IMG20220213172437.jpg

মেসে আপাতত এক ভাই আছে।যে আমার সিনিয়র।ভাই এবার এইচ,এস,সি এক্সাম দিয়েছে।বাড়ি নওগাঁতে।এমনিতে মনে হয় ভালোই বাট আমি ঘর থেকে দরকার ছাড়া বেরও হইনা তাই কথাও হয়না তেমন।যে যার মতো থাকি।

নতুন জায়গা তাই একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে।কি আর করার।এভাবেই কাটাতে হবে তাও।হাজার হোক কষ্ট না করলে তো কেষ্ট মেলেনা।আল্লাহ ভরসা,ইনশাল্লাহ সব মানিয়ে গুছিয়ে থাকতে পারবো।পড়াশুনার জন্য ঘর ছেড়ে এসেছি দোয়া রাখবেন যেন সেটাই ভালোভাবে করতে পারি😊।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/02/22

Sort:  
 3 years ago 

আসলেই মা বাবা কে ছেড়ে আসতে অনেক খারাপ লাগে। তবে যেহেতু আসে পাশে বন্ধুরা আছে ধীরে ধীরে মানিয়ে নিতে পারবেন৷ দোয়া রইলো যেনো ঠিক মতন পড়াশুনা করতে পারেন। শুভকামনা রইলো আপনার জন্য অনেক।

 3 years ago 

হ্যাঁ ভাই উদ্দেশ্য যেহেতু পড়াশুনা তো সর্বোচ্চ মনোযোগ তাতেই দিতে হবে।
শুভ কামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্যেও😊

সত‍্যি বাসা থেকে আসতে মন চায় নাহ তবুও সবাইকে খারাপ লাগছে এটা না বুঝতে দেওয়া হয়নাহ। এটাই বাহিরের জীবন তবে মানিয়ে নিতে পারবেন একটা সময়। নতুন জীবন ভালোভাবে উপভোগ করুন সেই প্রত‍্যাশাই করি। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

মেসে সেভাবে কোনোদিন থাকিনি,এটাই প্রথম।একটু কষ্ট হচ্ছে তবে ইনশাআল্লাহ মানিয়ে নিতে পারবো।
ভালোবাসা নিয়েন 🖤