পরের উপকার করিও না

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি শিক্ষামূলক গল্প

সোর্স

টিউশন সেরে সন্ধ্যায় বাড়ি ফিরছি,দেখি গলির মুখে জটলা।সেই সাথে চিৎকার চেচামেচি। আমাদের এলাকা বেশ শান্ত,এমন ঝগড়া ঝামেলা সাধারণত হয়না। তাই একটু অবাক হলাম।আর প্রতিবেশীর ঝামেলায় প্রতিবেশীরাই এগিয়ে যায়। তাই গুটিগুটি পায়ে এগিয়ে গেলাম।গিয়ে দেখলাম ঝামেলা দুইজনের মাঝে, আর দুইজনের কেউ আমারের পাড়ার না। তাও কৌতুহল বসে ঘটনা কি তা শোনার চেষ্টা করলাম।

যে দুইজন ঝামেলা করছে, তারা দুইজন দুই ভাই। আর সমস্যা হল টাকা নিয়ে। বিস্তারিত ঘটনা এমন,ছোট ভাই করে কাপড়ের ব্যবসা।কয়েকমাস আগে ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে টাকা চায়।কারন তার ব্যবসার পুজি শেষ,টাকা না পেলে শীতের মাল আনতে পারবে না। আর শীতের মাল না আনতে পারলে তার কিস্তি চলবে না ফলে ব্যবসায় লাল বাত্তি।

বড় ভাইয়ের অবস্থা ভাল নয়।তার দিন আনা,দিন খাওয়া।কিন্তু তারপরেও ছোট ভাইয়ের অনুনয়ে বড় ভাই আর না করতে পারে নি। সে আরেকজনের কাছে থেকে সুদের উপর টাকা এনে ছোট ভাইকে দিয়েছে। শর্ত ছিল ছোট ভাই ৩০দিন পর সুদ সহ ফেরত দেবে। এই ঘটনার ৪৫দিন পার হয়ে গেছে। বড় ভাই যে জায়গা থেকে টাকা এনেছে সেই জায়গা থেকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু ছোট ভাই বেকে বসেছে,তার ভাষ্য আমি এখন টাকা দিতে পারব না।

বিষয়টা এমন নয় যে ছোট ভাইয়ের ইনকাম হচ্ছে না,তার ইনকাম বেশ ভাল হচ্ছে।তার বাড়িতে পোলাও মাংস চলতেছে।কিন্তু তারপরেও সে টাকা দিবে না। এদিকে বড় ভাইয়ের বাড়িতে এসে সেই লোক হুমকি দিচ্ছে।ছোট ভাই টাকা কবে দিবে সেই ডেট ও দেয় না৷ আমরা সবাই মিলে জিজ্ঞেস করলাম, "তোমার বড় ভাই তো তোমার উপকারই করছে, তাইলে তুমি ওকে বিপদে ফেলছ কেন? " পুরো টাকা না দাও, যতটা পারো দাও। অথবা একটা ডেট দাও।

এর উত্তরে ছোট ভাই যা বলল তা শুনে আমরা হাসব নাকি কান্না করব সেটাই ভেবে পাই না।ছোট ভাইয়ের উত্তর হল,"আমি চাইলেই ওর দেওয়া লাগবে কেন? ও খুব দাতা হয়ে গেছে।এই ঘটনা ওর জন্য একটা শিক্ষা।এই শিক্ষা না পেলে ভবিষ্যতে আরো বেশি টাকা দিয়ে এমন ধরা খেতো। তার থেকে এবার অল্পের উপর দিয়ে গেছে। ওর তো আমাক ধন্যবাদ দেওয়া উচিৎ।

আমার আবার বেইমান পাব্লিক থেকে অ্যালার্জি আছে,তাই রাগ করে চলে আসছি। কিন্তু বিষয়টা খুব ভাবাচ্ছিল। এখানে যদি নিজের ভাই,ভাইয়ের বিশ্বাস না করতে পারে তাইলে দুনিয়া চলবে কিভাবে? কারন দুনিয়া টাই বিশ্বাসের উপর চলছে। মনটাই খারাপ হয়ে গেল এই ঘটনা দেখে। বড় ভাইয়ের রাতের ঘুম তো গেলই সাথে শান্তিও। তার থেকে বড় কথা তার নিজের ভাই তার সাথে ধোকাবাজি করল।

আজকের পোস্ট এপর্যন্তই। বড় ভাইয়ের জন্য সবাই প্রার্থনা করবেন। ধন্যবাদ সম্পুর্ণ পোস্ট পড়ার জন্য। ভুলত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ ছোট ভাইয়ের উত্তরটা তো বেশ চমৎকার, বড় ভাই বিপদে পড়েছে এটা ঠিক আছে তবে আমার মনে হয় ওইখানে উপস্থিত সবারই একটা শিক্ষা গ্রহণ করতে পেরেছে, কখনোই কাউকে এমন ভাবে উপকার করা উচিত না যাতে নিজের ক্ষতি হয় সে যত আপন মানুষই হোক।

 last year 

এভাবেই বিশ্বাস উঠে যাচ্ছে সবার প্রতি সবার।আমি পোস্ট টি পড়ে হাসাবো না কি কাঁদবো বুঝতে পারছিলাম না।ওনি টাকা ধার নিয়ে ফেরত না দিয়ে বস্তু বড়ো উপকার করেছে বড়ো ভাই এর এটা বুঝিয়েছে।ওনি নিজে একজন বেইমান আর চারপাশের অন্যদের মন থেকেও বিশ্বাস শব্দ টা তুলে দিলেন এমন একটা ঘটনা করে।এখন কারো বিপদে কেউ টাকা দিতে গেলে ওনার কথা স্বরন করবে।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year (edited)

বেশ দারুন একটি টপিক্স পড়তে পারলাম আজকে আপনার সুবাদে। দারুন কিছু সত্য কথা দেখলাম। তবে কথা হলো এসব এখন মামুলী ব্যাপার। পৃথিবীতে এখন বেইমানের সংখ্যা গুনলে মিলিয়নে যেয়ে পৌঁছাবে। আর বড় ভাই গুলো সাধারণত পরিবারের গাধাঁই হয়। তাই তো সে এখানেও ধরা খেল। আমিও বলবো তার কি দরকার ছিল সুদে টাকা এনে ছোট ভাই কে দেওয়ার।

 last year 

ঐ যে বড় ভাইয়েরা গাধা হয়,কথাটা ঠিক।আমি বড় পরিবারে তাই সত্যতা উপলব্ধি করতে পারছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile