যোগ্যতা এবং আউট নলেজের অভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বর্তমান সমাজে বেকারত্ব একটি জ্বলন্ত সমস্যা। বিশেষ করে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে এ সমস্যা ক্রমেই বাড়ছে। এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো প্রয়োজনীয় যোগ্যতা এবং বাস্তব জ্ঞানের (আউট নলেজ) অভাব। আমাদের শিক্ষাব্যবস্থা এখনো অনেকাংশে তাত্ত্বিক জ্ঞানের উপর নির্ভরশীল, যেখানে ব্যবহারিক বা কর্মজীবনভিত্তিক প্রশিক্ষণের ঘাটতি স্পষ্ট। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করলেও বাস্তব জীবনের চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, একজন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক যখন চাকরির জন্য আবেদন করে, তখন তার প্রয়োজনীয় দক্ষতা বা ব্যবহারিক অভিজ্ঞতা থাকে না। প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীল চিন্তাভাবনা বা সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করতে না পারার কারণে তারা পিছিয়ে পড়ে। আধুনিক কর্মক্ষেত্রে শুধু একাডেমিক যোগ্যতা যথেষ্ট নয়; বরং দরকার সফট স্কিল, আইটি জ্ঞান, এবং উদ্যোক্তা মানসিকতা। কিন্তু অনেক তরুণ এখনো এই বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে না, ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ক্ষেত্রেই বাজারের চাহিদার সাথে পাঠ্যসূচির সামঞ্জস্য নেই। প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ভোকেশনাল ট্রেনিং— এসব বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শিক্ষার্থীরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ফলে ডিগ্রিধারী হলেও তারা আত্মকর্মসংস্থানে আগ্রহী হচ্ছে না কিংবা সুযোগ পেলেও সঠিকভাবে কাজে লাগাতে পারছে না।
অন্যদিকে, অনেক তরুণ শুধুমাত্র সরকারি চাকরির পেছনে ছুটে, যার ফলে বেসরকারি খাতে থাকা বিপুল কর্মসংস্থানের সুযোগ তারা হারায়। উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা করার মানসিকতা ও ঝুঁকি নেওয়ার সাহসের অভাবও বেকারত্ব বৃদ্ধির একটি কারণ।
এই সমস্যার কার্যকর সমাধানের জন্য প্রয়োজন শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা। শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন কোর্স, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি চালু করা জরুরি। তরুণ প্রজন্মকে বুঝতে হবে, ডিগ্রি নয়— দক্ষতাই এখন সাফল্যের মূল চাবিকাঠি।
যোগ্যতা ও বাস্তব জ্ঞানের অভাব শুধু ব্যক্তিগত নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও বড় বাধা। যদি আমরা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারি, তবে শুধু বেকারত্ব নয়, দারিদ্র্যও অনেকাংশে দূর হবে। তাই সময় এসেছে জ্ঞানের বাস্তব প্রয়োগ ও দক্ষতার বিকাশকে শিক্ষার মূল কেন্দ্রে স্থান দেওয়ার।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1974839645533073909?t=Xw63vYN3obLcnuEPrgKgSA&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1974838654213439831?t=40YEmKoYW2iHaWWjQTeylg&s=19