আম চুরি করতে গিয়ে ভূত দেখার গল্প

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


lamp-2903830_1280.jpg

source

ছোটবেলার সেই দিনগুলো মনে পড়লে এখনও হাসি পায়। গ্রামের বাড়ির পাশে ছিল এক বিশাল আমগাছ, নাম হাজরার আমগাছ। গাছটা এতটাই বিখ্যাত ছিল যে, কেউ সহজে তার ধারেকাছে ঘেঁষার সাহস পেত না। লোকমুখে শোনা যেত,সেই গাছ নাকি ভূত ধরা। কেউ রাতে আম তুলতে গেলে আর ফিরে আসে না, বা এলেও মুখ দিয়ে কথা বের হয় না।

আমরা তখন ক্লাস সেভেনে পড়ি। চার বন্ধু আমি রাশেদ, মিজান, রফিক আর বাবু। আমরা ঠিক করলাম, ভূতের ভয় তাড়াবো আর এক ঝুড়ি আম চুরি করব। রাত দশটার সময় সবাই চুপিচুপি ঘর থেকে বের হলাম। হাতে টর্চ, একখানা পুরোনো ঝুড়ি, আর মিজানের পকেটে মায়ের দেওয়া ভাজা মুড়ি পরে খাওয়ার জন্য।

হাজরার গাছের কাছে গিয়ে সবাই চুপচাপ। রাতের নিরবতা, ঝিঁঝিঁ পোকার শব্দ, আর বাতাসে পাতার মৃদু ঝনঝনানি, সব মিলিয়ে যেন গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। রফিক গাছে উঠল, আমি নিচে ঝুড়ি ধরে থাকলাম। হঠাৎ করে এক সময় দেখি, গাছের উপর থেকে একটা সাদা কাপড়ের মতো কিছু নিচে নামছে। রফিক তো তখনই এক চিৎকার দিয়ে গাছ থেকে পড়ে গেল আমসহ।

আমরা বাকি তিনজন ভয়ে দৌড়! কে কোথায় যাচ্ছে বোঝার সময় নেই। পেছনে থেকে বাবু একবার চিৎকার করে উঠল, ভূত আম ধরে ফেলছে! আমি আর মিজান বাঁচার জন্য একেবারে গরুর খোঁয়াড়ের দিকে ছুটলাম। হাপাতে হাপাতে সেখানে গিয়ে পড়লাম খড়ের উপর।

পাঁচ মিনিট পর একটু সাহস করে ফিরে এলাম গাছের কাছে। দেখি, সেই ভূত কিছু না।একটা সাদা চাদর গাছের ডালে ঝুলে ছিল। তাতে বাতাসে নড়ে উঠেছিল আর আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। রফিক পড়ে গিয়ে হাত মচকে ফেলেছে, কিন্তু মুখে হালকা হাসি কারণ ঝুড়ি ভর্তি আম সঙ্গে ছিল।

সেই রাতটা আজও ভুলিনি।ভূত, না থাকলেও ভয় কিন্তু সত্যিই ছিল। আর সেই ভয়ই ছিল আমাদের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। এখনো বন্ধুরা একত্র হলে সেই আম চুরির গল্প উঠে আসে। হেসে হেসে সবাই বলে,ভূত না থাকলে তো এমন মজার গল্প হতো না!

এই গল্প শুধু আম চুরি বা ভূতের ভয় নয়, এটি আমাদের শৈশবের সাহস, বন্ধুতা আর স্মৃতির এক অমূল্য রত্ন। সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু সেই আমগাছের নিচের রাতটা আজও জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হয়ে আছে।এই গল্পটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আপনার গল্প পড়ে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া শৈশবের এমন স্মৃতি অনেক ভালো লাগে। আসলে আগের দিনের মানুষেরা ভূতের ভয় একটু বেশি পেত।এখন শৈশবের কথা মনে পড়লে শুধু হাসি পায়।